ETV Bharat / state

Panchayat Pradhan Demands Cut Money: 'টাকা না দিলে সই করব না', তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানি চাওয়ার ভিডিয়ো ভাইরাল - Birbhum News

কাটমানি চাইছেন বীরভূমের তৃণমূল পরিচালিত কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ! ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে এমনই অভিযোগ উঠেছে ৷

Panchayat Pradhan Demands Cut Money
Panchayat Pradhan Demands Cut Money
author img

By

Published : May 31, 2023, 5:36 PM IST

কাটমানি চাইছেন পঞ্চায়েত প্রধান

পাড়ুই, 31 মে: "গাড়ির তেল পুড়িয়ে কাজ করব ? আমার কমিশনটা কই ? টাকা ছাড়া সই করব না ।" এভাবেই কাটমানি চাইছেন তৃণমূলের প্রধান ৷ বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমব্রমের এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ সেই ভিডিয়োতে পঞ্চায়েত দফতরে বসে প্রধানকে আরও বলতে শোনা যাচ্ছে, "সবাই ভাগ পাচ্ছে । আগে তো কমিশন পেতাম ৷ এখন কোথায় ?" এই ভিডিয়ো ঘিরে বিতর্ক চরমে উঠেছে ৷ যদিও, এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য মঞ্চ থেকে কাটমানি নিয়ে দলের নেতাকর্মী, আধিকারিকদের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল ৷ তারপরেই তৃণমূল নেতাদের একাধিক প্রকল্প থেকে এই কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে রাজ্যজুড়ে । এ বার বীরভূমের পাড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েত থেকেও উঠল এমনই অভিযোগ ৷ এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ৷ প্রধান হলেন প্রতিমা হেমব্রম । তাঁরই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পঞ্চায়েত ভবনে নিজ দফতরে বসে রয়েছেন প্রধান ৷ সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে ৷ কোনও একটি কাগজে প্রধানের স্বাক্ষর নিতে গিয়েছেন তাঁরা ৷ সেই ভিডিয়োতে রীতিমতো জোর গলায় তৃণমূল প্রধানকে বলতে শোনা যাচ্ছে, "আমি খাটব আমি কিছু পাব না ? আমি লাখ টাকা চেয়েছি কি ? প্রধান তোমরা আমাকে করেছো, তাই বলে ঘরের তেল পুড়িয়ে তোমাদের কাজ করব ? আগে তো কমিশন পেতাম । সেই কমিশনটা কই ?" এভাবেই কার্যত কাটমানি চাইতে শোনা যাচ্ছে তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে ৷

ভিডিয়োতে আরও শোনা যাচ্ছে, "আমি কি ভিক্ষা চাইছি নাকি ! আমাকে শেখাতে এসো না ৷" তখনই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে প্রশ্ন করতে শোনা যায়, "টাকা ছাড়া সই করবেন না তো ?" উত্তরে স্পষ্ট করে প্রধান বলেন, "না, করব না ।" ওই ব্যক্তি আবারও প্রশ্ন করেন, "কত টাকা লাগবে ?" উত্তরে প্রধান বলেন, "আগেই তো সে সব নিয়ে কথা হয়ে গিয়েছে । আবার জিজ্ঞাসা করছো কেন ?" এভাবেই কাটমানি নিয়ে কথোপকথন চলতে থাকে ৷ যদিও, প্রকাশ্যে আসা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

এই প্রসঙ্গে সিপিআইএম নেতা বকুল ঘড়ুই বলেন, পুরো সিস্টেমটাই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ চুরি করেনি এমন কেউ নেই ৷ অফিসে প্রধান টাকা চাইছেন ৷ কেন টাকা চাইছেন সেই যুক্তিও দিচ্ছেন । ভাবা যায় ! মানুষ সবই বুঝতে পারছে ৷ আগামীতে এর জবাব দেবে । তৃণমূলের কসবা অঞ্চল সভাপতি জামির খান বলেন, "আমি দেখেছি ভিডিয়োটা ৷ নিজে গিয়ে তদন্ত করব । তবে আমাদের দলে অনেক বেনোজল ঢুকে গিয়েছে । তারাই দলকে বদনাম করার চেষ্টা করছে ৷ প্রধান টাকা চাওয়ার মানুষ নন ।"

