ইলামবাজার, ৫ মার্চ : চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারমধ্যে মাইক বাজিয়ে খোলা আকাশের নিচে কর্মিসভা করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিরোধীদের প্রশ্ন, প্রশাসন কীভাবে এই সভা করার অনুমতি দিল?
আজ উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলছিল ইলামবাজার বি কে রায় উচ্চ বালিকা বিদ্যালয়ে। পরীক্ষাকেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে মিলের মাঠে আজ কর্মিসভার আয়োজন করেছিল তৃণমূল। যদিও মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে খোলা আকাশের নিচে সভা করার নিয়ম নেই।
কিন্তু, সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আজ দুপুর ১২ টা নাগাদ মাইক বেঁধে, বক্স বাজিয়ে সভা করতে দেখা গেল তৃণমূল নেতৃত্বকে। সভায় উপস্থিত ছিলেন, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সহ সভাপতি অভিজিৎ সিংহ, রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ অন্যান্যরা।
BJP-র জেলা সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ইলামবাজারে অনুব্রত মণ্ডল খোলা জায়গায় মাইক বাজিয়ে সভা করছে এটা সম্পূর্ণ বেআইনি। এখানকার প্রশাসন বধির, অন্ধ। চোখ, কান বন্ধ করে বসে আছে। এখানে বেআইনিটাই আইন, অবৈধটাই বৈধ।" যদিও বিষয়টি অস্বীকার করে অনুব্রত বলেন, "মাইক বাজাইনি। বক্স বাজিয়েছি।"
ইলামবাজার থানার ওসি মহম্মদ আলি অবশ্য বলেন, "অনুমতি ছিল কিনা জানি না। দেখে বলতে হবে।"