ETV Bharat / state

বীরভূমে 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ; ঘোষণা অনুব্রত মণ্ডলের - today anubrata mandal announced further lockdown in birbhum

আগামী 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বীরভূমে লকডাউন চলবে । আজ তৃণমূল দলীয় কার্যালয় থেকে এমনটাই ঘোষণা করলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

today anubrata mandal announced further lockdown in birbhum
বীরভূমে 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ; ঘোষণা অনুব্রত মণ্ডলের
author img

By

Published : Jul 30, 2020, 8:06 PM IST

বোলপুর, 30 জুলাই : 31 জুলাই বীরভূম জেলায় লকডাউন থাকছে না । 2 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দুপুর 3 টে থেকে রাত্রি 11 টা পর্যন্ত বীরভূমে লকডাউন চলবে । আজ তৃণমূলে দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এদিকে, তৃণমূল কার্যালয় থেকে লকডাউন ঘোষণা করা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । কারণ, লকডাউন ঘোষণা করা হয় প্রশাসনের তরফে ।

রাজ্যে বাড়ছে গোষ্ঠী সংক্রমণ । তাই নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে । রাজ্যের অন্যান্য জায়গায় সপ্তাহে দু'দিন লকডাউন হলেও বীরভূমে 24 জুলাই থেকে টানা লকডাউন চলছে । 31 জুলাই পর্যন্ত দুপুর 12 টা থেকে রাত্রি 10 টা এই লকডাউন চলবে ৷ এমনটাই ঘোষণা করা হয়েছিল জেলা প্রশাসনের তরফে । এবিষয়ে আজ তৃণমূল কার্যালয়ে একটি ভার্চুয়াল জনসভা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কর্মীরা কিভাবে কাজ করবেন সেই বার্তা দেওয়া হয় জনসভা থেকে ।

বীরভূমে 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ; ঘোষণা অনুব্রত মণ্ডলের

জনসভা শেষে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল বলেন, মানুষজন ঈদের কেনাকাটা করবে ৷ তাই 31 জুলাই বীরভূম জেলায় কোনও লকডাউন থাকছে না । 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বীরভূম জেলায় লকডাউন থাকবে । বিকেল 3 টে থেকে রাত 11 টা পর্যন্ত চলবে এই লকডাউন । লকডাউন ঘোষণা প্রশাসনিক তরফে করা হয় । কিন্তু বীরভূমে তৃণমূল কার্যালয় থেকে একজন জেলা সভাপতি লকডাউন ঘোষণা করছেন । এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা দলের নেতারা । BJP - র বোলপুর ব্লক সভাপতি বিকাশ মিশ্র বলেন, " আমরা বারবার বলে এসেছিলাম তৃণমূল ও প্রশাসন এক । সেটা আরও একবার প্রমাণিত হল । লকডাউন প্রশাসন ঘোষণা করে থাকে । কিন্তু, এখানে তৃণমূলের পার্টি অফিস থেকে লকডাউন ঘোষণা করা হচ্ছে । এটা ঠিক নয় । "

বোলপুর, 30 জুলাই : 31 জুলাই বীরভূম জেলায় লকডাউন থাকছে না । 2 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দুপুর 3 টে থেকে রাত্রি 11 টা পর্যন্ত বীরভূমে লকডাউন চলবে । আজ তৃণমূলে দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । এদিকে, তৃণমূল কার্যালয় থেকে লকডাউন ঘোষণা করা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিরোধীরা । কারণ, লকডাউন ঘোষণা করা হয় প্রশাসনের তরফে ।

রাজ্যে বাড়ছে গোষ্ঠী সংক্রমণ । তাই নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে । রাজ্যের অন্যান্য জায়গায় সপ্তাহে দু'দিন লকডাউন হলেও বীরভূমে 24 জুলাই থেকে টানা লকডাউন চলছে । 31 জুলাই পর্যন্ত দুপুর 12 টা থেকে রাত্রি 10 টা এই লকডাউন চলবে ৷ এমনটাই ঘোষণা করা হয়েছিল জেলা প্রশাসনের তরফে । এবিষয়ে আজ তৃণমূল কার্যালয়ে একটি ভার্চুয়াল জনসভা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কর্মীরা কিভাবে কাজ করবেন সেই বার্তা দেওয়া হয় জনসভা থেকে ।

বীরভূমে 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ; ঘোষণা অনুব্রত মণ্ডলের

জনসভা শেষে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল বলেন, মানুষজন ঈদের কেনাকাটা করবে ৷ তাই 31 জুলাই বীরভূম জেলায় কোনও লকডাউন থাকছে না । 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বীরভূম জেলায় লকডাউন থাকবে । বিকেল 3 টে থেকে রাত 11 টা পর্যন্ত চলবে এই লকডাউন । লকডাউন ঘোষণা প্রশাসনিক তরফে করা হয় । কিন্তু বীরভূমে তৃণমূল কার্যালয় থেকে একজন জেলা সভাপতি লকডাউন ঘোষণা করছেন । এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা দলের নেতারা । BJP - র বোলপুর ব্লক সভাপতি বিকাশ মিশ্র বলেন, " আমরা বারবার বলে এসেছিলাম তৃণমূল ও প্রশাসন এক । সেটা আরও একবার প্রমাণিত হল । লকডাউন প্রশাসন ঘোষণা করে থাকে । কিন্তু, এখানে তৃণমূলের পার্টি অফিস থেকে লকডাউন ঘোষণা করা হচ্ছে । এটা ঠিক নয় । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.