খণ্ডঘোষ, 12 মে : আজ দুপুর 3টে নাগাদ বিষ্ণুপুরের খণ্ডঘোষে আলিপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিতে এসেছিল দুই যুবক মানিক ও লালু । তারা তৃণমূলের সক্রিয় কর্মী বলে এলাকায় পরিচিত । অভিযোগ, তারা ভোট দেওয়ার সময় তৃণমূলের এক কর্মীকে খুনের হুমকি দেয় ।
5 মে খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে শেখ কামরুল নামে এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন করা হয় । অভিযুক্তরা তৃণমূলেরই অন্য গোষ্ঠীর লোকজন । ওই ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা সহ 9 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । ঘটনার পর থেকেই গ্রামছাড়া কামরুল খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূলকর্মীরা । তাদের মধ্যে মানিক ও লালুও রয়েছে । আজ দুপুরে তারা গ্রামে এসেছিল ভোট দিতে । সেই সময় শেখ কামরুল গোষ্ঠীর এক তৃণমূলকর্মীকে তারা বলে, "একজনকে খুন করেছি, এবার তোর পালা । তুই খুব বাড়াবাড়ি করছিস । এবার তোকে খুন করব ।" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ ।
অন্যদিকে খবর পেয়ে কামরুল গোষ্ঠীর লোকজন ওই ভোট কেন্দ্রের কাছে জড়ো হয় । তাদের বক্তব্য, এমনিতেই খুনের ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত । ফের নতুন করে খুনের হুমকিতে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে ।