ETV Bharat / state

নবীন ক্লাবের এবারের থিম 'নারীর গর্ভে মরছে নারী' - সম্পাদক উজ্জ্বল ধীবর

এবার 19 বছরে পা দিল নবীন ক্লাবের পুজো ৷ ছোটো বড় ধানের গোলা দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ ৷ শিল্পী সন্দীপ মণ্ডলের নেতৃত্বে গড়ে উঠেছে মণ্ডপ ৷ মণ্ডপের ভিতরে নানা কারুকার্যের মধ্য দিয়ে কন্যা ভ্রূণহত্যার উপর বার্তা দেওয়া হয়েছে ৷

ছবি
author img

By

Published : Oct 1, 2019, 11:58 PM IST

রামপুরহাট : কালো মেঘ সরতে চাইছে না আকাশ থেকে ৷ যখন তখন নামছে বৃষ্টি ৷ তার মাঝেই কোমর বেঁধে পুজোর প্রস্তুতিতে নেমেছে রামপুরহাটের নবীন ক্লাব ৷ এবারের থিম 'নারীর গর্ভে মরছে নারী" ৷ সেই ভাবনা মাথায় রেখেই মণ্ডপের ভিতরে দেওয়া হয়েছে নানা সমাজ সচেতনতামূলক বার্তা ৷

এবার 19 বছরে পা দিল নবীন ক্লাবের পুজো ৷ ছোটো বড় ধানের গোলা দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ ৷ শিল্পী সন্দীপ মণ্ডলের নেতৃত্বে গড়ে উঠেছে মণ্ডপ ৷ মণ্ডপের ভিতরে নানা কারুকার্যের মধ্য দিয়ে কন্যা ভ্রূণহত্যার উপর বার্তা দেওয়া হয়েছে ৷ শিল্পী আলো দাসের মুন্সিয়ানায় মূর্তিতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া ৷ নবীন ক্লাবের পুজো প্রসঙ্গে কমিটির সম্পাদক উজ্জ্বল ধীবর বলেন, "ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতিবছর নতুন কিছু নিয়ে আসি ৷ এবারও তার ব্যতিক্রম হবে না ৷ ৮ থেকে ৮০ সবার জন্য নতুন কিছু থাকবে ৷ কন্যা ভ্রূণহত্যাকে মাথায় রেখেই এবারের থিম, 'নারীর গর্ভে মরছে নারী'৷ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ৷"

image
শিল্পী আলো দাসের মুন্সিয়ানায় মূর্তিতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া

পুজোর পাশাপাশি প্রতিবছর নানা সমাজসেবা মূলক কাজ করে নবীন ক্লাব ৷ সম্পাদক উজ্জ্বল ধীবর বলেন, "পুজোর প্রথম বছর একটি বিকলাঙ্গ ছেলেকে হুইলচেয়ার দিয়ে আমরা শুরু করেছিলাম ৷ এখন আমরা বস্ত্রদান করি ৷ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ দশদিন ধরে আরও নানা কর্মসূচি চলে ৷"

তৃতীয়াতে উদ্বোধন হচ্ছে নবীন ক্লাবের পুজো ৷ ত্রয়োদশীতে প্রতিমা নিরঞ্জন৷ প্রতিবছরের মতো এবারও আনন্দে মেতে উঠেছে রামপুরহাটবাসী ৷

রামপুরহাট : কালো মেঘ সরতে চাইছে না আকাশ থেকে ৷ যখন তখন নামছে বৃষ্টি ৷ তার মাঝেই কোমর বেঁধে পুজোর প্রস্তুতিতে নেমেছে রামপুরহাটের নবীন ক্লাব ৷ এবারের থিম 'নারীর গর্ভে মরছে নারী" ৷ সেই ভাবনা মাথায় রেখেই মণ্ডপের ভিতরে দেওয়া হয়েছে নানা সমাজ সচেতনতামূলক বার্তা ৷

