ETV Bharat / state

বিশ্বভারতী থেকে ‘রাহু’ বিদ্যুৎ চলে যাওয়ায় পৌষমেলা ফের আয়োজনের পক্ষে সওয়াল সুভাষ দত্তর

Subhas Dutta on Poush Mela: এবার পৌষমেলার পক্ষে সওয়াল করলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত ৷ শুক্রবার বোলপুরে তিনি এই মেলার আয়োজনের পক্ষে কথা বলেন ৷ তবে পরিবেশের দিকটি খেয়াল রাখতে বলেছেন তিনি ৷ পাশাপাশি বিদ্যুৎ চক্রবর্তীর উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হওয়াকে তিনি বিশ্বভারতীর রাহুমুক্তি বলে উল্লেখ করেছেন ৷

Subhas Dutta on Poush Mela
Subhas Dutta on Poush Mela
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 5:31 PM IST

Updated : Nov 17, 2023, 8:04 PM IST

পৌষমেলা ফের আয়োজনের পক্ষে সওয়াল সুভাষ দত্তর

বোলপুর, 17 নভেম্বর: ‘‘বিশ্বভারতী রাহুমুক্ত হল, পরিবেশ বিধি মেনে পৌষমেলা হোক’’, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টকে 10 হাজার টাকা অনুদান দিয়ে একথা বললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রাক্তন উপাচার্য পরিবেশ আদালতের দোহাই দিয়ে মেলা বন্ধ করেছিলেন । পরিবেশ আদালত কখনও মেলা বন্ধ করতে বলেনি ৷ তবে সুভাষ দত্তর অভিযোগ, "বিশ্বভারতীর কাছে পরিবেশ রক্ষার কোনও পরিকাঠামোই নেই, এটা গুরুত্বপূর্ণ ।"

এ দিন বোলপুরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত । পৌষমেলা পরিচালনার জন্য তিনি শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনারের সঙ্গে দেখা করে আরজি জানান ৷ পাশাপাশি, ট্রাস্টকে 10 হাজার টাকা অনুদানও দেন তিনি ৷ এছাড়া, বিশ্বভারতী কর্তৃপক্ষকেও একটি চিঠি দেন সুভাষ দত্ত । তাতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, জাতীয় পরিবেশ আদালত, ইজেড বেঞ্চের গঠিত কমিটি প্রয়োজনে এবারের আয়োজিত পৌষমেলায় দূষণ রুখতে সহযোগিতা করবে । তবে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে দূষণ রোধের পর্যাপ্ত পরিকাঠামো নেই বলেও অভিযোগ তোলেন তিনি ।

Poush Mela
শান্তিনিকেতনে পৌষমেলা৷ ফাইল ছবি৷

উল্লেখ্য, পৌষমেলায় দূষণ হওয়ার অভিযোগ তুলে 2016 সালে পরিবেশ আদালতে একটি মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত । মেলায় কাঠ বা কয়লার উনুন জ্বালানো যাবে না, প্ল্যাস্টিক বর্জন, পর্যাপ্ত ডাস্টবিন, জলের ছেটানোর ব্যবস্থা-সহ একাধিক দূষণ বিধি বেধে দিয়েছিল পরিবেশ আদালত । সেই মতো চলছিল মেলা । কিন্তু বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন 2019 সালে শেষবার পূর্বপল্লী মাঠে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা ।

Poush Mela
শান্তিনিকেতনে পৌষমেলা৷ ফাইল ছবি৷

সেই বছরও পরিবেশ আদালতের দূষণবিধি না মানায় জরিমানা করা হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষকে । এরপর থেকেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত পৌষমেলা বন্ধ করে দিয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । 8 নভেম্বর উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই পুনরায় মেলা হোক, এই দাবি উঠেছে । নতুন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকও পৌষমেলা এই বছর করার ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন ।

Subhas Dutta
বোলপুরে সাংবাদিক বৈঠকে পরিবেশকর্মী সুভাষ দত্ত
Poush Mela
শান্তিনিকেতনে পৌষমেলা৷ ফাইল ছবি৷

পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, "বিশ্বভারতী রাহুমুক্ত হয়েছে । এবার গ্রামের প্রান্তিক মানুষের কথা ভেবে পৌষমেলা হোক পূর্বপল্লীর মাঠে ৷ আমার মামলা পৌষমেলা বন্ধ করা নিয়ে ছিল না । আমার মামলা ছিল দূষণবিধি মেনে হোক মেলাটি ৷ পরিবেশ আদালতও বলেনি মেলা বন্ধ করতে । বিদ্যুৎ চক্রবর্তী ভুল ব্যাখ্যা করে মেলা বন্ধ করে দিয়েছিলেন । আমি শান্তিনিকেতন ট্রাস্টকে 10 হাজার টাকা অনুদান দিয়েছে, সবাই এভাবে সহযোগিতা করলে ভালো হয় ।"

আরও পড়ুন:

