ETV Bharat / state

Visva-Bharati : বিশ্বভারতীর বিক্ষোভ মঞ্চেই অনশনে বসলেন বহিষ্কৃত ছাত্রী - আন্দোলন

অনশনে বসলেন বিশ্বভারতীর বহিষ্কৃত পড়ুয়াদের একজন ৷ রবিবার থেকে বিক্ষোভ মঞ্চেই অনশন শুরু করেন রূপা চক্রবর্তী নামে সঙ্গীত ভবনের ওই ছাত্রী ৷ তাঁর বক্তব্য, যত দিন না কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দাবি-দাওয়া মানছে, ততদিন অনশন চালিয়ে যাবেন তিনি ৷

suspended student of Visva-Bharati started hunger strike
Visva-Bharati : বিশ্বভারতীর বিক্ষোভ মঞ্চেই অনশনে বসলেন বহিষ্কৃত ছাত্রী
author img

By

Published : Sep 5, 2021, 4:22 PM IST

শান্তিনিকেতন, 5 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ মেনেই চলছিল অবস্থান বিক্ষোভ ৷ এবার শুরু হল অনশনও ৷ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন থেকে নির্দিষ্ট (50 মিটারের বাইরে) দূরত্বে বাঁধা বিক্ষোভ মঞ্চে অনশন শুরু করলেন সঙ্গীত ভবনের বহিষ্কৃত ছাত্রী রূপা চক্রবর্তী ৷ তিনি জানিয়েছেন, যত দিন পর্যন্ত তাঁদের দাবি-দাওয়া পূরণ না হচ্ছে, ততদিন এই অনশন চলবে ৷

আরও পড়ুন : Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

বিশ্বভারতীর 3 পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ ৷ এছাড়া, গত এক বছরের মধ্যে মোট 12 জন অধ্যাপক ও অধ্যাপিকাকেও সাসপেন্ড করা হয়েছে ৷ বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো-সহ অধ্যাপক এবং অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গত 27 অগস্ট থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। ফলে আপাতত বাড়িতে আটকে রয়েছেন উপাচার্য ৷

এই প্রেক্ষাপটে রবিবার আরও বাড়ল আন্দোলনের ধার ৷ যে তিনজন পড়ুয়াকে বিশ্বভারতী কর্তৃপক্ষ বহিষ্কার করেছে, রূপা তাঁদের অন্যতম ৷ তাঁর বক্তব্য়, তাঁদের সঙ্গে অন্যায় করা হয়েছে ৷ পাশাপাশি, ইদানীংকালে বিশ্বভারতী যেভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ রূপা এবং আরও দুই বহিষ্কৃত ছাত্রকে যাতে অবিলম্বে বিশ্বভারতীতে ফেরানো হয়, সেই দাবি ক্রমশ জোরালো হচ্ছে ৷ রূপা জানিয়েছেন, যত দিন এই দাবি পূরণ না হবে, ততদিন তিনি অনশন চালিয়ে যাবেন ৷

বিক্ষোভ মঞ্চে অনশন শুরু করলেন সঙ্গীত ভবনের বহিষ্কৃত ছাত্রী রূপা চক্রবর্তী ৷

আরও পড়ুন : Anubrata Mondal : পাগল উপাচার্যের বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলন করবে তৃণমূল ছাত্র পরিষদ : অনুব্রত

পাশাপাশি, রূপার সঙ্গে একই মঞ্চ থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বাকি পড়ুয়ারাও ৷ ইতিমধ্যেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তাঁরা ৷ অন্য়ান্য মহল থেকেও একই দাবি উঠছে ৷ পড়ুয়াদের বিক্ষোভের পাশে দাঁড়িয়েছেন অধ্যাপক এবং অধ্যাপিকাদের একাংশও ৷ সূত্রের খবর, শীঘ্রই আন্দোলন মঞ্চে যোগ দেবেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ৷

শান্তিনিকেতন, 5 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ মেনেই চলছিল অবস্থান বিক্ষোভ ৷ এবার শুরু হল অনশনও ৷ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন থেকে নির্দিষ্ট (50 মিটারের বাইরে) দূরত্বে বাঁধা বিক্ষোভ মঞ্চে অনশন শুরু করলেন সঙ্গীত ভবনের বহিষ্কৃত ছাত্রী রূপা চক্রবর্তী ৷ তিনি জানিয়েছেন, যত দিন পর্যন্ত তাঁদের দাবি-দাওয়া পূরণ না হচ্ছে, ততদিন এই অনশন চলবে ৷

আরও পড়ুন : Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

বিশ্বভারতীর 3 পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ ৷ এছাড়া, গত এক বছরের মধ্যে মোট 12 জন অধ্যাপক ও অধ্যাপিকাকেও সাসপেন্ড করা হয়েছে ৷ বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো-সহ অধ্যাপক এবং অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গত 27 অগস্ট থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। ফলে আপাতত বাড়িতে আটকে রয়েছেন উপাচার্য ৷

এই প্রেক্ষাপটে রবিবার আরও বাড়ল আন্দোলনের ধার ৷ যে তিনজন পড়ুয়াকে বিশ্বভারতী কর্তৃপক্ষ বহিষ্কার করেছে, রূপা তাঁদের অন্যতম ৷ তাঁর বক্তব্য়, তাঁদের সঙ্গে অন্যায় করা হয়েছে ৷ পাশাপাশি, ইদানীংকালে বিশ্বভারতী যেভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ রূপা এবং আরও দুই বহিষ্কৃত ছাত্রকে যাতে অবিলম্বে বিশ্বভারতীতে ফেরানো হয়, সেই দাবি ক্রমশ জোরালো হচ্ছে ৷ রূপা জানিয়েছেন, যত দিন এই দাবি পূরণ না হবে, ততদিন তিনি অনশন চালিয়ে যাবেন ৷

বিক্ষোভ মঞ্চে অনশন শুরু করলেন সঙ্গীত ভবনের বহিষ্কৃত ছাত্রী রূপা চক্রবর্তী ৷

আরও পড়ুন : Anubrata Mondal : পাগল উপাচার্যের বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলন করবে তৃণমূল ছাত্র পরিষদ : অনুব্রত

পাশাপাশি, রূপার সঙ্গে একই মঞ্চ থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বাকি পড়ুয়ারাও ৷ ইতিমধ্যেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তাঁরা ৷ অন্য়ান্য মহল থেকেও একই দাবি উঠছে ৷ পড়ুয়াদের বিক্ষোভের পাশে দাঁড়িয়েছেন অধ্যাপক এবং অধ্যাপিকাদের একাংশও ৷ সূত্রের খবর, শীঘ্রই আন্দোলন মঞ্চে যোগ দেবেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.