এবার 19 বছরে পা দিল নবীন ক্লাবের পুজো ৷ ছোটো বড় ধানের গোলা দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ ৷ শিল্পী সন্দীপ মণ্ডলের নেতৃত্বে গড়ে উঠেছে মণ্ডপ ৷ মণ্ডপের ভিতরে নানা কারুকার্যের মধ্য দিয়ে কন্যা ভ্রূণহত্যার উপর বার্তা দেওয়া হয়েছে ৷ শিল্পী আলো দাসের মুন্সিয়ানায় মূর্তিতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া ৷ নবীন ক্লাবের পুজো প্রসঙ্গে কমিটির সম্পাদক উজ্জ্বল ধীবর বলেন, "ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতিবছর নতুন কিছু নিয়ে আসি ৷ এবারও তার ব্যতিক্রম হবে না ৷ ৮ থেকে ৮০ সবার জন্য নতুন কিছু থাকবে ৷ কন্যা ভ্রূণহত্যাকে মাথায় রেখেই এবারের থিম, 'নারীর গর্ভে মরছে নারী'৷ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ৷"

image
শিল্পী আলো দাসের মুন্সিয়ানায় মূর্তিতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া

পুজোর পাশাপাশি প্রতিবছর নানা সমাজসেবা মূলক কাজ করে নবীন ক্লাব ৷ সম্পাদক উজ্জ্বল ধীবর বলেন, "পুজোর প্রথম বছর একটি বিকলাঙ্গ ছেলেকে হুইলচেয়ার দিয়ে আমরা শুরু করেছিলাম ৷ এখন আমরা বস্ত্রদান করি ৷ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ দশদিন ধরে আরও নানা কর্মসূচি চলে ৷"

তৃতীয়াতে উদ্বোধন হচ্ছে নবীন ক্লাবের পুজো ৷ ত্রয়োদশীতে প্রতিমা নিরঞ্জন৷ প্রতিবছরের মতো এবারও আনন্দে মেতে উঠেছে রামপুরহাটবাসী ৷

Intro:Body:রামপুরহাট, 28 সেপ্টেম্বরঃ আজ দেবীপক্ষের সূচনার অমাবস্যা। যেন কালো মেঘ সরতে চাইনা আকাশ থেকে।বৃষ্টিতে পন্ড হচ্ছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজার শেষ সময়ের প্রস্তুতি। তবুও হার মানতে রাজী নয় পুজো কমিটির উদ্যগক্তা থেকে প্যান্ডেল ও প্রতিমার শিল্পীরা। রামপুরহাটের নবীন ক্লাব প্রতিবারেই একটি নতুন ধরনের ভাবনায় পুজো মন্ডপ সাজিয়ে তোলার চেষ্টা করে। এবার নবীন ক্লাবের থিম গ্রাম বাংলার ধানের গোলা। পুজো প্যান্ডেল ছোট বড় ধানের গোলা দিয়ে সাজানো হয়েছে।যখন, চারি দিকে কলকাতার সঙ্গে তাল মিলিয়ে মফৎসালে আধুনিক থিমের ছড়াছড়ি তখন নবীব ক্লাবের খড় দিয়ে তৈরী ধানের গোলার থিম অবশ্যই দৃষ্টি আর্কষন করবে সাধারন মানুষের বলে আশাবাদী পুজো কমিটি। নবীন ক্লাব পুজো কমিটির সম্পাদক উজ্জ্বল ধীবর জানান, “ ৮ থেকে ৮০ সবার পছন্দের থিম হবে আমাদের এবারের ধানের গোলার থিম। প্রতিমা সা্বেকি হচ্ছে। তার পাশাপাশি, নারী গর্ভে মরছে নারী, ভ্রুন হত্যা সামনে রেখে চারিদিকে থাকবে সচেতনতা মুলক সাজসজ্বা।” প্রতিমা বানানো হচ্ছে মন্ডপের সঙ্গে সাযুজ্য রেখে। তবে প্রবল বৃষ্টিতে কাজের গতি কমে যাচ্ছে। তাই তৃতীয়ায় উদ্বোধন, মন্ডপ তৈরীর কাজ শেষ হবে কিনা সেই নিয়ে সংশয়ে আছে ক্লাব কতৃপক্ষ। পশ্চিমবঙ্গের আগামী কযেকদিনের আবহাওয়ার পুর্বাভাস পুজো কমিটি গুলির জন্য চিন্তাজনক। মহালয়াতেই সৃষ্টি হতে চলেছে নাকি এক নতুন নিম্নচাপ। যার ফলে কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জায়গা বেশ কয়েকদিন ক্রমাগত বৃষ্টি চলবে বলে জানা গেছে। তাই চিন্তার ভাজ কপালে উৎসবপ্রেমী বাঙালীর। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.