ETV Bharat / state

কাল খুলছে না তারাপীঠ মন্দির, সিদ্ধান্ত 20 জুন - covid19

আগামীকাল খুলছে না তারাপীঠের মন্দির । নতুন করে বৈঠক হবে । ফের লকডাউনের সময়সীমা বাড়লে বন্ধ করতে হতে পারে মন্দির । তাই আপাতত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কমিটি ।

tarapith temple committee
আপাতত খুলছে না তাড়াপীঠে মায়ের মন্দির
author img

By

Published : Jun 14, 2020, 5:44 PM IST

তারাপীঠ, 14 জুন : সরকারি ছাড় পাওয়ার পর গোটা দেশজুড়ে খুলে গেছে অনেক ধর্মীয় স্থান । কিন্তু বীরভূমের তারাপীঠে মা তারার মন্দির এখনও খোলেনি । আজ মন্দির কমিটির পক্ষ থেকে বৈঠকের মাধ্যমে মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল । সেইমতো বেলা 11 টা থেকে মন্দির কমিটির একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয় । মিটিংয়ের পর মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, 20 তারিখে ফের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে । কবে খুলবে তারাপীঠের মায়ের মন্দির তা ওইদিন জানিয়ে দেওয়া হবে ।

মন্দির কমিটি সূত্রে জানা গেছে, মন্দিরে কোরোনা ভাইরাস সতর্কতামূলক প্রতিটি ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে । মন্দিরের ঢোকার মূল তিনটি দ্বারে স্যানিটাইজ়ার টানেল বসানোর কাজ শেষ । 15 জুন মন্দির খোলার কথা ছিল । কিন্তু মন্দির কমিটির বৈঠকে বর্তমান পরিস্থিতির উপরে পর্যালোচনা হয় । আলোচনায় উঠে আসে, কয়েকদিন পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের সম্ভাবনার কথা । এবং বৈঠকে যদি আবার গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণা হয় তাহলে ফের মন্দির বন্ধ করতে হতে পারে । সেই কথা মাথায় রেখে মন্দির কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত আগামীকালই খুলছে না মায়ের মন্দির ।

আবারও আগামী 20 তারিখে মিটিং করবে তারাপীঠ মন্দির কমিটি । সেই মিটিংয়ে বর্তমান পরিস্থিতির উপর পর্যালোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে, কবে খুলবে তারাপীঠ মায়ের মন্দির । মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "15 জুন মন্দির খোলার কথা ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতি এবং মন্দির কমিটির সদস্যদের আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নির্ভর করবে ।"

তারাপীঠ, 14 জুন : সরকারি ছাড় পাওয়ার পর গোটা দেশজুড়ে খুলে গেছে অনেক ধর্মীয় স্থান । কিন্তু বীরভূমের তারাপীঠে মা তারার মন্দির এখনও খোলেনি । আজ মন্দির কমিটির পক্ষ থেকে বৈঠকের মাধ্যমে মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল । সেইমতো বেলা 11 টা থেকে মন্দির কমিটির একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয় । মিটিংয়ের পর মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, 20 তারিখে ফের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে । কবে খুলবে তারাপীঠের মায়ের মন্দির তা ওইদিন জানিয়ে দেওয়া হবে ।

মন্দির কমিটি সূত্রে জানা গেছে, মন্দিরে কোরোনা ভাইরাস সতর্কতামূলক প্রতিটি ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে । মন্দিরের ঢোকার মূল তিনটি দ্বারে স্যানিটাইজ়ার টানেল বসানোর কাজ শেষ । 15 জুন মন্দির খোলার কথা ছিল । কিন্তু মন্দির কমিটির বৈঠকে বর্তমান পরিস্থিতির উপরে পর্যালোচনা হয় । আলোচনায় উঠে আসে, কয়েকদিন পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকের সম্ভাবনার কথা । এবং বৈঠকে যদি আবার গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণা হয় তাহলে ফের মন্দির বন্ধ করতে হতে পারে । সেই কথা মাথায় রেখে মন্দির কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত আগামীকালই খুলছে না মায়ের মন্দির ।

আবারও আগামী 20 তারিখে মিটিং করবে তারাপীঠ মন্দির কমিটি । সেই মিটিংয়ে বর্তমান পরিস্থিতির উপর পর্যালোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে, কবে খুলবে তারাপীঠ মায়ের মন্দির । মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "15 জুন মন্দির খোলার কথা ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতি এবং মন্দির কমিটির সদস্যদের আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নির্ভর করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.