ETV Bharat / state

তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা, কাঠগড়ায় BJP - TMCP

লাভপুরে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির লক্ষ্য করে বোমা । বোমার আঘাতে জখম হন জিতেন বাবু ও তাঁর স্ত্রী ।

আক্রান্ত ব্যক্তি
author img

By

Published : Jul 14, 2019, 4:29 PM IST

লাভপুর , 14 জুলাই : লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল ও BJP সংঘর্ষে উত্তপ্ত লাভপুর । এবার তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে তাঁর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ।

ঘটনাটি লাভপুরের বিপ্রটিকুরি গ্রাম পঞ্চায়েতের আমনাহা গ্রামে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন বুথ সভাপতি জিতেন দাস ও তাঁর স্ত্রী । তাঁদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

BJP-র বিরুদ্ধে অভিযোগ , আজ সকাল 9টা নাগাদ জিতেন দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় । বোমার আঘাতে জখম হন জিতেন বাবু ও তাঁর স্ত্রী । খবর পেয়ে ঘটনাস্থানে যায় লাভপুর থানার পুলিশ । যদিও, অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব ।

লাভপুর , 14 জুলাই : লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল ও BJP সংঘর্ষে উত্তপ্ত লাভপুর । এবার তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে তাঁর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ।

ঘটনাটি লাভপুরের বিপ্রটিকুরি গ্রাম পঞ্চায়েতের আমনাহা গ্রামে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন বুথ সভাপতি জিতেন দাস ও তাঁর স্ত্রী । তাঁদেরকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

BJP-র বিরুদ্ধে অভিযোগ , আজ সকাল 9টা নাগাদ জিতেন দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় । বোমার আঘাতে জখম হন জিতেন বাবু ও তাঁর স্ত্রী । খবর পেয়ে ঘটনাস্থানে যায় লাভপুর থানার পুলিশ । যদিও, অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব ।

Intro:ইলামবাজার, ৩ জুলাইঃ বালির ঘাট মালিককে তোলা চাওয়ার অভিযোগে ৫ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল ইলামবাজার থানার পুলিশ। যদিও, ২৫ জুন থেকে বর্ষার জন্য নদী গর্ভ থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এদিন ধৃত বিজেপি কর্মীদের বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। Body:ইলামবাজারে অজয় নদে একটি বালির ঘাট মালিককে ১০ লক্ষ টাকা তোলা চায় স্থানীয় সন্তোষপুর গ্রামের বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনায় ইলামবাজার থানায় ১৭ জনের নামে লিখিত অভিযোগ করেন উত্তম দেবনাথ নামে বালির ঘাট মালিক। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ৩৪১, ৩৮৪, ৫০৬ ও ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করে পুলিশ। ধৃতদের এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয়।
যদিও, ধৃতদের দাবি বালি বোঝাই গাড়ি যাতাযাতের ফলে নষ্ট হচ্ছে গ্রামের রাস্তা ও চাষ জমি। সেগুলি সংস্কারের জন্য টাকা চাওয়া হয়েছিল।
বর্ষার জন্য ২৫ জুন থেকে নদী গর্ভ থেকে বালি তোলায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এমনকি, মজুত বালি নিয়ে যাওয়ার চালানও এখনও মেলেনি। তা সত্ত্বেও ইলামবাজার এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি বালি তোলার কাজ।Conclusion:বর্ষার জন্য ২৫ জুন থেকে নদী গর্ভ থেকে বালি তোলায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এমনকি, মজুত বালি নিয়ে যাওয়ার চালানও এখনও মেলেনি। তা সত্ত্বেও ইলামবাজার এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি বালি তোলার কাজ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.