নানুর, 16 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kavach) কর্মসূচি চলাকালীন ফের বিতর্কে জড়ালেন এক তৃণমূলকর্মী ৷ এবারের ঘটনাস্থল বীরভূম ৷ সোমবার নিজের বিধানসভায় এলাকায় এসেছিলেন 'দিদির দূত' (Didir Doot) তথা নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি (Bidhan Chandra Majhi) ৷ কথা ছিল, বাঁধ পরিদর্শন করবেন বিধায়ক ৷ করলেনও ! কিন্তু, গ্রামবাসীর মুখোমুখি হলেন না ! বাসিন্দাদের অন্তত এমনটাই দাবি ৷ বিধায়ক সেই দাবি উড়িয়ে দিলেও সমালোচনা করতে ছাড়েনি গেরুয়াশিবির ৷ উপরন্তু, এই কর্মসূচি চলাকালীনই স্থানীয় এক তৃণমূলকর্মীকে বলতে শোনা যায়, "বাঁধ না থাকুক, বালিটা থাকলেই পার্টিটা চলবে !"
বীরভূমে বালিঘাট নিয়ে অশান্তি নতুন কিছু নয় ৷ বালিঘাট দখলকে কেন্দ্র করে দলাদলি থেকে শুরু করে গোষ্ঠী সংঘর্ষ, খুন কিছুই বাদ যায় না ৷ এদিকে, এসবের মধ্যেই অজয়ের বাঁধের দশা দিন দিন শোচনীয় হয়ে উঠছে ৷ তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ দীর্ঘদিনের ৷ কিন্তু, সোমবার এলাকায় ঢুকলেও মানুষের কথা শুনলেন না তৃণমূলের এই জনপ্রতিনিধি ৷ যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, "ভোট এসেছে বলেই বিধায়ক গ্রামে ঢুকেছেন ৷ না হলে তাঁর দেখা পাওয়া যেত না ! যাও বা গ্রামে এলেন, আমরা তো কিছুই জানতে পারলাম না !"
আরও পড়ুন: 'সুরক্ষা কবচ' চাইতে গিয়ে 'দিদির দূতে'র হাতে চড় খেলেন যুবক !
প্রসঙ্গত, এর আগেও নানুরের বেরুগ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক বিধানচন্দ্র মাঝি ৷ অনেকের দাবি, আবারও যাতে বিক্ষোভের মুখে না পড়তে হয়, তার জন্যই এদিন আর গ্রামবাসীর মুখোমুখি হননি তিনি ৷ উল্লেখ্য, এদিন বোলপুরের সিঙ্গি গ্রামে এসেছিলেন বিধান ৷ অজয় নদের তীরে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ সেই সময় দলেরই এক কর্মী বাবু শেখ ওরফে খোকনকে বলতে শোনা যায়, "বাঁধ না হলেও হবে ৷ বালিটা থাকলেই পার্টিটা চলবে !" বিরোধীরা বলছেন, বীরভূমে যে কী হারে বালিপাচার হয়, তৃণমূলকর্মীর এই মন্তব্যেই সেটা স্পষ্ট !
বিজেপির স্থানীয় নেতা কাঞ্চন ঘোষ বিধায়কের এদিনের কর্মসূচি প্রসঙ্গে বলেন, "তৃণমূল সরকার দুর্নীতির সরকার ৷ দিনের পর দিন ধরে মানুষকে অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছে ৷ কিন্তু, কোনও প্রতিশ্রুতিই পালন করেনি তারা ৷ তাই বিধায়ক গ্রামে ঢুকতে পারছেন না ৷ বাইরে দাঁড়িয়ে থেকে চলে যেতে হচ্ছে !" যদিও বিধায়ক বলছেন, "এই সমস্ত অভিযোগ মিথ্যা ৷ এতক্ষণ গ্রামবাসী আমার সঙ্গে ছিলেন ৷ তাঁদের সঙ্গে নিয়েই আমি বাঁধ পরিদর্শন করেছি ৷"