ETV Bharat / state

BJP সমর্থক অন্তঃসত্ত্বার পেটে লাথি, কাঠগড়ায় তৃণমূল নেতা - TMC

বীরভূমে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷

BJP সমর্থক অন্তঃসত্ত্বার পেটে লাথি, অভিযোগের তীর তৃণমূলের দিকে
BJP সমর্থক অন্তঃসত্ত্বার পেটে লাথি, অভিযোগের তীর তৃণমূলের দিকে
author img

By

Published : Jun 30, 2020, 9:16 AM IST

Updated : Jun 30, 2020, 10:38 AM IST

বোলপুর, 30 জুন : এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । আহত অবস্থায় ওই মহিলাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । অভিযোগ, BJP-কে সমর্থন করায় এই হামলা । ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার বদিপুর গ্রামে ।

ইলামবাজার থানার জয়দেবের বদিপুর গ্রামের বাসিন্দা নিজাম শেখ (নাম পরিবর্তিত) । এলাকায় BJP কর্মী হিসাবে পরিচিত তিনি । অভিযোগ, BJP করায় স্থানীয় তৃণমূলের লোকজনের তাঁর উপর দীর্ঘদিন ধরে আক্রোশ রয়েছে ৷ সোমবার স্থানীয় তৃণমূল নেতা শেখ রহমত উল্লাহসহ তিনজন নিজাম শেখের বাড়িতে চড়াও হয়ে তাঁর পরিবারের সদস্যদের মারধর করে ৷ এমনকী নিজামের ছয়মাসের অন্তঃসত্ত্বা বিবির পেটে লাথি মারার অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ আহত অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷

আহত সাবিনা বিবি (নাম পরিবর্তিত) জানান, "স্থানীয় তৃণমূল নেতা শেখ রহমত উল্লাহ বাড়িতে চড়াও হয়ে মারধর করে । আমি ছ'মাসের অন্তঃসত্ত্বা । আমার পেটে লাথি মেরেছে । ওরা তৃণমূলের লোক ।"

এই ঘটনায় ইলামবাজার থানায় শেখ রহমত উল্লাহসহ তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । এলাকায় উত্তেজনা রয়েছে । এখনও তৃণমূলের তরফে এনিয়ে কোনও মন্তব্য করেননি জেলা নেতৃত্ব ।

বোলপুর, 30 জুন : এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । আহত অবস্থায় ওই মহিলাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । অভিযোগ, BJP-কে সমর্থন করায় এই হামলা । ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার বদিপুর গ্রামে ।

ইলামবাজার থানার জয়দেবের বদিপুর গ্রামের বাসিন্দা নিজাম শেখ (নাম পরিবর্তিত) । এলাকায় BJP কর্মী হিসাবে পরিচিত তিনি । অভিযোগ, BJP করায় স্থানীয় তৃণমূলের লোকজনের তাঁর উপর দীর্ঘদিন ধরে আক্রোশ রয়েছে ৷ সোমবার স্থানীয় তৃণমূল নেতা শেখ রহমত উল্লাহসহ তিনজন নিজাম শেখের বাড়িতে চড়াও হয়ে তাঁর পরিবারের সদস্যদের মারধর করে ৷ এমনকী নিজামের ছয়মাসের অন্তঃসত্ত্বা বিবির পেটে লাথি মারার অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ আহত অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷

আহত সাবিনা বিবি (নাম পরিবর্তিত) জানান, "স্থানীয় তৃণমূল নেতা শেখ রহমত উল্লাহ বাড়িতে চড়াও হয়ে মারধর করে । আমি ছ'মাসের অন্তঃসত্ত্বা । আমার পেটে লাথি মেরেছে । ওরা তৃণমূলের লোক ।"

এই ঘটনায় ইলামবাজার থানায় শেখ রহমত উল্লাহসহ তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । এলাকায় উত্তেজনা রয়েছে । এখনও তৃণমূলের তরফে এনিয়ে কোনও মন্তব্য করেননি জেলা নেতৃত্ব ।

Last Updated : Jun 30, 2020, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.