সিউড়ি, 21 অক্টোবর : বিজেপি’র নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বীরভূমের বিজেপি নেতৃত্ব ৷ সিউড়িতে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ যেখানে সুকান্ত মজুমদার ছাড়াও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন ৷
এ দিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একাধিক বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় ৷ পাশাপাশি সন্দেহ প্রকাশ করতে দেখা যায় সদ্য একক সংখ্যাগরিষ্ঠতায় জিতে আসা তৃণমূল সরকারকে নিয়ে ৷ মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘এই লড়াইয়ে সফলতা আসা কেবলমাত্র সময়ের অপেক্ষা ৷ বেশিদিন আপনাদের অপেক্ষাও করতে হবে না ৷ এই সরকার পাঁচ বছর পূরণ করতে পারবে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে ৷’’
তৃণমূলের প্রসঙ্গ টেনে এনে এ দিন তাঁকে বলতে শোনা যায়, ‘‘যারা গুন্ডামি মস্তানি করে তাদের কেবল একটা কথাই বলব ৷ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে ৷ আর সময় পরিবর্তনশীল ৷ সময় কারও সমান যায় না ৷ তাই সময় যখন আসবে, মনে রাখবেন এই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আর ফর্মুলা কিন্তু ব্যবহার হবে ৷ পেটে খেলে পিঠে সয়, এই ধর্মটা যেন বুঝে নেওয়া হয় ৷’’
আরও পড়ুন : Durga Puja: মহাষ্টমীতে বালুরঘাটে পাড়ার পুজোয় অঞ্জলি দিলেন সুকান্ত মজুমদার
বিজেপির কোনও রাজ্য সভাপতি বীরভূমে যাবেন আর অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠবে না এমনটা হতে পারে না ৷ এ দিন নাম না করেই অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘‘যাঁর মাথায় অক্সিজেন পৌঁছায় না ঠিক মতো, তার ভয়ে ঘরে ঢুকে যাবেন ? আপনারা সবাই একত্রিত হয়ে লড়াই করুন ৷ আপনারাই পারবেন ওর (পড়ুন অনুব্রত মণ্ডল) মাথায় ঠিকমত অক্সিজেন পৌঁছে দিতে ৷’’
আরও পড়ুন : Sukanta Majumder: নিজের বাড়ি নোংরা, লোকের ঘর পরিষ্কার করতে যাচ্ছেন ; মমতাকে কটাক্ষ সুকান্তের
এর পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘প্রচুর মামলা হয়েছে ৷ মামলা যখন খেতেই হবে তখন মার খেয়ে মামলা খাওয়ার থেকে মার দিয়ে মামলা খাওয়া অনেক ভাল ৷ পার্টি আপনাদের পাশে দাঁড়াবে ৷ পার্টি আপনাদের জামিন করাবে ৷ যতদূর কথা বলতে হয় দিল্লি পর্যন্ত কথা বলা হবে ৷ উকিলদের জন্য যা ব্যবস্থা করতে হয় আমরা ব্যবস্থা করব ৷’’