  1. বিদ্যুতের মেয়াদ শেষ, বিশ্বভারতীর নয়া ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় মল্লিক
  2. বিদ্যুতকে 6 পৃথক মামলায় তলব পুলিশের! রাজ্যের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য
  3. বিদ্যুতের মেয়াদ শেষে 'শান্তি'-নিকেতনে, প্রাক্তন উপাচার্যের প্রতীকী মরদেহ নিয়ে মিছিল

পৌষমেলা ফের আয়োজনের পক্ষে সওয়াল সুভাষ দত্তর

বোলপুর, 17 নভেম্বর: ‘‘বিশ্বভারতী রাহুমুক্ত হল, পরিবেশ বিধি মেনে পৌষমেলা হোক’’, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টকে 10 হাজার টাকা অনুদান দিয়ে একথা বললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, প্রাক্তন উপাচার্য পরিবেশ আদালতের দোহাই দিয়ে মেলা বন্ধ করেছিলেন । পরিবেশ আদালত কখনও মেলা বন্ধ করতে বলেনি ৷ তবে সুভাষ দত্তর অভিযোগ, "বিশ্বভারতীর কাছে পরিবেশ রক্ষার কোনও পরিকাঠামোই নেই, এটা গুরুত্বপূর্ণ ।"

এ দিন বোলপুরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত । পৌষমেলা পরিচালনার জন্য তিনি শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনারের সঙ্গে দেখা করে আরজি জানান ৷ পাশাপাশি, ট্রাস্টকে 10 হাজার টাকা অনুদানও দেন তিনি ৷ এছাড়া, বিশ্বভারতী কর্তৃপক্ষকেও একটি চিঠি দেন সুভাষ দত্ত । তাতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, জাতীয় পরিবেশ আদালত, ইজেড বেঞ্চের গঠিত কমিটি প্রয়োজনে এবারের আয়োজিত পৌষমেলায় দূষণ রুখতে সহযোগিতা করবে । তবে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে দূষণ রোধের পর্যাপ্ত পরিকাঠামো নেই বলেও অভিযোগ তোলেন তিনি ।

Poush Mela
শান্তিনিকেতনে পৌষমেলা৷ ফাইল ছবি৷

উল্লেখ্য, পৌষমেলায় দূষণ হওয়ার অভিযোগ তুলে 2016 সালে পরিবেশ আদালতে একটি মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত । মেলায় কাঠ বা কয়লার উনুন জ্বালানো যাবে না, প্ল্যাস্টিক বর্জন, পর্যাপ্ত ডাস্টবিন, জলের ছেটানোর ব্যবস্থা-সহ একাধিক দূষণ বিধি বেধে দিয়েছিল পরিবেশ আদালত । সেই মতো চলছিল মেলা । কিন্তু বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন 2019 সালে শেষবার পূর্বপল্লী মাঠে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা ।

Poush Mela
শান্তিনিকেতনে পৌষমেলা৷ ফাইল ছবি৷

সেই বছরও পরিবেশ আদালতের দূষণবিধি না মানায় জরিমানা করা হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষকে । এরপর থেকেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত পৌষমেলা বন্ধ করে দিয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । 8 নভেম্বর উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই পুনরায় মেলা হোক, এই দাবি উঠেছে । নতুন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকও পৌষমেলা এই বছর করার ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন ।

Subhas Dutta
বোলপুরে সাংবাদিক বৈঠকে পরিবেশকর্মী সুভাষ দত্ত
Poush Mela
শান্তিনিকেতনে পৌষমেলা৷ ফাইল ছবি৷

পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, "বিশ্বভারতী রাহুমুক্ত হয়েছে । এবার গ্রামের প্রান্তিক মানুষের কথা ভেবে পৌষমেলা হোক পূর্বপল্লীর মাঠে ৷ আমার মামলা পৌষমেলা বন্ধ করা নিয়ে ছিল না । আমার মামলা ছিল দূষণবিধি মেনে হোক মেলাটি ৷ পরিবেশ আদালতও বলেনি মেলা বন্ধ করতে । বিদ্যুৎ চক্রবর্তী ভুল ব্যাখ্যা করে মেলা বন্ধ করে দিয়েছিলেন । আমি শান্তিনিকেতন ট্রাস্টকে 10 হাজার টাকা অনুদান দিয়েছে, সবাই এভাবে সহযোগিতা করলে ভালো হয় ।"

আরও পড়ুন:

  1. বিদ্যুতের মেয়াদ শেষ, বিশ্বভারতীর নয়া ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় মল্লিক
  2. বিদ্যুতকে 6 পৃথক মামলায় তলব পুলিশের! রাজ্যের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য
  3. বিদ্যুতের মেয়াদ শেষে 'শান্তি'-নিকেতনে, প্রাক্তন উপাচার্যের প্রতীকী মরদেহ নিয়ে মিছিল
Last Updated : Nov 17, 2023, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.