যদিও, এ দিন পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ তিনি পঞ্চায়েত দফতরে আসেননি ৷ ফোনও ধরেননি ৷

আরও পড়ুন: 'কাটমানি রেটও বেঁধে দিতে পারতেন', নতুন চাকরির ঘোষণার পর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিকাশের

কাটমানি চাইছেন পঞ্চায়েত প্রধান

পাড়ুই, 31 মে: "গাড়ির তেল পুড়িয়ে কাজ করব ? আমার কমিশনটা কই ? টাকা ছাড়া সই করব না ।" এভাবেই কাটমানি চাইছেন তৃণমূলের প্রধান ৷ বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমব্রমের এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ সেই ভিডিয়োতে পঞ্চায়েত দফতরে বসে প্রধানকে আরও বলতে শোনা যাচ্ছে, "সবাই ভাগ পাচ্ছে । আগে তো কমিশন পেতাম ৷ এখন কোথায় ?" এই ভিডিয়ো ঘিরে বিতর্ক চরমে উঠেছে ৷ যদিও, এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য মঞ্চ থেকে কাটমানি নিয়ে দলের নেতাকর্মী, আধিকারিকদের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল ৷ তারপরেই তৃণমূল নেতাদের একাধিক প্রকল্প থেকে এই কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে রাজ্যজুড়ে । এ বার বীরভূমের পাড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েত থেকেও উঠল এমনই অভিযোগ ৷ এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ৷ প্রধান হলেন প্রতিমা হেমব্রম । তাঁরই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পঞ্চায়েত ভবনে নিজ দফতরে বসে রয়েছেন প্রধান ৷ সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে ৷ কোনও একটি কাগজে প্রধানের স্বাক্ষর নিতে গিয়েছেন তাঁরা ৷ সেই ভিডিয়োতে রীতিমতো জোর গলায় তৃণমূল প্রধানকে বলতে শোনা যাচ্ছে, "আমি খাটব আমি কিছু পাব না ? আমি লাখ টাকা চেয়েছি কি ? প্রধান তোমরা আমাকে করেছো, তাই বলে ঘরের তেল পুড়িয়ে তোমাদের কাজ করব ? আগে তো কমিশন পেতাম । সেই কমিশনটা কই ?" এভাবেই কার্যত কাটমানি চাইতে শোনা যাচ্ছে তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে ৷

ভিডিয়োতে আরও শোনা যাচ্ছে, "আমি কি ভিক্ষা চাইছি নাকি ! আমাকে শেখাতে এসো না ৷" তখনই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে প্রশ্ন করতে শোনা যায়, "টাকা ছাড়া সই করবেন না তো ?" উত্তরে স্পষ্ট করে প্রধান বলেন, "না, করব না ।" ওই ব্যক্তি আবারও প্রশ্ন করেন, "কত টাকা লাগবে ?" উত্তরে প্রধান বলেন, "আগেই তো সে সব নিয়ে কথা হয়ে গিয়েছে । আবার জিজ্ঞাসা করছো কেন ?" এভাবেই কাটমানি নিয়ে কথোপকথন চলতে থাকে ৷ যদিও, প্রকাশ্যে আসা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

এই প্রসঙ্গে সিপিআইএম নেতা বকুল ঘড়ুই বলেন, পুরো সিস্টেমটাই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ চুরি করেনি এমন কেউ নেই ৷ অফিসে প্রধান টাকা চাইছেন ৷ কেন টাকা চাইছেন সেই যুক্তিও দিচ্ছেন । ভাবা যায় ! মানুষ সবই বুঝতে পারছে ৷ আগামীতে এর জবাব দেবে । তৃণমূলের কসবা অঞ্চল সভাপতি জামির খান বলেন, "আমি দেখেছি ভিডিয়োটা ৷ নিজে গিয়ে তদন্ত করব । তবে আমাদের দলে অনেক বেনোজল ঢুকে গিয়েছে । তারাই দলকে বদনাম করার চেষ্টা করছে ৷ প্রধান টাকা চাওয়ার মানুষ নন ।"

যদিও, এ দিন পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ তিনি পঞ্চায়েত দফতরে আসেননি ৷ ফোনও ধরেননি ৷

আরও পড়ুন: 'কাটমানি রেটও বেঁধে দিতে পারতেন', নতুন চাকরির ঘোষণার পর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিকাশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.