রামপুরহাট, 14 আগস্ট : ট্রাক্টর বোঝাই বালি চাপা পড়ে মৃত্যু হল চালকের ৷ বীরভূমের রামপুরহাট থানার আখিড়া গ্রামের ঘটনা । সারারাত চাপা পড়ে থাকার পর আজ সকালে দেহ উদ্ধার করেন স্থানীয়রা ৷
গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই ট্রাক্টরটি উলটে যায় ৷ চাপা পড়ে যান চালক । সকালে চালকের মৃতদেহ উদ্ধার করা হয় । নাম কাঞ্চন মহন্ত । বাড়ি রামপুরহাট থানার নারায়ণপুরের শালবুনি গ্রামে ।
মাঝরাতে ট্রাক্টরটি চালিয়ে আসছিলেন কাঞ্চন মহন্ত । সেই সময় রামপুরহাট থানার আখিড়া গ্রামের দূর্গা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উলটে যায় । সকালে ট্রাক্টরটি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় । স্থানীয় বাসিন্দারা বালি সরাতে শুরু করেন । তখনই চালকের মৃতদেহ উদ্ধার হয় । রামপুরহাট থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।