লাভপুর, 1 মার্চ : মুর্শিদাবাদ থেকে উদ্ধার হল লাভপুরে নিখোঁজ তৃণমূল নেতার দেহ । সুফল বাগদি নামে ওই নেতা লাভপুরের থিবা গ্রাম পঞ্চায়েতের বাঘা গ্রামের তৃণমূলের কোর কমিটির সদস্য ছিলেন । শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি ।
গতকাল মুর্শিদাবাদ থানা এলাকায় একটি অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়বাসিন্দারা । পুলিশে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । পরে পরিবারের লোক দেহটি শনাক্ত করে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপহরণ করে খুন করা হয়েছে সুফলকে ।
ঘটনায় লাভপুর ও মুর্শিদাবাদ থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে । জানা গেছে, তাঁর স্ত্রী শ্যামলী বাগদিও তৃণমূলের লাভপুরের থিবা গ্রাম পঞ্চায়েতের সদস্যা ।
এই প্রসঙ্গে বীরভূমের তৃণমূল নেতৃত্বের কাছে জানতে চাওয়া হলে তারা এখনই কোনও মন্তব্য করতে রাজি হয়নি ।
![TMC leader of Labhpur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-bhrm-29feb-lavpur-tmc-murder-avishek-7203424_29022020230803_2902f_1582997883_637.jpg)