নলহাটি, 7 জানুয়ারি: স্কুটি করে বোমা নিয়ে যাওয়ার পথে বিস্ফোরণ। ঘটনায় জখম দুই দুষ্কৃতী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার সরধা গ্রামে ৷ বিস্ফোরণের বিকট শব্দে ওই এলাকায় জড়ো হয়ে যায় গ্রামবাসীরা ৷ তারাই পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে আহত দু'জনকে উদ্ধারের পর গ্রেফতার করে ৷ তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র।
পুলিশ জানিয়েছে, এদিন দিনেদুপুরে স্কুটিতে করে বোমা নিয়ে যাচ্ছিল দুই দুষ্কৃতী । নলহাটি থানার সরধা গ্রামে একটি পেট্রোল পাম্পের কাছে অসাবধানতাবশত বোমা দুটি ফেটে যায় ৷ ঘটনায় গুরুতর জখম হয় মুকুলেশউদ্দিন আলি ও শেখ রাহুল ৷ তাদের বাড়ি যথাক্রমে মাড়গ্রাম ও রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামে ৷ জখম দু'জনকে নলহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে স্থানান্তরিত করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে । জখম দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর উদ্দেশ্যেই কোথাও যাচ্ছিল ওই দুই দুষ্কৃতী ৷ ঠিক সেই সময় বিস্ফোরণ হয় ৷ গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে এলাকা । তখনই সবাই জড়ো হয় ৷ গ্রামবাসীরাই জখম দু'জনকে উদ্ধার করে পুলিশে খবর দেয় ৷ তবে পেট্রোল পাম্পের কাছে এই বিস্ফোরণ হলেও বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তাই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা ৷ দিনেদুপুরে স্কুটিতে করে বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে দুষ্কৃতীরা, অথচ পুলিশের কাছে কোন খবর নেই ৷ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
আরও পড়ুন: