ETV Bharat / state

Bagtui Massacre Case : বগটুই-কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন - Suri juvenile court grants bail of two minor in Bagtui massacre case

বগটুই গণহত্যার ঘটনায় গ্রেফতার 28 জনের মধ্যে ছিল দুই নাবালকও ৷ সোমবার সিউড়ি জুভেনাইল কোর্টে জামিনে মুক্ত হয় ধৃত দুই নাবালক (Suri juvenile court grants bail of two minor in Bagtui massacre case)।

Bagtui Massacre Case
বগটুই-কাণ্ডে জামিন অভিযুক্ত দুই নাবালকের
author img

By

Published : Apr 25, 2022, 6:07 PM IST

সিউড়ি, 25 এপ্রিল : বগটুই গণহত্যা কাণ্ডে ধৃত দুই নাবালককে জামিন দিল সিউড়ি জুভেনাইল কোর্ট (Suri juvenile court grants bail of two minor in Bagtui massacre case)। গত 22 মার্চ রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পরই নারকীয় হত্যালীলার ঘটনায় শিরোনামে এসেছিল বগটুই ৷ গণহত্যায় 9 জনের মৃত্যুর ঘটনায় রাতারাতি চর্চায় উঠে আসে বীরভূমের বগটুই ৷ হাইকোর্টের নির্দেশে পরবর্তীতে বগটুই-কাণ্ডে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ।

রামপুরহাট-1 নম্বর ব্লকের তৃণমূলের উপপ্রধান আনারুল হোসেন-সহ মোট 28 জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের মধ্যে ছিল দুই নাবালকও ৷ সোমবার সিউড়ি জুভেনাইল কোর্টে জামিনে মুক্ত হয় দুই ধৃত নাবালক। সরকারি আইনজীবী অনিন্দ্য সুন্দর বলেন, "সিবিআইয়ের আইনজীবী জামিনে আপত্তি জানালেও বিচারক এই ঘটনায় তাদের সেরকম ভূমিকা না থাকায় জামিন মঞ্জুর করেছেন ৷"

আরও পড়ুন : ‘ডলার শেখ পেট্রল আনতে বলেছিল’, বিস্ফোরক দাবি ধৃত রিটন শেখের

অন্যদিকে রবিবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সিবিআই জেরার পর এদিন আবারও বগটুই-কাণ্ডের অন্যতম সাক্ষী মিহিলাল শেখ এবং তাঁর ভাইপো কিরণ শেখকে জেরার জন্য নিয়ে আসা হয় রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে । সোমবার বেলা সাড়ে 12টা নাগাদ কুমাড্ডা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে মিহিলাল ও কিরণ শেখকে সিবিআই তাদেরই গাড়িতে ক্যাম্পে নিয়ে আসে । বগটুই-কাণ্ডে এই মিহিলাল ও কিরণ শেখ অন্যতম সাক্ষী ।

সিউড়ি, 25 এপ্রিল : বগটুই গণহত্যা কাণ্ডে ধৃত দুই নাবালককে জামিন দিল সিউড়ি জুভেনাইল কোর্ট (Suri juvenile court grants bail of two minor in Bagtui massacre case)। গত 22 মার্চ রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পরই নারকীয় হত্যালীলার ঘটনায় শিরোনামে এসেছিল বগটুই ৷ গণহত্যায় 9 জনের মৃত্যুর ঘটনায় রাতারাতি চর্চায় উঠে আসে বীরভূমের বগটুই ৷ হাইকোর্টের নির্দেশে পরবর্তীতে বগটুই-কাণ্ডে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ।

রামপুরহাট-1 নম্বর ব্লকের তৃণমূলের উপপ্রধান আনারুল হোসেন-সহ মোট 28 জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের মধ্যে ছিল দুই নাবালকও ৷ সোমবার সিউড়ি জুভেনাইল কোর্টে জামিনে মুক্ত হয় দুই ধৃত নাবালক। সরকারি আইনজীবী অনিন্দ্য সুন্দর বলেন, "সিবিআইয়ের আইনজীবী জামিনে আপত্তি জানালেও বিচারক এই ঘটনায় তাদের সেরকম ভূমিকা না থাকায় জামিন মঞ্জুর করেছেন ৷"

আরও পড়ুন : ‘ডলার শেখ পেট্রল আনতে বলেছিল’, বিস্ফোরক দাবি ধৃত রিটন শেখের

অন্যদিকে রবিবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সিবিআই জেরার পর এদিন আবারও বগটুই-কাণ্ডের অন্যতম সাক্ষী মিহিলাল শেখ এবং তাঁর ভাইপো কিরণ শেখকে জেরার জন্য নিয়ে আসা হয় রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে । সোমবার বেলা সাড়ে 12টা নাগাদ কুমাড্ডা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে মিহিলাল ও কিরণ শেখকে সিবিআই তাদেরই গাড়িতে ক্যাম্পে নিয়ে আসে । বগটুই-কাণ্ডে এই মিহিলাল ও কিরণ শেখ অন্যতম সাক্ষী ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.