সিউড়ি, 13 এপ্রিল : সিউড়িতে আইন অমান্য আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পায়ে ব্যারিকেড পরে আহত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari injured during Suri rally) । এদিন সিউড়ি সার্কিট থেকে মিছিল করে জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপি নেতা-কর্মীদের ৷ জেলাশাসকের দফতরের সামনে মোতায়েন পুলিশবাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে আঘাত পান রাজ্যের বিরোধী দলনেতা ৷
রাজ্যে আইনের শাসন নেই। বগটুই গণহত্যা, বোলপুরে নাবালিকাকে গণধর্ষণ প্রভৃতি জেলায় ঘটে যাওয়া একের পর এক নৃশংস ঘটনার প্রতিবাদে বুধবার আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি ৷ যার পুরোভাগে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ এদিকে বিজেপির মিছিল পৌঁছনোর আগে থেকেই জেলা শাসক দফতর ছিল পুলিশে ছয়লাপ ৷ দফতরের সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকানোক চেষ্টায় ছিল ৷ স্বাভাবিকভাবেই ঘটনাস্থলে পৌঁছতে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় বিজেপি নেতা-কর্মীদের ৷
আরও পড়ুন : আইনশৃঙ্খলা নিয়ে আজই কথা বলতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকেরা ৷ যাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারীও ৷ ব্যাপক ধস্তাধস্তিতে ব্যারিকেড ভেঙে পায়ে পড়ে শুভেন্দুর ৷ দুর্ঘটনায় ভালরকম জখম হন রাজ্যের বিরোধী দলনেতা। আপাতত সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