ETV Bharat / state

Suvendu on Deucha-Pachami Project : দেউচা-পাচামিতে নন্দীগ্রামের মতো আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

বৃহস্পতিবার বীরভূমের দেউচায় মিছিল করে বিজেপি (BJP's Rally at Deucha) ৷ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ আরও অনেকে ৷ পরে একটি সভা থেকে রাজ্যের পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারি দেন শুভেন্দু ৷ তিনি বলেন, ‘‘জোর করে জমি নিলে দেউচা-পাচামিতে নন্দীগ্রামের মতো আন্দোলন হবে ৷’’

author img

By

Published : May 12, 2022, 9:12 PM IST

suvendu challenges govt to start nandigram like movement in deucha pachami
Suvendu on Deucha-Pachami Project : দেউচা-পাচামিতে নন্দীগ্রামের মতো আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

দেউচা (বীরভূম), 12 মে : জমিরক্ষার জন্য নন্দীগ্রামের আন্দোলন শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক পরিচিত দিয়েছিল বাংলায় ৷ বৃহস্পতিবার সেই নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে এনে দেউচা-পাচামি নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Challenges Govt to Start Nandigram like Movement in Deucha Pachami) ৷ রাজ্যের পুলিশ-প্রশাসনকে উদ্দেশ্য করে সরাসরি বললেন, ‘‘জোর করে জমি নিলে দেউচা-পাচামিতে নন্দীগ্রামের মতো আন্দোলন হবে ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, বীরভূমের দেউচা-পাচামিতে খোলামুখ কয়লা খনি করবে রাজ্য সরকার ৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) জমিদাতাদের জন্য পুনর্বাসন প্যাকেজেরও ঘোষণা করেছেন ৷ পুনর্বাসন সংক্রান্ত বিষয়টিকে সুষ্ঠুভাবে মেটাতে কমিটিও গড়েছে রাজ্য সরকার ৷

Suvendu on Deucha-Pachami Project : দেউচা-পাচামিতে নন্দীগ্রামের মতো আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

তার পরও অসন্তোষ রয়েছে কিছুটা ৷ ফলে আসরে নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ অনিচ্ছুক জমিদাতাদের কাছ থেকে জোর করে জমি নেওয়া আটকাতে আন্দোলন শুরু করেছে বিরোধীরা ৷ বৃহস্পতিবার তেমনই একটি কর্মসূচিতে যোগ দিতে বীরভূমের দেউচায় হাজির হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ তাঁর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder)-সহ আরও অনেকে ছিলেন ৷

পরে একটি সভা থেকে এই ইস্যুতে রাজ্যের পুলিশ প্রশাসনকে সরাসরি আক্রমণ করেন ৷ বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, সিউড়ির আইসি মহম্মদ আলির নাম করে আক্রমণ করেন ৷ এই পুলিশ আধিকারিকরা জোর করে অনিচ্ছুক বাসিন্দাদের উচ্ছেদ করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন ৷ তবে আশঙ্কার কথা জানানোর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারিও দেন ৷ বলেন, ‘‘জোর করে উচ্ছেদ করলে নন্দীগ্রামে যেমন আন্দোলন করেছি তেমন করব ৷’’

আরও পড়ুন : Demonstration at Deucha Pachami: দেউচা-পাচামিতে খনিবিরোধী বিক্ষোভ, তির-ধনুক নিয়ে জেলাশাসককে গ্রামে ঢুকতে বাধা

দেউচা (বীরভূম), 12 মে : জমিরক্ষার জন্য নন্দীগ্রামের আন্দোলন শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক পরিচিত দিয়েছিল বাংলায় ৷ বৃহস্পতিবার সেই নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে এনে দেউচা-পাচামি নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Challenges Govt to Start Nandigram like Movement in Deucha Pachami) ৷ রাজ্যের পুলিশ-প্রশাসনকে উদ্দেশ্য করে সরাসরি বললেন, ‘‘জোর করে জমি নিলে দেউচা-পাচামিতে নন্দীগ্রামের মতো আন্দোলন হবে ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, বীরভূমের দেউচা-পাচামিতে খোলামুখ কয়লা খনি করবে রাজ্য সরকার ৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) জমিদাতাদের জন্য পুনর্বাসন প্যাকেজেরও ঘোষণা করেছেন ৷ পুনর্বাসন সংক্রান্ত বিষয়টিকে সুষ্ঠুভাবে মেটাতে কমিটিও গড়েছে রাজ্য সরকার ৷

Suvendu on Deucha-Pachami Project : দেউচা-পাচামিতে নন্দীগ্রামের মতো আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

তার পরও অসন্তোষ রয়েছে কিছুটা ৷ ফলে আসরে নেমে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ অনিচ্ছুক জমিদাতাদের কাছ থেকে জোর করে জমি নেওয়া আটকাতে আন্দোলন শুরু করেছে বিরোধীরা ৷ বৃহস্পতিবার তেমনই একটি কর্মসূচিতে যোগ দিতে বীরভূমের দেউচায় হাজির হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ তাঁর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder)-সহ আরও অনেকে ছিলেন ৷

পরে একটি সভা থেকে এই ইস্যুতে রাজ্যের পুলিশ প্রশাসনকে সরাসরি আক্রমণ করেন ৷ বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, সিউড়ির আইসি মহম্মদ আলির নাম করে আক্রমণ করেন ৷ এই পুলিশ আধিকারিকরা জোর করে অনিচ্ছুক বাসিন্দাদের উচ্ছেদ করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন ৷ তবে আশঙ্কার কথা জানানোর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারিও দেন ৷ বলেন, ‘‘জোর করে উচ্ছেদ করলে নন্দীগ্রামে যেমন আন্দোলন করেছি তেমন করব ৷’’

আরও পড়ুন : Demonstration at Deucha Pachami: দেউচা-পাচামিতে খনিবিরোধী বিক্ষোভ, তির-ধনুক নিয়ে জেলাশাসককে গ্রামে ঢুকতে বাধা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.