ETV Bharat / state

তারার অঙ্গে কালীর আরাধনা তারাপীঠে - birbhum

সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে তারাপীঠে চলছে পুজো

ছবি
ছবি
author img

By

Published : Nov 14, 2020, 2:00 PM IST

তারাপীঠ, 14 নভেম্বর : তারা অঙ্গে কালীর আরাধনা । কালীরূপে মা তারাকে আজ পুজো করা হবে । দীপান্বিতা অমাবস্যায় সেই বিশেষ পুজো দেখতে পুণ্যার্থীদের ভিড় তারাপীঠে । কোরোনা সচেতনতা ও পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে তারাপীঠ মন্দির কমিটি ও পুলিশ সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে ৷ মন্দিরের প্রবেশদ্বারে বসানো হয়েছে স্যানিটাইজ়ার গেট । মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই । নিরাপত্তার জন্য মন্দির চত্বরে বসানো হয়েছে CCTV ৷ এড়াছাও মোতায়েন করা হয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষী । রয়েছে বীরভূম পুলিশের পুরুষ ও মহিলা পুলিশকর্মী ৷

আজ বেলা 11 টা 38 মিনিটে শুরু হয়েছে অমাবস্যা ৷ চলবে আগামীকাল বেলা 11: 17 মিনিট পর্যন্ত । ভোরের মঙ্গল আরতির পর থেকেই মা তারাকে পুজো দিতে ভিড় জমতে শুরু হয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ের মাত্রা বাড়ছে ৷ তবে অমাবস্যা তিথি শুরু হলে তা আরও বাড়বে ।

নিত্যদিনের পুজোর পাশাপাশি আজ নিশিতে মা তারাকে শ্যামা রূপে পুজা করা হবে । দেবী তারাকে স্বর্ণালঙ্কারের রাজবেশে সাজানো হবে । সেই বিশেষ পুজো দেখতে এদিন দূরদূরান্ত থেকে মানুষের ভিড় জমে তারাপীঠে । তারাপীঠ মন্দিরের পাশাপাশি আজ তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করবেন বহু সাধু ও তান্ত্রিক । অমাবস্যা তিথি শুরু হলে মহাশ্মশানে জ্বলে উঠবে বহু হোমকুম্ড। তবে সব রকম সাবধানতা অবলম্বন করেছে বীরভূম জেলা পুলিশ ।

তারার অঙ্গে কালীর আরাধনা তারাপীঠে

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, " হাইকোর্টের প্রত্যেকটি নির্দেশ মেনে আজ তারাপীঠে চলছে আরাধনা। প্রতিটি বিষয়ে সর্তকতা অবলম্বন করা হচ্ছে। তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে প্রতি মুহূর্তে মাইকিং করা হচ্ছে করোনা সতর্কতা নিয়ে।"

তারাপীঠ, 14 নভেম্বর : তারা অঙ্গে কালীর আরাধনা । কালীরূপে মা তারাকে আজ পুজো করা হবে । দীপান্বিতা অমাবস্যায় সেই বিশেষ পুজো দেখতে পুণ্যার্থীদের ভিড় তারাপীঠে । কোরোনা সচেতনতা ও পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে তারাপীঠ মন্দির কমিটি ও পুলিশ সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে ৷ মন্দিরের প্রবেশদ্বারে বসানো হয়েছে স্যানিটাইজ়ার গেট । মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই । নিরাপত্তার জন্য মন্দির চত্বরে বসানো হয়েছে CCTV ৷ এড়াছাও মোতায়েন করা হয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষী । রয়েছে বীরভূম পুলিশের পুরুষ ও মহিলা পুলিশকর্মী ৷

আজ বেলা 11 টা 38 মিনিটে শুরু হয়েছে অমাবস্যা ৷ চলবে আগামীকাল বেলা 11: 17 মিনিট পর্যন্ত । ভোরের মঙ্গল আরতির পর থেকেই মা তারাকে পুজো দিতে ভিড় জমতে শুরু হয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ের মাত্রা বাড়ছে ৷ তবে অমাবস্যা তিথি শুরু হলে তা আরও বাড়বে ।

নিত্যদিনের পুজোর পাশাপাশি আজ নিশিতে মা তারাকে শ্যামা রূপে পুজা করা হবে । দেবী তারাকে স্বর্ণালঙ্কারের রাজবেশে সাজানো হবে । সেই বিশেষ পুজো দেখতে এদিন দূরদূরান্ত থেকে মানুষের ভিড় জমে তারাপীঠে । তারাপীঠ মন্দিরের পাশাপাশি আজ তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করবেন বহু সাধু ও তান্ত্রিক । অমাবস্যা তিথি শুরু হলে মহাশ্মশানে জ্বলে উঠবে বহু হোমকুম্ড। তবে সব রকম সাবধানতা অবলম্বন করেছে বীরভূম জেলা পুলিশ ।

তারার অঙ্গে কালীর আরাধনা তারাপীঠে

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, " হাইকোর্টের প্রত্যেকটি নির্দেশ মেনে আজ তারাপীঠে চলছে আরাধনা। প্রতিটি বিষয়ে সর্তকতা অবলম্বন করা হচ্ছে। তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে প্রতি মুহূর্তে মাইকিং করা হচ্ছে করোনা সতর্কতা নিয়ে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.