ETV Bharat / state

Suvendu on Rampurhat Massacre : রামপুরহাট-কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

author img

By

Published : Mar 23, 2022, 7:25 PM IST

বুধবার বীরভূমের বগটুই গ্রামে যায় বিজেপির প্রতিনিধি দল (BJP Delegation Visit Bagtui) ৷ সেই দলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ঘটনাস্থল থেকেই এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন তিনি ৷

suvendu adhikari demands nia investigation on rampurhat massacre
Suvendu on Rampurhat Massacre : রামপুরহাট-কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

বগটুই (বীরভূম), 23 মার্চ : বীরভূমের বগটুইয়ের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ বুধবার ঘটনাস্থলে দাঁড়িয়ে এই দাবি তুলেছেন তিনি (Suvendu Adhikari Demands NIA Investigation on Rampurhat Massacre) ৷ জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে ইতিমধ্যেই তিনি এই বিষয়ে চিঠি লিখেছেন ৷

সোমবার রাত থেকে উত্তপ্ত বীরভূম ৷ প্রথমে সেখানে খুন হন স্থানীয় এক তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (TMC Leader Murdered at Rampurhat) ৷ তারপর এলাকার বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ সেই সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন কয়েকজন ৷

বুধবার বীরভূমের সেই বগটুই গ্রামে হাজির হয়েছিলেন বিজেপির বিধায়কদের একটি প্রতিনিধি দল (BJP Delegation Visit Bagtui) ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-সহ আরও কয়েকজন নেতাও ছিলেন ওই দলে ৷ ঘটনাস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি, এই ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ৷ তদন্তের ভার সিবিআই ও এনআইএ-কে দেওয়া উচিত ৷ যেহেতু আগুন ধরানোর সময় সেখানে বিস্ফোরণ হয়েছে, তাই এই ঘটনায় এনআইএ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করতে পারে ৷ তাই তিনি এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি লিখেছেন (Suvendu Writes Letter to Union Home Secretary for NIA Investigation) ৷

তিনি আরও জানান, রাজ্য সরকারের তদন্তের উপর তাঁর ভরসা নেই ৷ আদালতের নির্দেশে কেন্দ্রীয় ফরেন্সিক দল আসছে ৷ তাঁর আশা, পরবর্তী শুনানিতে আদালত সিবিআই তদন্তেরও নির্দেশ দেবে ৷

এনআইএ তদন্তের দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ বিজেপির অর্জুন সিংয়ের দাবি, সংখ্যালঘুদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) এখন সংখ্যালঘুদের গোলাম বলে মনে করছেন ৷ কিন্তু সংখ্যালঘুরা গোলাম নন ৷ এদিকে তৃণমূলের তরফে বারবার এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তোলা হচ্ছে ৷ কাঠগড়ায় তোলা হচ্ছে বিজেপিকে ৷ এই নিয়ে অর্জুন সিংয়ের বক্তব্য, এই ঘটনায় বিজেপির কোনও হাত নেই ৷ সাহস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের ভার সিবিআইকে দিয়ে দেখাক ৷

আরও পড়ুন : Modi on Rampurhat Massacre : ‘জঘন্যতম অপরাধ’, রামপুরহাট হত্যাকাণ্ডে সরব প্রধানমন্ত্রী

বগটুই (বীরভূম), 23 মার্চ : বীরভূমের বগটুইয়ের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) ৷ বুধবার ঘটনাস্থলে দাঁড়িয়ে এই দাবি তুলেছেন তিনি (Suvendu Adhikari Demands NIA Investigation on Rampurhat Massacre) ৷ জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে ইতিমধ্যেই তিনি এই বিষয়ে চিঠি লিখেছেন ৷

সোমবার রাত থেকে উত্তপ্ত বীরভূম ৷ প্রথমে সেখানে খুন হন স্থানীয় এক তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (TMC Leader Murdered at Rampurhat) ৷ তারপর এলাকার বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ সেই সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন কয়েকজন ৷

বুধবার বীরভূমের সেই বগটুই গ্রামে হাজির হয়েছিলেন বিজেপির বিধায়কদের একটি প্রতিনিধি দল (BJP Delegation Visit Bagtui) ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-সহ আরও কয়েকজন নেতাও ছিলেন ওই দলে ৷ ঘটনাস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি, এই ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিতে হবে ৷ তদন্তের ভার সিবিআই ও এনআইএ-কে দেওয়া উচিত ৷ যেহেতু আগুন ধরানোর সময় সেখানে বিস্ফোরণ হয়েছে, তাই এই ঘটনায় এনআইএ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করতে পারে ৷ তাই তিনি এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি লিখেছেন (Suvendu Writes Letter to Union Home Secretary for NIA Investigation) ৷

তিনি আরও জানান, রাজ্য সরকারের তদন্তের উপর তাঁর ভরসা নেই ৷ আদালতের নির্দেশে কেন্দ্রীয় ফরেন্সিক দল আসছে ৷ তাঁর আশা, পরবর্তী শুনানিতে আদালত সিবিআই তদন্তেরও নির্দেশ দেবে ৷

এনআইএ তদন্তের দাবিতে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ বিজেপির অর্জুন সিংয়ের দাবি, সংখ্যালঘুদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) এখন সংখ্যালঘুদের গোলাম বলে মনে করছেন ৷ কিন্তু সংখ্যালঘুরা গোলাম নন ৷ এদিকে তৃণমূলের তরফে বারবার এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তোলা হচ্ছে ৷ কাঠগড়ায় তোলা হচ্ছে বিজেপিকে ৷ এই নিয়ে অর্জুন সিংয়ের বক্তব্য, এই ঘটনায় বিজেপির কোনও হাত নেই ৷ সাহস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের ভার সিবিআইকে দিয়ে দেখাক ৷

আরও পড়ুন : Modi on Rampurhat Massacre : ‘জঘন্যতম অপরাধ’, রামপুরহাট হত্যাকাণ্ডে সরব প্রধানমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.