ETV Bharat / state

স্পেশাল ট্রেনের জন্য ইস্টার্ন রেলওয়েকে চিঠি দেবে তারাপীঠ মন্দির কমিটি - Rampurhat

রামপুরহাট-হাওড়া ও রামপুরহাট-শিয়ালদা রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে ইস্টার্ন রেলওয়েকে চিঠি দিতে চলেছে তারাপীঠ মন্দির কমিটি । ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বহু মানুষেরই রুজি-রুটিতে টান পড়েছে । তাই এই সিদ্ধান্ত ।

Qw
Aw
author img

By

Published : Oct 2, 2020, 3:20 PM IST

তারাপীঠ, 2 অক্টোবর : কোরোনা মোকাবিলায় স্বাভাবিক রেল পরিষেবা বন্ধ । চলছে শুধু স্পেশাল ট্রেন । স্বাভাবিক রেল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় রামপুরহাট ও তারাপীঠ সংলগ্ন এলাকার বহু মানুষ । মন্দির খোলা থাকলেও ট্রেন বন্ধ থাকার কারণে ভক্তের সমাগম আগের তুলনায় অনেকটাই কম । ফলে রুজি-রুটিতে টান পড়ছে বহু মানুষের । এইসব কথা চিন্তা করেই রামপুরহাট-হাওড়া ও রামপুরহাট-শিয়ালদা রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে ইস্টার্ন রেলওয়েকে চিঠি দিতে চলেছে তারাপীঠ মন্দির কমিটি ।

তারাপীঠে যাওয়ার পথ হিসেবে কলকাতা থেকে আগত পুণ্যার্থীরা রামপুরহাট স্টেশনকেই ব্যবহার করে । রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব সাত কিলোমিটার । রামপুরহাট স্টেশনে নেমে অটোতে করে বেশিভাগ ভক্ত তারাপীঠে পৌঁছায় । প্রায় 600-র বেশি অটো রয়েছে এখানে । আড়াই হাজার মানুষের রুজি-রোজগার এর উপরই নির্ভরশীল । আপাতত পাঁচ মাস ধরে বন্ধ অটো । এদিকে তারাপীঠে প্রায় 500-র বেশি লজ আছে যা প্রায় ছয় মাস ধরে বন্ধ বলা চলে । এইসব কথা চিন্তা করেই তারাপীঠ মন্দির কমিটি রামপুরহাট-হাওড়া ও রামপুরহাট-শিয়ালদা রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালুর আবেদন জানিয়ে ইস্টার্ন রেলওয়েকে চিঠি পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে ।

এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "প্রায় ছ'মাস হল তারাপীঠের পর্যটন ব্যবসা বন্ধ । এই পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল অটো ব্যবসায়ী ও চালক, টোটো , ফুলের দোকান, লজ ব্যবসায়ী । কিন্তু বর্তমানে তারাপীঠ এবং তারাপীঠ সংলগ্ন এলাকার বহু মানুষ বেকার । আমরা তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে এই পরিস্থিতি কাটানোর উল্লেখ করে ইস্টার্ন রেলওয়েকে একটি আবেদন করব । আবেদনে আমরা শিয়ালদা-রামপুরহাট ও হাওড়া-রামপুরহাট রুটে বিশেষ কয়েকটি ট্রেন চালানোর কথা উল্লেখ করব । এই পরিস্থিতিতে যদি কয়েকটি বিশেষ ট্রেন চালানো হয় তাহলে এলাকার মানুষ উপকৃত হবে ।"

তারাপীঠ লজ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুনীল গিরি বলেন, "তারাপীঠ মন্দির কমিটির উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি । কারণ তারাপীঠে প্রায় 500-র বেশি লজ বন্ধ । মন্দির খোলা থাকলেও সেরকম ভক্তের সমাগম হবে না যতক্ষণ না ট্রেন চলাচল শুরু হবে । তাই মন্দির কমিটির পাশাপাশি আমরাও ইস্টার্ন রেলওয়ের কাছে আবেদন জানাচ্ছি যাতে কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হয় ।"

তারাপীঠ, 2 অক্টোবর : কোরোনা মোকাবিলায় স্বাভাবিক রেল পরিষেবা বন্ধ । চলছে শুধু স্পেশাল ট্রেন । স্বাভাবিক রেল পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় রামপুরহাট ও তারাপীঠ সংলগ্ন এলাকার বহু মানুষ । মন্দির খোলা থাকলেও ট্রেন বন্ধ থাকার কারণে ভক্তের সমাগম আগের তুলনায় অনেকটাই কম । ফলে রুজি-রুটিতে টান পড়ছে বহু মানুষের । এইসব কথা চিন্তা করেই রামপুরহাট-হাওড়া ও রামপুরহাট-শিয়ালদা রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে ইস্টার্ন রেলওয়েকে চিঠি দিতে চলেছে তারাপীঠ মন্দির কমিটি ।

তারাপীঠে যাওয়ার পথ হিসেবে কলকাতা থেকে আগত পুণ্যার্থীরা রামপুরহাট স্টেশনকেই ব্যবহার করে । রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব সাত কিলোমিটার । রামপুরহাট স্টেশনে নেমে অটোতে করে বেশিভাগ ভক্ত তারাপীঠে পৌঁছায় । প্রায় 600-র বেশি অটো রয়েছে এখানে । আড়াই হাজার মানুষের রুজি-রোজগার এর উপরই নির্ভরশীল । আপাতত পাঁচ মাস ধরে বন্ধ অটো । এদিকে তারাপীঠে প্রায় 500-র বেশি লজ আছে যা প্রায় ছয় মাস ধরে বন্ধ বলা চলে । এইসব কথা চিন্তা করেই তারাপীঠ মন্দির কমিটি রামপুরহাট-হাওড়া ও রামপুরহাট-শিয়ালদা রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালুর আবেদন জানিয়ে ইস্টার্ন রেলওয়েকে চিঠি পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে ।

এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "প্রায় ছ'মাস হল তারাপীঠের পর্যটন ব্যবসা বন্ধ । এই পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল অটো ব্যবসায়ী ও চালক, টোটো , ফুলের দোকান, লজ ব্যবসায়ী । কিন্তু বর্তমানে তারাপীঠ এবং তারাপীঠ সংলগ্ন এলাকার বহু মানুষ বেকার । আমরা তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে এই পরিস্থিতি কাটানোর উল্লেখ করে ইস্টার্ন রেলওয়েকে একটি আবেদন করব । আবেদনে আমরা শিয়ালদা-রামপুরহাট ও হাওড়া-রামপুরহাট রুটে বিশেষ কয়েকটি ট্রেন চালানোর কথা উল্লেখ করব । এই পরিস্থিতিতে যদি কয়েকটি বিশেষ ট্রেন চালানো হয় তাহলে এলাকার মানুষ উপকৃত হবে ।"

তারাপীঠ লজ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুনীল গিরি বলেন, "তারাপীঠ মন্দির কমিটির উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি । কারণ তারাপীঠে প্রায় 500-র বেশি লজ বন্ধ । মন্দির খোলা থাকলেও সেরকম ভক্তের সমাগম হবে না যতক্ষণ না ট্রেন চলাচল শুরু হবে । তাই মন্দির কমিটির পাশাপাশি আমরাও ইস্টার্ন রেলওয়ের কাছে আবেদন জানাচ্ছি যাতে কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.