শান্তিনিকেতন, 12 মার্চ : জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করছে না, তাই বৃহৎ আকারে বসন্ত উৎসব করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন বিশ্বভারতীর উপাচার্য (Vice-Chancellor of Visva Bharati) বিদ্যুৎ চক্রবর্তী।
তবে প্রথা মেনে ঘরোয়া ভাবে বসন্ত উৎসব হবে ৷ যদিও, কবে বিশ্বভারতীতে বসন্ত উৎসব (Basanta Utsab in Visva Bharati University) হবে সেই দিনক্ষণ এখনও ঠিক হয়নি ৷ 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য মহড়া হয়েও বিশ্বভারতীতে বাতিল হয় বসন্ত উৎসব। 2021 সালেও গৌর প্রাঙ্গণে শুধুমাত্র পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকাদের নিয়ে ছোট আকারে বসন্ত উৎসব উদযাপন হয় ৷ কিন্তু এবারও বৃহৎ আকারে বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে ৷
এই নিয়ে আধিকারিক, অধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের নিয়ে ভার্চুয়াল একটি বৈঠক করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বৈঠকের উপাচার্যের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে ৷
আরও পড়ুন : Visva Bharati : ছাত্র প্রতিনিধি ছাড়া হোস্টেল খোলায় বিক্ষোভ বিশ্বভারতীতে
এই বৈঠকে উপাচার্য বলেন, "বড় করে আগের মত বসন্ত উৎসব করা হবে না ৷ কারণ আপনারা জানেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের কোনও সাহায্য করছে না ৷ তাই তাদের উপর আমরা ভরসা রাখতে পারব না।"
তিনি আরও বলেন, "বসন্ত উৎসব হল বিশ্বভারতী পরিবারের অনুষ্ঠান। আমরা ঘরোয়া ভাবে সমস্ত প্রথা মেনে বসন্ত উৎসব করব ৷ কিন্তু, এখনও এই উৎসব পালনের দিন ধার্য করতে পারছি না ৷ সব সহকর্মীর সঙ্গে কথা বলে বসন্ত উৎসবের তারিখ ঠিক করব ৷"
এছাড়াও এই বৈঠকে তিনি জানিয়েছেন, ছাত্রাবাস খোলা-সহ পাঠ্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অনলাইনে পরীক্ষার দাবিতে 13 দিন ধরে ছাত্র আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ এই পরিস্থিতিতে বসন্ত উৎসব করা সম্ভব নয় বলেই জানান তিনি ৷
আরও পড়ুন : "নোংরা রাজনীতির হাত থেকে বিশ্বভারতীকে বাঁচান", ছাত্র আন্দোলন প্রসঙ্গে উপাচার্য
পাশাপাশি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এক রাশ অভিযোগও তুলেছেন উপাচার্য। যদিও, প্রকাশ্যে আসা উপাচার্যের বক্তব্যের ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত।