ETV Bharat / state

"জয় শ্রীরাম" ধ্বনির জেরে উত্তপ্ত মল্লারপুর, জখম 11

"জয় শ্রীরাম" ধ্বনিকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল বীরভূমের মল্লারপুরে । অভিযোগের তির তৃণমূলের দিকে । হাতাহাতিতে উভয়পক্ষের 11 জন জখম ।

author img

By

Published : Jun 6, 2019, 1:54 PM IST

জয় শ্রীরাম" ধ্বনিকে কেন্দ্র করে ফের উত্তেজনা

মল্লারপুর, 6 জুন: "জয় শ্রীরাম" ধ্বনি নিয়ে ফের উত্তপ্ত বীরভূম । অভিযোগ, গতকাল রাতে BJP-র কর্মী সমর্থকরা "জয় শ্রীরাম" ধ্বনি দিলে তাদের উপর হামলা করে তৃণমূল কংগ্রেস । শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি । ঘটনায় জখম উভয় পক্ষের মোট 11 জন । তাদের মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে । বীরভূমের মল্লারপুর থানার ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে BJP কর্মীরা একটি বিজয় মিছিল করে । মিছিলে "জয় শ্রীরাম" ধ্বনি দেওয়া হয় । তারপর থেকেই ওই গ্রামে তৃণমূল এবং BJP-র মধ্যে উত্তেজনা চলছিল । গতকাল আবার BJP কর্মীরা "জয় শ্রীরাম" বলায় হাতাহাতি বেধে যায় দু'পক্ষের মধ্যে ।

BJP কর্মী বুদ্ধদেব লেটের অভিযোগ, "তৃণমূলের মানিক লেট এবং তার ছেলে অভিজিত বিজয় মিছিলের দিন থেকেই আমাদের মারার চেষ্টা করছিল । যদিও সেদিন তারা পারেনি । পরে আমাকে আক্রমণ করে । আমাদের কর্মীদের মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় । কাল রাতে বহিরাগতদের নিয়ে এসে আমাদের উপর হামলা চালায় ।"

তৃণমূলের তরফে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয় । তাদের উলটে অভিযোগ, "আমাদের এই এলাকায় BJP বেশি ভোট পেয়েছে । আর তারপর থেকেই তারা তৃণমূল সমর্থকদের হুমকি দিচ্ছে । গতকাল রাতে BJP বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে ।"

BJP-র ময়ূরেশ্বর ব্লক সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, "1 জুন আমাদের বিজয় মিছিল হয়েছে । সেই মিছিলে ছেলেরা জয় শ্রীরাম ধ্বনি তুলেছিল । সেখানেই তৃণমূলের রাগ । এছাড়াও তৃণমূলের রাগের আরও একটি কারণ হল পারুলিয়া গ্রামে BJP অনেক বেশি ভোট পেয়েছে । তারপর থেকেই তৃণমূলের লোকেরা বাইরে থেকে লোক এনে এলাকায় সন্ত্রাস ছড়াতে চাইছে । আমরা এই ঘটনার প্রতিবাদ করব সাধারণ মানুষকে পাশে নিয়ে ।"

ঘটনার পর এলাকায় মোতায়েন করা রয়েছে পুলিশ । মল্লারপুর থানার পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে ।

মল্লারপুর, 6 জুন: "জয় শ্রীরাম" ধ্বনি নিয়ে ফের উত্তপ্ত বীরভূম । অভিযোগ, গতকাল রাতে BJP-র কর্মী সমর্থকরা "জয় শ্রীরাম" ধ্বনি দিলে তাদের উপর হামলা করে তৃণমূল কংগ্রেস । শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি । ঘটনায় জখম উভয় পক্ষের মোট 11 জন । তাদের মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে । বীরভূমের মল্লারপুর থানার ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামে BJP কর্মীরা একটি বিজয় মিছিল করে । মিছিলে "জয় শ্রীরাম" ধ্বনি দেওয়া হয় । তারপর থেকেই ওই গ্রামে তৃণমূল এবং BJP-র মধ্যে উত্তেজনা চলছিল । গতকাল আবার BJP কর্মীরা "জয় শ্রীরাম" বলায় হাতাহাতি বেধে যায় দু'পক্ষের মধ্যে ।

BJP কর্মী বুদ্ধদেব লেটের অভিযোগ, "তৃণমূলের মানিক লেট এবং তার ছেলে অভিজিত বিজয় মিছিলের দিন থেকেই আমাদের মারার চেষ্টা করছিল । যদিও সেদিন তারা পারেনি । পরে আমাকে আক্রমণ করে । আমাদের কর্মীদের মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় । কাল রাতে বহিরাগতদের নিয়ে এসে আমাদের উপর হামলা চালায় ।"

তৃণমূলের তরফে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয় । তাদের উলটে অভিযোগ, "আমাদের এই এলাকায় BJP বেশি ভোট পেয়েছে । আর তারপর থেকেই তারা তৃণমূল সমর্থকদের হুমকি দিচ্ছে । গতকাল রাতে BJP বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে ।"

BJP-র ময়ূরেশ্বর ব্লক সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, "1 জুন আমাদের বিজয় মিছিল হয়েছে । সেই মিছিলে ছেলেরা জয় শ্রীরাম ধ্বনি তুলেছিল । সেখানেই তৃণমূলের রাগ । এছাড়াও তৃণমূলের রাগের আরও একটি কারণ হল পারুলিয়া গ্রামে BJP অনেক বেশি ভোট পেয়েছে । তারপর থেকেই তৃণমূলের লোকেরা বাইরে থেকে লোক এনে এলাকায় সন্ত্রাস ছড়াতে চাইছে । আমরা এই ঘটনার প্রতিবাদ করব সাধারণ মানুষকে পাশে নিয়ে ।"

ঘটনার পর এলাকায় মোতায়েন করা রয়েছে পুলিশ । মল্লারপুর থানার পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে ।

Belgaum (Karnataka), Jun 06 (ANI): Special 'puja' was performed for rains in Karnataka's Belgaum on Thursday. The ceremony happened in Yallamma Temple. Karnataka's Religious and Charitable Endowments Dept had announced that all temples will be performing special prayers for rains on June 06.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.