ETV Bharat / state

TMC Leader Joins Congress: বীরভূম তৃণমূলে ভাঙন, সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগ বিক্ষুব্ধ নেতার - বোলপুরের তৃণমূল নেতার কংগ্রেসে যোগ

তৃণমূল ছেড়ে তিন শতাধিক কর্মী-সমর্থক নিয়ে কংগ্রেসে যোগ দিলেন কাজী নুরুল হুদা ৷ একদা তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন (TMC Leader Joins Congress in Bolpur) ৷

ETV Bharat
তৃণমূল ছেড়ে কংগ্রেসে বীরভূমের তৃণমূল নেতার
author img

By

Published : Mar 30, 2023, 7:04 PM IST

তৃণমূল ছেড়ে কংগ্রেসে বিক্ষুব্ধ নেতা

বোলপুর, 30 মার্চ: মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপ-নির্বাচনে কংগ্রেসের জয়ের পর এবার বোলপুরেও এই শতাব্দী প্রাচীন দলের পালে কিছুটা হাওয়া বইছে ৷ যার জেরে ঘর ভাঙল তৃণমূলের ৷ বৃহস্পতিবার বোলপুরে বিক্ষুব্ধ তৃণমূল নেতা কাজী নুরুল হুদার নেতৃত্বে প্রায় 300 জন কর্মী যোগ দিলেন কংগ্রেসে ৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস জেলা সভাপতি মিল্টন রসিদ ৷

এদিন দলবদলের পর একদা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কাজী নুরুল হুদা বলেন,"দল তোলা তুলতে বলেছিল, প্রতিবাদ করায় আমার সঙ্গে বিরোধ ৷" অনুব্রত ছাড়াও তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিলেন কাজী নুরুল হুদা ৷ তিনি তৃণমূলের রূপপুর অঞ্চল সভাপতি ছিলেন ৷ পরে অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর (TMC leader and supporters join Congress) ৷

অভিযোগ, তারপরেই মিথ্যা মামলায় জেল খাটতে হয় নুরুল হুদাকে ৷ জেল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিষোদগার করেন তিনি ৷ এরপর চন্দ্রনাথ সিংহের অনুগামীদের সঙ্গে হাতাহাতি হয় কাজীর গোষ্ঠীর লোকজনের ৷ তারপরেই অস্ত্র মামলায় ফের পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ এরপর সদ্য জেল থেকে ছাড়া পেয়ে কংগ্রেসে যোগ দিলেন বিক্ষুব্ধ এই তৃণমূল নেতা (Trouble in Birbhum TMC) ৷

এদিন বোলপুর চিত্রা মোড়ে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ-সহ রাজ্যের শাসকদল তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে ধরনা দেন কংগ্রেস নেতা-কর্মীরা । সেখানে বিক্ষুব্ধ তৃণমূল নেতা কাজী নুরুল হুদার নেতৃত্বে প্রায় 300 জন কংগ্রেসে যোগ দেন ৷ এই প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রসিদ বলেন,"সাগরদিঘি ছিল বাম-কংগ্রেসের অ্যাসিড টেস্ট । তৃণমূলের দুর্নীতি, অত্যাচারে অতিষ্ঠ সকলে ৷ আর তৃণমূলের বাঘ ছিলেন এই সকল কর্মীরাই ৷ তাঁরা আজ বাঘের গড়ে আমাদের দলে যোগ দিলেন ৷ তাঁদের নিয়ে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ।"

আরও পড়ুন: দ্বিতীয়দিন সকাল থেকেই গান-বাজনায় প্রতিবাদ ধরনা মঞ্চে, গলা মেলালেন মমতাও

এদিন দল পরিবর্তনের পর কাজী নুরুল হুদা জানান, তিনি 1998 সাল থেকে তৃণমূল করতেন ৷ দল তাঁকে তোলা তুলতে বলেছিল ৷ জেলা কমিটির বৈঠকে জানিয়েছিলেন তিনি তোলা তুলতে পারবেন না, অন্য কাউকে দায়িত্ব দিতে ৷ তাঁর কথায়,"আমি বলেছিলাম বালি, পাথর, গরু পাচারের টাকা খাচ্ছ, আর কত খাবে ৷ তখন আমাকে 1 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয় ৷ পরে আমাকে মিথ্যা মামলায় জেল খাটানো হয় ৷ তাই সবাইকে নিয়ে কংগ্রেসে যোগ দিলাম ।"

