ETV Bharat / state

Protest Against Councillor: খেলার মাঠ দখল করে বিক্রি কাউন্সিলরের ! মহকুমা শাসকের দফতর ঘেরাও বোলপুরে - স্থানীয় কাউন্সিলর তাপস সরকার

Allegations against Trinamool Councillor: খেলার মাঠ দখল থেকে বিক্রিতে মদত দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৷ প্রতিবাদে বোলপুর মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের ৷ যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর ৷

Allegations against Trinamool Councillor
অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে
author img

By

Published : Jul 24, 2023, 9:39 PM IST

মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ

বোলপুর, 24 জুলাই: বেআইনিভাবে খেলার মাঠ দখল করে বিক্রিতে ঠিকাদারকে মদত দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পদত্যাগ চেয়ে সোমবার বোলপুর মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থায়ীয় বাসিন্দারা ৷ পাশাপাশি এলাকার অনুন্নয়ন নিয়েও কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা ৷ পরে মহকুমা শাসককে ডেপুটেশন দেন তারা । স্থানীয় বাসিন্দা পূর্ণিমা মেটে, রেখা কোরা, ঝর্না মেটে বলেন, "তৃণমূল কাউন্সিলর তাপস সরকার আমাদের পাড়ার খেলার মাঠ বিক্রি করে দিচ্ছে ৷ এমনিতেই আমরা মহিলারা নিরাপদ নই । এলাকায় কোন উন্নয়ন হয় না ৷ এই রকম কাউন্সিলর আমরা চাই না ।" যদিও, অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর তাপস সরকার বলেন, "মিথ্যা অভিযোগ । ভুল বুঝিয়েছে ওদের কেউ ।"

জানা গিয়েছে, বোলপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাশিমবাজার এলাকায় একটি খেলার মাঠ আছে । প্রায় 4 বিঘা জায়গা জুড়ে রয়েছে সেটি । অভিযোগ, জল প্রকল্পের নামে এই মাঠটি প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ স্থানীয় কাউন্সিলর তাপস সরকার ওরফে চাঁদ এক ঠিকাদারকে জমি বিক্রিতে মদত দিয়েছেন ৷ অর্থাৎ, খেলার মাঠ সম্পূর্ণ বেআইনিভাবে ঘিরে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে ৷ এমনটাই অভিযোগ উঠেছে । এই অভিযোগ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানায় । এর আগে প্রতিবাদে তারা 22 জুলাই তৃণমূল কার্যালয় ঘেরাও করে ৷ তাতেও কাজ না-হওয়ায় সোমবার কাউন্সিলরের পদত্যাগের দাবিতে বোলপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা-সহ বাসিন্দারা ।

আরও পড়ুন: তোলা না-দেওয়ায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

এছাড়া মহিলাদের আরও অভিযোগ, পাড়ায় রাস্তার বেহাল অবস্থা ৷ পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই ৷ কাউন্সিলরের কাছে গেলে তিনি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন । এই সকল অভিযোগে এ দিন দুপুর থেকে মহকুমা শাসকের দফতর ঘেরাও করে চলে বিক্ষোভ । পরে বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথকে ডেপুটেশনও দেওয়া হয় ।

মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ

বোলপুর, 24 জুলাই: বেআইনিভাবে খেলার মাঠ দখল করে বিক্রিতে ঠিকাদারকে মদত দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পদত্যাগ চেয়ে সোমবার বোলপুর মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থায়ীয় বাসিন্দারা ৷ পাশাপাশি এলাকার অনুন্নয়ন নিয়েও কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা ৷ পরে মহকুমা শাসককে ডেপুটেশন দেন তারা । স্থানীয় বাসিন্দা পূর্ণিমা মেটে, রেখা কোরা, ঝর্না মেটে বলেন, "তৃণমূল কাউন্সিলর তাপস সরকার আমাদের পাড়ার খেলার মাঠ বিক্রি করে দিচ্ছে ৷ এমনিতেই আমরা মহিলারা নিরাপদ নই । এলাকায় কোন উন্নয়ন হয় না ৷ এই রকম কাউন্সিলর আমরা চাই না ।" যদিও, অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর তাপস সরকার বলেন, "মিথ্যা অভিযোগ । ভুল বুঝিয়েছে ওদের কেউ ।"

জানা গিয়েছে, বোলপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাশিমবাজার এলাকায় একটি খেলার মাঠ আছে । প্রায় 4 বিঘা জায়গা জুড়ে রয়েছে সেটি । অভিযোগ, জল প্রকল্পের নামে এই মাঠটি প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ স্থানীয় কাউন্সিলর তাপস সরকার ওরফে চাঁদ এক ঠিকাদারকে জমি বিক্রিতে মদত দিয়েছেন ৷ অর্থাৎ, খেলার মাঠ সম্পূর্ণ বেআইনিভাবে ঘিরে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে ৷ এমনটাই অভিযোগ উঠেছে । এই অভিযোগ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানায় । এর আগে প্রতিবাদে তারা 22 জুলাই তৃণমূল কার্যালয় ঘেরাও করে ৷ তাতেও কাজ না-হওয়ায় সোমবার কাউন্সিলরের পদত্যাগের দাবিতে বোলপুর মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা-সহ বাসিন্দারা ।

আরও পড়ুন: তোলা না-দেওয়ায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

এছাড়া মহিলাদের আরও অভিযোগ, পাড়ায় রাস্তার বেহাল অবস্থা ৷ পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই ৷ কাউন্সিলরের কাছে গেলে তিনি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন । এই সকল অভিযোগে এ দিন দুপুর থেকে মহকুমা শাসকের দফতর ঘেরাও করে চলে বিক্ষোভ । পরে বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথকে ডেপুটেশনও দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.