লাভপুর , 14 জুলাই : লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল ও BJP সংঘর্ষে উত্তপ্ত লাভপুর । এবার তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে তাঁর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ।
ঘটনাটি লাভপুরের বিপ্রটিকুরি গ্রাম পঞ্চায়েতের আমনাহা গ্রামে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন বুথ সভাপতি জিতেন দাস ও তাঁর স্ত্রী । তাঁদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
BJP-র বিরুদ্ধে অভিযোগ , আজ সকাল 9টা নাগাদ জিতেন দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় । বোমার আঘাতে জখম হন জিতেন বাবু ও তাঁর স্ত্রী । খবর পেয়ে ঘটনাস্থানে যায় লাভপুর থানার পুলিশ । যদিও, অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব ।