ETV Bharat / state

Thief Poisoned Pet: চুরি করতে এসে পোষ্যকে বিষ খাইয়ে মারল দুষ্কৃতী ! শোকস্তব্ধ দম্পতি - শোকস্তব্ধ দম্পতি

পোষ্য সারমেয়কে চুরি করতে এসে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে (Thief Poisoned Pet)৷ ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনে (Santiniketan)৷

Thief poisoned Pet dog in Santiniketan
Thief Poisoned Pet
author img

By

Published : Jun 28, 2022, 8:58 PM IST

শান্তিনিকেতন, 28 জুন: পোষ্যকে নিজের বাচ্চার মত ভালোবাসত দম্পতি ৷ সেই পোষ্য সারমেয়কে চুরি করতে এসে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে (Thief poisoned Pet dog in Santiniketan)৷ ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনে ৷ এই ঘটনায় শোকস্তব্ধ দম্পতি ৷

শান্তিনিকেতন থানার মোলডাঙার বাসিন্দা বরখা সরেন । বিশ্বভারতীর সাঁওতালি বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন তিনি ৷ সাঁওতালি ভাষায় 50টির বেশি রবীন্দ্রসংগীত অনুবাদ করেছেন তিনি ৷ তাঁর স্ত্রী মঞ্জুশ্রী সরেন সাঁওতাল, আদিবাসী জনজাতির উন্নয়নের জন্য একটি আশ্রম চালান । তাঁদের বাড়িতে চুরি করতে গিয়ে পোষ্য সারমেয়কে বিষ খাইয়ে মেরে ফেলল চোর ৷ এমনই অভিযোগ দম্পতির ৷ তাঁদের বাড়ি থেকে খোয়া যায় নগদ 3 হাজার টাকা, একটি ট্যাবলেট-সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী ।

এই ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি । অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ ৷ ঘটনায় হাওড়া থেকে সুরজ শেখ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতের বাড়ি মোলডাঙা গ্রামেই ৷ ধৃতের কাছ থেকে বেশকিছু খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার হয় ৷ যদিও প্রয়োজনীয় নথি পুড়িয়ে দিয়েছে চোর ৷ খোয়া যাওয়া সামগ্রী নিয়ে নয়, দম্পতির আক্ষেপ প্রিয় পোষ্যকে হারানোয় ৷ তাকে এদিন বাড়ির এক কোনে সমাধিস্থ করা হয় ৷

পোষ্য সারমেয়কে চুরি করতে এসে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে

আরও পড়ুন: 350 বছরের প্রাচীন মন্দির সংস্কারে মুসলমান সম্প্রদায়ের শিল্পীরা, সুরুলে সম্প্রীতির নজির

মঞ্জুশ্রী সরেন বলেন, "চুরি যাওয়া জিনিস না-হয় আমি ফের কিনে নেব ৷ কিন্তু আমার সন্তানতুল্য কুকুরটিকে তো আর ফিরে পাব না । ওকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ৷ যে ছেলেটি ধরা পরেছে সে এই গ্রামেরই ৷ কুকুরটার জন্য আমাদের মন খুবই খারাপ ।"

শান্তিনিকেতন, 28 জুন: পোষ্যকে নিজের বাচ্চার মত ভালোবাসত দম্পতি ৷ সেই পোষ্য সারমেয়কে চুরি করতে এসে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে (Thief poisoned Pet dog in Santiniketan)৷ ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনে ৷ এই ঘটনায় শোকস্তব্ধ দম্পতি ৷

শান্তিনিকেতন থানার মোলডাঙার বাসিন্দা বরখা সরেন । বিশ্বভারতীর সাঁওতালি বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন তিনি ৷ সাঁওতালি ভাষায় 50টির বেশি রবীন্দ্রসংগীত অনুবাদ করেছেন তিনি ৷ তাঁর স্ত্রী মঞ্জুশ্রী সরেন সাঁওতাল, আদিবাসী জনজাতির উন্নয়নের জন্য একটি আশ্রম চালান । তাঁদের বাড়িতে চুরি করতে গিয়ে পোষ্য সারমেয়কে বিষ খাইয়ে মেরে ফেলল চোর ৷ এমনই অভিযোগ দম্পতির ৷ তাঁদের বাড়ি থেকে খোয়া যায় নগদ 3 হাজার টাকা, একটি ট্যাবলেট-সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী ।

এই ঘটনায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি । অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ ৷ ঘটনায় হাওড়া থেকে সুরজ শেখ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ । ধৃতের বাড়ি মোলডাঙা গ্রামেই ৷ ধৃতের কাছ থেকে বেশকিছু খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার হয় ৷ যদিও প্রয়োজনীয় নথি পুড়িয়ে দিয়েছে চোর ৷ খোয়া যাওয়া সামগ্রী নিয়ে নয়, দম্পতির আক্ষেপ প্রিয় পোষ্যকে হারানোয় ৷ তাকে এদিন বাড়ির এক কোনে সমাধিস্থ করা হয় ৷

পোষ্য সারমেয়কে চুরি করতে এসে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে

আরও পড়ুন: 350 বছরের প্রাচীন মন্দির সংস্কারে মুসলমান সম্প্রদায়ের শিল্পীরা, সুরুলে সম্প্রীতির নজির

মঞ্জুশ্রী সরেন বলেন, "চুরি যাওয়া জিনিস না-হয় আমি ফের কিনে নেব ৷ কিন্তু আমার সন্তানতুল্য কুকুরটিকে তো আর ফিরে পাব না । ওকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ৷ যে ছেলেটি ধরা পরেছে সে এই গ্রামেরই ৷ কুকুরটার জন্য আমাদের মন খুবই খারাপ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.