রামপুরহাট : কালো মেঘ সরতে চাইছে না আকাশ থেকে ৷ যখন তখন নামছে বৃষ্টি ৷ তার মাঝেই কোমর বেঁধে পুজোর প্রস্তুতিতে নেমেছে রামপুরহাটের নবীন ক্লাব ৷ এবারের থিম 'নারীর গর্ভে মরছে নারী" ৷ সেই ভাবনা মাথায় রেখেই মণ্ডপের ভিতরে দেওয়া হয়েছে নানা সমাজ সচেতনতামূলক বার্তা ৷
এবার 19 বছরে পা দিল নবীন ক্লাবের পুজো ৷ ছোটো বড় ধানের গোলা দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ ৷ শিল্পী সন্দীপ মণ্ডলের নেতৃত্বে গড়ে উঠেছে মণ্ডপ ৷ মণ্ডপের ভিতরে নানা কারুকার্যের মধ্য দিয়ে কন্যা ভ্রূণহত্যার উপর বার্তা দেওয়া হয়েছে ৷ শিল্পী আলো দাসের মুন্সিয়ানায় মূর্তিতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া ৷ নবীন ক্লাবের পুজো প্রসঙ্গে কমিটির সম্পাদক উজ্জ্বল ধীবর বলেন, "ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতিবছর নতুন কিছু নিয়ে আসি ৷ এবারও তার ব্যতিক্রম হবে না ৷ ৮ থেকে ৮০ সবার জন্য নতুন কিছু থাকবে ৷ কন্যা ভ্রূণহত্যাকে মাথায় রেখেই এবারের থিম, 'নারীর গর্ভে মরছে নারী'৷ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ৷"
পুজোর পাশাপাশি প্রতিবছর নানা সমাজসেবা মূলক কাজ করে নবীন ক্লাব ৷ সম্পাদক উজ্জ্বল ধীবর বলেন, "পুজোর প্রথম বছর একটি বিকলাঙ্গ ছেলেকে হুইলচেয়ার দিয়ে আমরা শুরু করেছিলাম ৷ এখন আমরা বস্ত্রদান করি ৷ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ দশদিন ধরে আরও নানা কর্মসূচি চলে ৷"
তৃতীয়াতে উদ্বোধন হচ্ছে নবীন ক্লাবের পুজো ৷ ত্রয়োদশীতে প্রতিমা নিরঞ্জন৷ প্রতিবছরের মতো এবারও আনন্দে মেতে উঠেছে রামপুরহাটবাসী ৷