তৃণমূল ছেড়ে কংগ্রেসে বিক্ষুব্ধ নেতা

বোলপুর, 30 মার্চ: মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপ-নির্বাচনে কংগ্রেসের জয়ের পর এবার বোলপুরেও এই শতাব্দী প্রাচীন দলের পালে কিছুটা হাওয়া বইছে ৷ যার জেরে ঘর ভাঙল তৃণমূলের ৷ বৃহস্পতিবার বোলপুরে বিক্ষুব্ধ তৃণমূল নেতা কাজী নুরুল হুদার নেতৃত্বে প্রায় 300 জন কর্মী যোগ দিলেন কংগ্রেসে ৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস জেলা সভাপতি মিল্টন রসিদ ৷

এদিন দলবদলের পর একদা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কাজী নুরুল হুদা বলেন,"দল তোলা তুলতে বলেছিল, প্রতিবাদ করায় আমার সঙ্গে বিরোধ ৷" অনুব্রত ছাড়াও তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিলেন কাজী নুরুল হুদা ৷ তিনি তৃণমূলের রূপপুর অঞ্চল সভাপতি ছিলেন ৷ পরে অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর (TMC leader and supporters join Congress) ৷

অভিযোগ, তারপরেই মিথ্যা মামলায় জেল খাটতে হয় নুরুল হুদাকে ৷ জেল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিষোদগার করেন তিনি ৷ এরপর চন্দ্রনাথ সিংহের অনুগামীদের সঙ্গে হাতাহাতি হয় কাজীর গোষ্ঠীর লোকজনের ৷ তারপরেই অস্ত্র মামলায় ফের পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ এরপর সদ্য জেল থেকে ছাড়া পেয়ে কংগ্রেসে যোগ দিলেন বিক্ষুব্ধ এই তৃণমূল নেতা (Trouble in Birbhum TMC) ৷

এদিন বোলপুর চিত্রা মোড়ে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ-সহ রাজ্যের শাসকদল তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে ধরনা দেন কংগ্রেস নেতা-কর্মীরা । সেখানে বিক্ষুব্ধ তৃণমূল নেতা কাজী নুরুল হুদার নেতৃত্বে প্রায় 300 জন কংগ্রেসে যোগ দেন ৷ এই প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রসিদ বলেন,"সাগরদিঘি ছিল বাম-কংগ্রেসের অ্যাসিড টেস্ট । তৃণমূলের দুর্নীতি, অত্যাচারে অতিষ্ঠ সকলে ৷ আর তৃণমূলের বাঘ ছিলেন এই সকল কর্মীরাই ৷ তাঁরা আজ বাঘের গড়ে আমাদের দলে যোগ দিলেন ৷ তাঁদের নিয়ে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ।"

আরও পড়ুন: দ্বিতীয়দিন সকাল থেকেই গান-বাজনায় প্রতিবাদ ধরনা মঞ্চে, গলা মেলালেন মমতাও

এদিন দল পরিবর্তনের পর কাজী নুরুল হুদা জানান, তিনি 1998 সাল থেকে তৃণমূল করতেন ৷ দল তাঁকে তোলা তুলতে বলেছিল ৷ জেলা কমিটির বৈঠকে জানিয়েছিলেন তিনি তোলা তুলতে পারবেন না, অন্য কাউকে দায়িত্ব দিতে ৷ তাঁর কথায়,"আমি বলেছিলাম বালি, পাথর, গরু পাচারের টাকা খাচ্ছ, আর কত খাবে ৷ তখন আমাকে 1 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয় ৷ পরে আমাকে মিথ্যা মামলায় জেল খাটানো হয় ৷ তাই সবাইকে নিয়ে কংগ্রেসে যোগ দিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.