ETV Bharat / state

Visva-Bharati University : 'তালিবান উপাচার্য দূর হটো' পোস্টার বিশ্বভারতীতে, চলছে ঘেরাও - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এবার পোস্টার পড়ল বিশ্বভারতীর (Visva-Bharati University) ক্যাম্পাসে ৷ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাসপেন্ড হওয়া অধ্যাপক-অধ্যাপিকা এবং বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানোর দাবি বিক্ষোভ দেখানো হয় ৷ কেন্দ্রীয় কার্যালয় এবং উপাচার্যের বাসভবন পূর্বিতাও ঘেরাও করেন তাঁরা ৷ তাঁদের দাবি মানা না পর্যন্ত ঘেরাও চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷

শুক্রবার রাত থেকে নিজ বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য ৷
শুক্রবার রাত থেকে নিজ বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য ৷
author img

By

Published : Aug 28, 2021, 3:46 PM IST

শান্তিনিকেতন, 28 অগস্ট : 'তালিবান উপাচার্য দূর হটো' লিখে এবার পোস্টার উপাচার্যের বাড়ির সামনে । পড়ুয়াদের ঘেরাও অবস্থান-বিক্ষোভে এবার শামিল হলেন অধ্যাপকদেরও একাংশ । যতক্ষণ না অধ্যাপকদের সাসপেনশন প্রত্যাহার-সহ বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো হচ্ছে, ততক্ষণ উপাচার্যকে ঘেরাও করে রাখা হবে বলে জানান পড়ুয়া-অধ্যাপকরা । রাতভর নিজের বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । বহিষ্কৃত 3 জন পড়ুয়াকে পুনরায় পঠন-পাঠনের না ফেরানো পর্যন্ত এই ঘেরাও চলবে বলে জানান পড়ুয়ারা । এদিন বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠক হওয়ার কথা ৷ উপাচার্য ঘেরাও হয়ে থাকায় সেই বৈঠক কার্যত সংশয় মুখে ।

বিভিন্ন কারণে ইতিমধ্যে বিশ্বভারতীর (Visva-Bharati University) প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । এছাড়াও অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল । পরবর্তীতে সেই সাসপেনশন বর্ধিত করা হয় । সাসপেন্ড থাকাকালীন তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এরপর থেকেই বিশ্বভারতীতে উত্তেজনা বাড়তে থাকে ৷

শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ বহিষ্কৃত ছাত্রদের পুনরায় পঠন-পাঠনের ফেরাতে হবে এই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেন পড়ুয়ারা । উপাচার্যের আপ্ত সহায়ক-সহ আধিকারিকদের ঘেরাও করা হয় । পড়ুয়াদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় আধিকারিক ও বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের । পরে রাত এগারোটা নাগাদ শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করেন পড়ুয়ারা । রাতভর বাসভবন ঘেরাও রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এদিন কর্মসমিতির বৈঠক হওয়ার কথা ছিল । উপাচার্য ঘেরাও থাকায় সেই বৈঠক কার্যত সংশয় মুখে । পড়ুয়াদের দাবি, যতক্ষণ না তিন পড়ুয়াকে পুনরায় পঠন-পাঠনের আনা হবে ততক্ষণ এই ঘেরাও চলবে ।

শুক্রবার রাত থেকে নিজ বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য ৷

বিশ্বভারতীর উপাচার্য একাধিক সিদ্ধান্ত ঘিরে গত এক বছর ধরে পড়ুয়া, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা আশ্রমিকদের একটা বড় অংশ ক্ষিপ্ত ।

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লাকাণ্ডে সস্ত্রীক অভিষেককে হাজিরার নির্দেশ ইডির

শান্তিনিকেতন, 28 অগস্ট : 'তালিবান উপাচার্য দূর হটো' লিখে এবার পোস্টার উপাচার্যের বাড়ির সামনে । পড়ুয়াদের ঘেরাও অবস্থান-বিক্ষোভে এবার শামিল হলেন অধ্যাপকদেরও একাংশ । যতক্ষণ না অধ্যাপকদের সাসপেনশন প্রত্যাহার-সহ বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো হচ্ছে, ততক্ষণ উপাচার্যকে ঘেরাও করে রাখা হবে বলে জানান পড়ুয়া-অধ্যাপকরা । রাতভর নিজের বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । বহিষ্কৃত 3 জন পড়ুয়াকে পুনরায় পঠন-পাঠনের না ফেরানো পর্যন্ত এই ঘেরাও চলবে বলে জানান পড়ুয়ারা । এদিন বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠক হওয়ার কথা ৷ উপাচার্য ঘেরাও হয়ে থাকায় সেই বৈঠক কার্যত সংশয় মুখে ।

বিভিন্ন কারণে ইতিমধ্যে বিশ্বভারতীর (Visva-Bharati University) প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । এছাড়াও অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল । পরবর্তীতে সেই সাসপেনশন বর্ধিত করা হয় । সাসপেন্ড থাকাকালীন তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এরপর থেকেই বিশ্বভারতীতে উত্তেজনা বাড়তে থাকে ৷

শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ বহিষ্কৃত ছাত্রদের পুনরায় পঠন-পাঠনের ফেরাতে হবে এই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেন পড়ুয়ারা । উপাচার্যের আপ্ত সহায়ক-সহ আধিকারিকদের ঘেরাও করা হয় । পড়ুয়াদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় আধিকারিক ও বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের । পরে রাত এগারোটা নাগাদ শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করেন পড়ুয়ারা । রাতভর বাসভবন ঘেরাও রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এদিন কর্মসমিতির বৈঠক হওয়ার কথা ছিল । উপাচার্য ঘেরাও থাকায় সেই বৈঠক কার্যত সংশয় মুখে । পড়ুয়াদের দাবি, যতক্ষণ না তিন পড়ুয়াকে পুনরায় পঠন-পাঠনের আনা হবে ততক্ষণ এই ঘেরাও চলবে ।

শুক্রবার রাত থেকে নিজ বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য ৷

বিশ্বভারতীর উপাচার্য একাধিক সিদ্ধান্ত ঘিরে গত এক বছর ধরে পড়ুয়া, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা আশ্রমিকদের একটা বড় অংশ ক্ষিপ্ত ।

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লাকাণ্ডে সস্ত্রীক অভিষেককে হাজিরার নির্দেশ ইডির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.