ETV Bharat / state

"খুব বাড়াবাড়ি করছিস, এবার তোকে খুন করব", ভোট দিতে এসে খুনের হুমকি

ভোট দিতে এসে খুনের হুমকি এক তৃণমূল কর্মীকে । ঘটনাটি বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভার আলিপুর গ্রামের । এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

খুনের হুমকি
author img

By

Published : May 12, 2019, 7:21 PM IST

খণ্ডঘোষ, 12 মে : আজ দুপুর 3টে নাগাদ বিষ্ণুপুরের খণ্ডঘোষে আলিপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিতে এসেছিল দুই যুবক মানিক ও লালু । তারা তৃণমূলের সক্রিয় কর্মী বলে এলাকায় পরিচিত । অভিযোগ, তারা ভোট দেওয়ার সময় তৃণমূলের এক কর্মীকে খুনের হুমকি দেয় ।

5 মে খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে শেখ কামরুল নামে এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন করা হয় । অভিযুক্তরা তৃণমূলেরই অন্য গোষ্ঠীর লোকজন । ওই ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা সহ 9 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । ঘটনার পর থেকেই গ্রামছাড়া কামরুল খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূলকর্মীরা । তাদের মধ্যে মানিক ও লালুও রয়েছে । আজ দুপুরে তারা গ্রামে এসেছিল ভোট দিতে । সেই সময় শেখ কামরুল গোষ্ঠীর এক তৃণমূলকর্মীকে তারা বলে, "একজনকে খুন করেছি, এবার তোর পালা । তুই খুব বাড়াবাড়ি করছিস । এবার তোকে খুন করব ।" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ ।

অন্যদিকে খবর পেয়ে কামরুল গোষ্ঠীর লোকজন ওই ভোট কেন্দ্রের কাছে জড়ো হয় । তাদের বক্তব্য, এমনিতেই খুনের ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত । ফের নতুন করে খুনের হুমকিতে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে ।

খণ্ডঘোষ, 12 মে : আজ দুপুর 3টে নাগাদ বিষ্ণুপুরের খণ্ডঘোষে আলিপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দিতে এসেছিল দুই যুবক মানিক ও লালু । তারা তৃণমূলের সক্রিয় কর্মী বলে এলাকায় পরিচিত । অভিযোগ, তারা ভোট দেওয়ার সময় তৃণমূলের এক কর্মীকে খুনের হুমকি দেয় ।

5 মে খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে শেখ কামরুল নামে এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন করা হয় । অভিযুক্তরা তৃণমূলেরই অন্য গোষ্ঠীর লোকজন । ওই ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা সহ 9 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ । ঘটনার পর থেকেই গ্রামছাড়া কামরুল খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূলকর্মীরা । তাদের মধ্যে মানিক ও লালুও রয়েছে । আজ দুপুরে তারা গ্রামে এসেছিল ভোট দিতে । সেই সময় শেখ কামরুল গোষ্ঠীর এক তৃণমূলকর্মীকে তারা বলে, "একজনকে খুন করেছি, এবার তোর পালা । তুই খুব বাড়াবাড়ি করছিস । এবার তোকে খুন করব ।" খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় খণ্ডঘোষ থানার পুলিশ ।

অন্যদিকে খবর পেয়ে কামরুল গোষ্ঠীর লোকজন ওই ভোট কেন্দ্রের কাছে জড়ো হয় । তাদের বক্তব্য, এমনিতেই খুনের ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত । ফের নতুন করে খুনের হুমকিতে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে ।

Intro:ভোট দিতে এসে খুনের হুমকি তৃণমূল কর্মীকে, উত্তেজনা খন্ডঘোষে

পুলক যশ, খন্ডঘোষ

দিন কয়েক আগে খন্ডঘোষের ওঁয়াড়ি গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে তৃণমূল কর্মী শেখ কামরুলের খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। এদিন দুপুরে ওই খুনের ঘটনায় জড়িত গ্রামছাড়া দুই যুবক মানিক ও লালু আজ গ্রামে আসে ভোট দেওয়ার জন্য। সেই সময় শেখ কামরুল গোষ্ঠীর এক তৃণমূল কর্মী মাঠ দিয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ ওই সময় মানিক ও লালু ওই তৃণমূলের কর্মীকে খুনের হুমকি দেয়। ওই তৃণমূল কর্মীকে উদ্দেশ্য করে বলা হয় ' একজনকে খুন করেছি এবার তোর পালা,তুই খুব বাড়াবাড়ি করছিস, এবার তোকে খুন করব'। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খন্ডঘোষ থানার পুলিশ। মানিক ও লালু দুজনেই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত।

এদিকে ভোট কেন্দ্রের কিছুটা দূরে মৃত শেখ কামরুলের লোকজন সেখানে জড়ো গয়ে ক্ষোভে ফেটে পড়েন। তারা দাবি করেন এমনিতেই খুনের ঘটনায় তারা আতংকিত। এরপরে ফের নতুন করে খুনের হুমকি দেওয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। এ খবর পেয়ে খন্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রসঙ্গত গত ৫ মে খন্ডঘোষে কামরুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় এক তৃণমূল নেতা সহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকেই অনেক তৃণমূল কর্মী গ্রামছাড়া।Body:ভোট দিতে এসেConclusion:খুনের হমকি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.