ETV Bharat / state

রাজনীতিতে অনেক কথাই বলতে হয়, ডিগবাজি অনুব্রতর - suiri

ভোট গণনা শুরুর কয়েক রাউন্ড পরই নিজের মন্তব্য নিয়ে ডিগবাজি অনুব্রত মণ্ডলের । ভোটপ্রচারের বলেছিলেন, বাবুল সুপ্রিয় জিতলে রাজনীতি ছেড়ে দেবেন । আর আজ বললেন, রাজনীতিতে অনেক কথাই বলতে হয় ।

অনুব্রত মণ্ডল
author img

By

Published : May 23, 2019, 3:37 PM IST

Updated : May 23, 2019, 10:29 PM IST

সিউড়ি, 23 মে : প্রথমে বলেছিলেন, 42-এ 42 । ভোট শেষ হতেই নেমে এসেছিলেন 37-এ । কিন্তু, তাঁর কোনও পূর্বাভাসই মিলল না । জোর গলায় আরও বলেছিলেন, বাবুল সুপ্রিয় জিতলে রাজনীতি ছেড়ে দেবেন । তা নিয়ে আজ ডিগবাজি খেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

আজ ভোটগণনা শুরুর পর থেকেই রাজ্যের 42টি আসনে জোর টক্কর শুরু হয় তৃণমূল-BJP । কয়েক রাউন্ড গণনা শেষে BJP 19টি আসনে এগিয়ে । তৃণমূল এগিয়ে 22টি আসনে । এই পরিস্থিতিতে সাংবাদিকরা তাঁকে বলেন, আপনি বলেছিলেন BJP 120টি আসন পেলে দল ছেড়ে দেবেন বলেছিলেন । তাঁর উত্তরে অনুব্রত বলেন, "ওই কথা আমি বলিনি । আমি বলেছিলাম, বাবুল যদি না হারে, তবে দল ছেড়ে দেব ।" এখনও পর্যন্ত গণনায় এগিয়ে রয়েছেন আসানসোলের BJP প্রার্থী বাবুল । তিনি জিতলে কি দল ছাড়বেন ? এই প্রশ্নের জবাবে অনুব্রত বলেন, "এটা তো রাজনীতি। রাজনীতিতে অনেক কথা বলতে হয় ভোট করাবার জন্য । মোদি তো বলেছিলেন, সবাইকে 15 লাখ টাকা দেবেন । দিয়েছেন ? উনি কি দল ছেড়েছেন ।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

BJP-র ভালো ফল নিয়ে বলেন, হিন্দু-মুসলিম ভোট হয়েছে । এটা পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে ।

তৃণমূলের আসন কমার সম্ভাবনা নিয়ে তাঁর বক্তব্য, "আমি বলছি 34-36 আসন ধরে রাখব । এই তো সবে সাত রাউন্ড হয়েছে । শেষ পর্যন্ত দেখুন ।" বীরভূমে শতাব্দীকে 10 লাখ ভোটে জেতানোর কথা বলেছিলেন । বিভিন্ন আসনে কয়েক লাখ ভোটে জেতার কথা শোনা গেছিল ভোটপ্রচারে । এখন অবশ্য তিনি বলছেন, 4-5 হাজার ভোটে হলেও লিড পাব ।

সিউড়ি, 23 মে : প্রথমে বলেছিলেন, 42-এ 42 । ভোট শেষ হতেই নেমে এসেছিলেন 37-এ । কিন্তু, তাঁর কোনও পূর্বাভাসই মিলল না । জোর গলায় আরও বলেছিলেন, বাবুল সুপ্রিয় জিতলে রাজনীতি ছেড়ে দেবেন । তা নিয়ে আজ ডিগবাজি খেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ।

আজ ভোটগণনা শুরুর পর থেকেই রাজ্যের 42টি আসনে জোর টক্কর শুরু হয় তৃণমূল-BJP । কয়েক রাউন্ড গণনা শেষে BJP 19টি আসনে এগিয়ে । তৃণমূল এগিয়ে 22টি আসনে । এই পরিস্থিতিতে সাংবাদিকরা তাঁকে বলেন, আপনি বলেছিলেন BJP 120টি আসন পেলে দল ছেড়ে দেবেন বলেছিলেন । তাঁর উত্তরে অনুব্রত বলেন, "ওই কথা আমি বলিনি । আমি বলেছিলাম, বাবুল যদি না হারে, তবে দল ছেড়ে দেব ।" এখনও পর্যন্ত গণনায় এগিয়ে রয়েছেন আসানসোলের BJP প্রার্থী বাবুল । তিনি জিতলে কি দল ছাড়বেন ? এই প্রশ্নের জবাবে অনুব্রত বলেন, "এটা তো রাজনীতি। রাজনীতিতে অনেক কথা বলতে হয় ভোট করাবার জন্য । মোদি তো বলেছিলেন, সবাইকে 15 লাখ টাকা দেবেন । দিয়েছেন ? উনি কি দল ছেড়েছেন ।"

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য

BJP-র ভালো ফল নিয়ে বলেন, হিন্দু-মুসলিম ভোট হয়েছে । এটা পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে ।

তৃণমূলের আসন কমার সম্ভাবনা নিয়ে তাঁর বক্তব্য, "আমি বলছি 34-36 আসন ধরে রাখব । এই তো সবে সাত রাউন্ড হয়েছে । শেষ পর্যন্ত দেখুন ।" বীরভূমে শতাব্দীকে 10 লাখ ভোটে জেতানোর কথা বলেছিলেন । বিভিন্ন আসনে কয়েক লাখ ভোটে জেতার কথা শোনা গেছিল ভোটপ্রচারে । এখন অবশ্য তিনি বলছেন, 4-5 হাজার ভোটে হলেও লিড পাব ।

sample description
Last Updated : May 23, 2019, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.