ETV Bharat / state

Ilambazar TMC Party Office অনুব্রতহীন বীরভূম, বন্ধ হল সরকারি জমিতে তৈরি দলীয় কার্যালয়

অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশের পরই ইলামবাজারে বন্ধ করে দেওয়া হল তৃণমূল কার্যালয় (Ilambazar TMC Party Office)৷ যদিও দলের দাবি, সরকারি জমিতে গড়ে উঠেছিল বলেই বন্ধ করা হল কার্যালয় ৷

ETV Bharat
বন্ধ হল তৃণমূল কার্যালয়
author img

By

Published : Aug 24, 2022, 7:35 PM IST

Updated : Aug 24, 2022, 10:20 PM IST

ইলামবাজার, 24 অগস্ট: জেল হেফাজতে অনুব্রত মণ্ডল । আর তাই রাতারাতি বন্ধ হয়ে গেল ইলামবাজারে অবস্থিত তৃণমূলের একটি কার্যালয় ৷ তবে কারণ হিসেবে জানা যায় সরকারি জমিতে থাকার ফলে এই কার্যালয় বন্ধ করে দেওয়া হল । ইলামবাজারে পূর্ত বিভাগের জায়গায় গড়ে উঠেছিল তৃণমূলের বাস শ্রমিক সংগঠনের একটি কার্যালয়(Ilambazar TMC)৷ সেই সময় এটি উদ্বোধন করেছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । সঙ্গে ছিলেন ব্লক স্তরের অন্যান্য নেতৃত্বও ৷

birbhum
তৃণমূল কার্যালয়ের উদ্বোধনের দিন মঞ্চে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ
প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । বুধবার তাঁকে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দেয় আসানসোল সিবিআই আদালত । অনুব্রতর গ্রেফতারির পর এবার উঠে গেল সরকারি জমি দখল করে গড়ে ওঠা তৃণমূল কার্যালয় ৷ রঙ করে কার্যালয়ের নাম, জোড়া ফুল চিহ্ন সব মুছেও দেওয়া হল ৷

আরও পড়ুন : সিবিআই আতঙ্কে বোলপুর থেকে রাতারাতি উধাও জেলা পরিষদের অবৈধ টোল প্লাজা
এই বিষয়ে বিজেপির অভিযোগ, সরকারি জমি দখল করে তৃণমূল কার্যালয় গড়ে তুলেছিল ৷ এখন অনুব্রতহীন বীরভূমে কার্যত আতঙ্কে বন্ধ হয়ে গেল এই পার্টি অফিস । জমি দখল করে দলের কার্যালয়ে গড়ে ওঠার কথা স্বীকার করে তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমান বলেন, "কারও ভয়ে নয়, সরকারি জায়গা দখল মুক্ত করতেই আমরা অভিযান শুরু করেছি ৷ তাতে দলের পার্টি অফিস হোক বা অন্য কিছু, সবই উচ্ছেদ হবে।"

বীরভূমের ইলামবাজারে বন্ধ হল সরকারি জমির উপর তৈরি তৃণমূলের দলীয় কার্যালয়

আরও পড়ুন : অনুব্রতর আর্থিক লেনদেনের খোঁজে বোলপুরে একটি ব্যাংকে সিবিআই

ইলামবাজার, 24 অগস্ট: জেল হেফাজতে অনুব্রত মণ্ডল । আর তাই রাতারাতি বন্ধ হয়ে গেল ইলামবাজারে অবস্থিত তৃণমূলের একটি কার্যালয় ৷ তবে কারণ হিসেবে জানা যায় সরকারি জমিতে থাকার ফলে এই কার্যালয় বন্ধ করে দেওয়া হল । ইলামবাজারে পূর্ত বিভাগের জায়গায় গড়ে উঠেছিল তৃণমূলের বাস শ্রমিক সংগঠনের একটি কার্যালয়(Ilambazar TMC)৷ সেই সময় এটি উদ্বোধন করেছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । সঙ্গে ছিলেন ব্লক স্তরের অন্যান্য নেতৃত্বও ৷

birbhum
তৃণমূল কার্যালয়ের উদ্বোধনের দিন মঞ্চে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ
প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । বুধবার তাঁকে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দেয় আসানসোল সিবিআই আদালত । অনুব্রতর গ্রেফতারির পর এবার উঠে গেল সরকারি জমি দখল করে গড়ে ওঠা তৃণমূল কার্যালয় ৷ রঙ করে কার্যালয়ের নাম, জোড়া ফুল চিহ্ন সব মুছেও দেওয়া হল ৷

আরও পড়ুন : সিবিআই আতঙ্কে বোলপুর থেকে রাতারাতি উধাও জেলা পরিষদের অবৈধ টোল প্লাজা
এই বিষয়ে বিজেপির অভিযোগ, সরকারি জমি দখল করে তৃণমূল কার্যালয় গড়ে তুলেছিল ৷ এখন অনুব্রতহীন বীরভূমে কার্যত আতঙ্কে বন্ধ হয়ে গেল এই পার্টি অফিস । জমি দখল করে দলের কার্যালয়ে গড়ে ওঠার কথা স্বীকার করে তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমান বলেন, "কারও ভয়ে নয়, সরকারি জায়গা দখল মুক্ত করতেই আমরা অভিযান শুরু করেছি ৷ তাতে দলের পার্টি অফিস হোক বা অন্য কিছু, সবই উচ্ছেদ হবে।"

বীরভূমের ইলামবাজারে বন্ধ হল সরকারি জমির উপর তৈরি তৃণমূলের দলীয় কার্যালয়

আরও পড়ুন : অনুব্রতর আর্থিক লেনদেনের খোঁজে বোলপুরে একটি ব্যাংকে সিবিআই

Last Updated : Aug 24, 2022, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.