ETV Bharat / state

TMC Inner Clash : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি পাড়ুইয়ে - Latest News on Birbhum

গ্রামবাসীদের দাবি, আদি তৃণমূলের সঙ্গে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ (two groups of tmc bombing against each other at birbhum) । তার জেরেই বোমাবাজি ৷

two groups of tmc bombing against each other at birbhum
TMC Inner Clash : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি পাড়ুইয়ে
author img

By

Published : Jan 24, 2022, 7:57 PM IST

পাড়ুই, 24 জানুয়ারি : গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হল বীরভূমের পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গালে (two groups of tmc bombing against each other at birbhum) ৷ পাশাপাশি বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ ৷

গ্রামবাসীদের দাবি, আদি তৃণমূলের সঙ্গে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ (TMC Inner Clash) । গ্রামের রাস্তায় চলে ব্যাপক বোমাবাজি, বাইক ভাঙচুর, মারধর (Bombing at Birbhum) । গ্রামের তৃণমূল সভাপতি রবিউল শেখের গোষ্ঠীর সঙ্গে হানিফ শেখের গোষ্ঠীর মধ্যেই এই গোলমাল হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাড়ুই থানার পুলিশ । পুলিশের সামনেই গ্রামের মাঠে চলে বোমাবাজি বলে অভিযোগ । গ্রামে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল । ।

অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজের দখলদারি কার হাতে থাকবে, এই নিয়ে পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল গ্রামে শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি ৷ গ্রামের রাস্তায় চলে বোমাবাজি । একটি বাইকও ভাঙচুর করা হয় ৷ এক ব্যক্তিকে মারধর করা হয় ৷

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি পাড়ুইয়ে

ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা ৷ গ্রামের মহিলারা বলেন, "দুই দলই তৃণমূলের । ব্যাগ ভর্তি বোমা নিয়ে ছুটছিল । গ্রামে বোমাবাজি করে, মারধর করে ৷ পঞ্চায়েতের কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ।"

আরও পড়ুন : Covid Rules Breach by TMC : শিকেয় কোভিডবিধি, স্কুল চত্বরে তৃণমূলের সভা ঘিরে বিতর্ক বীরভূমে

পাড়ুই, 24 জানুয়ারি : গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হল বীরভূমের পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গালে (two groups of tmc bombing against each other at birbhum) ৷ পাশাপাশি বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ ৷

গ্রামবাসীদের দাবি, আদি তৃণমূলের সঙ্গে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ (TMC Inner Clash) । গ্রামের রাস্তায় চলে ব্যাপক বোমাবাজি, বাইক ভাঙচুর, মারধর (Bombing at Birbhum) । গ্রামের তৃণমূল সভাপতি রবিউল শেখের গোষ্ঠীর সঙ্গে হানিফ শেখের গোষ্ঠীর মধ্যেই এই গোলমাল হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাড়ুই থানার পুলিশ । পুলিশের সামনেই গ্রামের মাঠে চলে বোমাবাজি বলে অভিযোগ । গ্রামে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল । ।

অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজের দখলদারি কার হাতে থাকবে, এই নিয়ে পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল গ্রামে শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি ৷ গ্রামের রাস্তায় চলে বোমাবাজি । একটি বাইকও ভাঙচুর করা হয় ৷ এক ব্যক্তিকে মারধর করা হয় ৷

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি পাড়ুইয়ে

ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা ৷ গ্রামের মহিলারা বলেন, "দুই দলই তৃণমূলের । ব্যাগ ভর্তি বোমা নিয়ে ছুটছিল । গ্রামে বোমাবাজি করে, মারধর করে ৷ পঞ্চায়েতের কাজ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ।"

আরও পড়ুন : Covid Rules Breach by TMC : শিকেয় কোভিডবিধি, স্কুল চত্বরে তৃণমূলের সভা ঘিরে বিতর্ক বীরভূমে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.