কোটাসুর (বীরভূম), 12 ফেব্রুয়ারি: জনসভা থেকে শনিবার অমর্ত্য সেন ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Criticises Amartya and Mamata)। তিনি বলেন, "অমর্ত্য সেনের কথায় মমতা কোনওদিন প্রধানমন্ত্রী হবেন না" ৷ পাশাপাশি পঞ্চায়েত ভোট প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য নিয়ে তাঁর বক্তব্য, রাজ্যপাল ধীরে ধীরে ট্র্যাকে ফিরছেন ।' শনিবার বীরভূমের কোটাসুরে একটি জনসভা থেকে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিতর্ক এখন চর্চার বিষয় । এমনকী জমি বিতর্কে ভারতরত্নের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, এর আগে একটি সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য । তবে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একত্রিত করে নেতৃত্ব দেওয়ার সেই যোগ্যতা উনি প্রমাণ করতে পারেননি ৷"
বিশ্ববন্দিত অধ্যাপকের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসংশা ও জমি বিতর্ক প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অমর্ত্য সেন সিনিয়র সিটিজেন । কোভিড পরিস্থিতিতে বীরভূমে ওঁকে দেখা যায়নি ৷ কোভিডের সময় উনি চাল-ডাল দিলে ওঁকে মনে রাখত মানুষ । উনি বিদেশেই থাকুন ৷ বিশ্রাম নিন ৷ আর আমি আগেই বলেছি স্যান্ডো গেঞ্জির যেদিন বুক পকেট হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রধানমন্ত্রী হবেন । স্যান্ডো গেঞ্জির কখনও বুক পকেটের দরকারও হবে না, গরুর গাড়ির হেডলাইটও দরকার পড়বে না আর অমর্ত্য সেনের কথায় মমতা কোনওদিন প্রধানমন্ত্রী হবেন না ।"
উল্লেখ্য, এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাতের পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট বার্তা দেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম ভোট কারচুপি, সন্ত্রাস বরদাস্ত করা যাবে না । এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাপে পড়ে গিয়েছিলেন ৷ ধীরে ধীরে ট্র্যাকে আসছেন ৷ প্রধানমন্ত্রীর সুনাম করছেন, এদিন পঞ্চায়েত ভোট নিয়ে সন্ত্রাস বরদাস্ত না করার কথা বলেছেন । এটা ভালো দিক ৷"
আরও পড়ুন : প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মমতা, মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট অমর্ত্য সেনের