ETV Bharat / state

রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে রামপুরহাটে আধুনিক ভুট্টা চাষের প্রশিক্ষণ ও কর্মশালা

আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কম পরিশ্রমে বেশি ফলন কীভাবে পাওয়া যেতে পারে তা তুলে ধরা হয় এই কর্মশালায় ৷ বাজারে ভুট্টার কী পরিমাণ চাহিদা রয়েছে সে সম্পর্কেও কৃষকদের অবগত করা হয় ৷ ভুট্টা চাষ করে কীভাবে তারা লাভবান হতে পারে সে বিষয়গুলি তুলে ধরা হয় ।

author img

By

Published : Nov 18, 2019, 3:11 AM IST

Updated : Dec 1, 2019, 1:53 AM IST

আধুনিক ভুট্টা চাষের প্রশিক্ষণ ও কর্মশালা

রামপুরহাট, 18 নভেম্বর: রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে এবং বীরভূম জেলা কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় রামপুরহাটে অনুষ্ঠিত হল আধুনিক ভুট্টা চাষের প্রশিক্ষণ ও কর্মশালা ৷ গতকাল রামপুরহাট হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত এক দিনের এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ের উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, সাংসদ শতাব্দী রায়, জেলা শাসক মৌমিতা গোদরা প্রমুখ ৷

আরও পড়ুন: বই পড়লেই কফি ফ্রি বোলপুরের এই রেস্তরাঁয়

রাজ্যের 16টি জেলার ভুট্টা চাষিরা কর্মশালায় অংশগ্রহণ করেন । পাশাপাশি হরিয়ানা, দিল্লি সহ ভিন রাজ্যের কৃষি বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন । আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কম পরিশ্রমে বেশি ফলন কীভাবে পাওয়া যেতে পারে তা তুলে ধরা হয় ৷ বাজারে ভুট্টার কী পরিমাণ চাহিদা রয়েছে সে সম্পর্কেও কৃষকদের অবগত করা হয় ৷ ভুট্টা চাষ করে কীভাবে তারা লাভবান হতে পারে সে বিষয়গুলি তুলে ধরা হয় ।

দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন: দূষণের অভিযোগ, পোলট্রি ফার্ম বন্ধ করলেন আদিবাসীরা

কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানান, অধিক ফলন আর উন্নত গুণমানের কারণে ভুট্টার সংকর এবং কম্পোজিট প্রজাতির চাহিদা বেড়েই চলেছে । রাজ্যে উচ্চ ফলনশীল ও সংকর প্রজাতির বীজ উৎপাদনের এক বিপুল সম্ভাবনা রয়েছে । যা ব্যাপকভাবে কর্ম সংস্থানের সুযোগও এনে দেব । তিনি বলেন, "আমাদের রাজ্য ভুট্টাচাষে দেশে প্রথম স্থান অধিকার করেছে । আমার চাই চাষিরা ভুট্টাচাষে আরও আগ্রহী হোক ।"

রামপুরহাট, 18 নভেম্বর: রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে এবং বীরভূম জেলা কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় রামপুরহাটে অনুষ্ঠিত হল আধুনিক ভুট্টা চাষের প্রশিক্ষণ ও কর্মশালা ৷ গতকাল রামপুরহাট হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত এক দিনের এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ের উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, সাংসদ শতাব্দী রায়, জেলা শাসক মৌমিতা গোদরা প্রমুখ ৷

আরও পড়ুন: বই পড়লেই কফি ফ্রি বোলপুরের এই রেস্তরাঁয়

রাজ্যের 16টি জেলার ভুট্টা চাষিরা কর্মশালায় অংশগ্রহণ করেন । পাশাপাশি হরিয়ানা, দিল্লি সহ ভিন রাজ্যের কৃষি বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন । আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কম পরিশ্রমে বেশি ফলন কীভাবে পাওয়া যেতে পারে তা তুলে ধরা হয় ৷ বাজারে ভুট্টার কী পরিমাণ চাহিদা রয়েছে সে সম্পর্কেও কৃষকদের অবগত করা হয় ৷ ভুট্টা চাষ করে কীভাবে তারা লাভবান হতে পারে সে বিষয়গুলি তুলে ধরা হয় ।

দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন: দূষণের অভিযোগ, পোলট্রি ফার্ম বন্ধ করলেন আদিবাসীরা

কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানান, অধিক ফলন আর উন্নত গুণমানের কারণে ভুট্টার সংকর এবং কম্পোজিট প্রজাতির চাহিদা বেড়েই চলেছে । রাজ্যে উচ্চ ফলনশীল ও সংকর প্রজাতির বীজ উৎপাদনের এক বিপুল সম্ভাবনা রয়েছে । যা ব্যাপকভাবে কর্ম সংস্থানের সুযোগও এনে দেব । তিনি বলেন, "আমাদের রাজ্য ভুট্টাচাষে দেশে প্রথম স্থান অধিকার করেছে । আমার চাই চাষিরা ভুট্টাচাষে আরও আগ্রহী হোক ।"

Intro:Body:রামপুরহাট, 17 নভেম্বর: পশ্চিমবঙ্গ সরকারে কৃষি দফতরের উদ্যোগে এবং জেলা কৃষি দফতরের ব্যবস্থাপনায় রামপুরহাটের হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হল এক-দিবসীয় ভুট্টা চাষের আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও আধুনিক ভুট্টা চাষের প্রশিক্ষণ ও কর্মশালা । এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ক উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, সাংসদ শতাব্দী রায়, জেলা শাসক মৌমিতা গোদরা, সচিব কৃষিবিভাগ রাজেশ কুমার সিনহা প্রমুখ। এদিনের কর্মশালায় রাজ্যের ষোলোটি জেলার ভুট্টা চাষীরা অংশ গ্রহণ করেন । পাশাপাশি হরিয়ানা , দিল্লি সহ বিভিন্ন রাজ্যের ভুট্টাচাষ বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন । কর্মশালায় ভুট্টাচাষের সুযোগ সুবিধা এবং তার চাহিদা তুলে ধরা হয় । তার সঙ্গে ভুট্টা চাষ করে কৃষকেরা যাতে লাভবান হতে পারেন সেই বিষয় গুলি তুলে ধরা হয় । এবং বছরে রাজ্যে ৪৫ লক্ষ মেট্রিকটন ভুট্টা চাষের লক্ষমাত্রা নেওয়া হয়েছে । কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানান,“ অধিক ফলন আর উন্নত গুনমানের কারণে বুট্টার সংকর আর কম্পোজিট জাতের চাহিদা বেড়েই চলেছে। রাজ্যে েএ বীজের চাহিদা 2500 মেট্রিক টনের মতো। সেখানে রাজ্যে 2018-19 বর্ষে সরকারী পর্যবেক্ষনে নব উদভাবিত সংকর জাতগুলি 113 মেট্রিক টন উৎপাদিত হয়েছে। তােই উচ্চ ফরনশীল ও সঙ্কর জাতের বীজ উৎপাদনের এক বিপুল সম্ভাবনা রয়েছে। যা ব্যাপক ভাবে কর্ম সংস্থানের সুযোগ এনে দেব। আমাদের রাজ্যে ভুট্টাচাষে দেশে প্রথম স্থান অধিকার করেছে। আমার চাই চাষীরা ভুট্টাচাষে আরও আগ্রহ হোক।” Conclusion:
Last Updated : Dec 1, 2019, 1:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.