ETV Bharat / state

নানুরে বাঁশ উঁচিয়ে মিছিল তৃণমূলের - tmc

নানুরের বাসাপাড়া থেকে খুঁজুটিপাড়া পর্যন্ত অসিত মালের সমর্থনে বাঁশ উঁচিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস ।

বাঁশ উঁচিয়ে মিছিল তৃণমূলের
author img

By

Published : Apr 27, 2019, 3:20 PM IST

নানুর, 27 এপ্রিল : তৃণমূল নেতা করিম খানের নেতৃত্বে নানুরে বাঁশ উঁচিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস । আজ নানুরের বাসাপাড়া থেকে খুঁজুটিপাড়া পর্যন্ত মিছিল করে তৃণমূল । BJP-র অভিযোগ, ভোটারদের ভয় দেখাতে বড় বড় বাঁশ হাতে মিছিল করছে তৃণমূল ।

দেখুন ভিডিয়ো

তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল আগেই বলেছিলেন, নির্বাচনের আগে বুথে বুথে পাঁচনের বাড়ি দিয়ে উর্বর জমি চাষ শুরু হবে । নির্বাচনের ঠিক 48 ঘণ্টা আগে নানুরে বাঁশ হাতে তৃণমূল কর্মীদের মিছিল কি তারই ইঙ্গিত ?

নানুর, 27 এপ্রিল : তৃণমূল নেতা করিম খানের নেতৃত্বে নানুরে বাঁশ উঁচিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস । আজ নানুরের বাসাপাড়া থেকে খুঁজুটিপাড়া পর্যন্ত মিছিল করে তৃণমূল । BJP-র অভিযোগ, ভোটারদের ভয় দেখাতে বড় বড় বাঁশ হাতে মিছিল করছে তৃণমূল ।

দেখুন ভিডিয়ো

তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল আগেই বলেছিলেন, নির্বাচনের আগে বুথে বুথে পাঁচনের বাড়ি দিয়ে উর্বর জমি চাষ শুরু হবে । নির্বাচনের ঠিক 48 ঘণ্টা আগে নানুরে বাঁশ হাতে তৃণমূল কর্মীদের মিছিল কি তারই ইঙ্গিত ?

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.