ETV Bharat / state

নন নেট ফেলোশিপের টাকার দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ - Visva Bharati

নন নেট ফেলোশিপের টাকা মিলছে না, এটা কোনও নতুন অভিযোগ নয় । এর আগেও একাধিকবার এই নিয়ে বিক্ষোভ হয় । যার জেরে কয়েকদিন আগে 2016-17 শিক্ষাবর্ষের টাকা দেওয়া শুরু হলেও তা পরে বন্ধ হয়ে যায় । আর টাকা দেওয়া শুরুর দাবিতে আজ প্ল্যাকার্ড, পোস্টার হাতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা ।

Visva Bharati
শান্তিনিকেতন
author img

By

Published : Aug 28, 2020, 1:09 PM IST

Updated : Aug 28, 2020, 4:30 PM IST

শান্তিনিকেতন, 28 অগাস্ট : 2018-19 সালের শিক্ষাবর্ষে নন নেট ফেলোশিপের টাকা পাননি পড়ুয়ারা । তাঁদের দাবি, দ্রুত ফেলোশিপের টাকা দেওয়ার ব্যবস্থা করুক বিশ্বভারতী কর্তৃপক্ষ । আর আজ সকাল থেকে এই দাবিতে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ।

নন নেট ফেলোশিপের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে বিশ্বভারতীতে । একাধিকবার উপাচার্যের দপ্তর ঘেরাও সহ অবস্থান-বিক্ষোভ করতে দেখা গিয়েছে গবেষণারত পড়ুয়াদের । বিক্ষোভের পর 2016-17 শিক্ষাবর্ষের ফেলোশিপের টাকা দিতে শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । তা বন্ধ হয়ে যায় এ বছরের জুন মাসে । গবেষণারত পড়ুয়াদের অভিযোগ, 2018-19 সালের শিক্ষাবর্ষে নন নেট ফেলোশিপের টাকা তাঁরা এখনও পাননি । এই অভিযোগেই পোস্টার নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ।

টাকার দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ

এবিষয়ে এক বিক্ষোভকারী পড়ুয়া বলেন, "লাখ লাখ টাকা খরচ করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে বিশ্বভারতীতে । কিন্তু পড়ুয়াদের প্রাপ্য টাকা দীর্ঘদিন আটকে রাখা হচ্ছে । আমরা চাই এই টাকা দিতে শুরু করুক বিশ্বভারতী কর্তৃপক্ষ ।"

শান্তিনিকেতন, 28 অগাস্ট : 2018-19 সালের শিক্ষাবর্ষে নন নেট ফেলোশিপের টাকা পাননি পড়ুয়ারা । তাঁদের দাবি, দ্রুত ফেলোশিপের টাকা দেওয়ার ব্যবস্থা করুক বিশ্বভারতী কর্তৃপক্ষ । আর আজ সকাল থেকে এই দাবিতে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ।

নন নেট ফেলোশিপের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে বিশ্বভারতীতে । একাধিকবার উপাচার্যের দপ্তর ঘেরাও সহ অবস্থান-বিক্ষোভ করতে দেখা গিয়েছে গবেষণারত পড়ুয়াদের । বিক্ষোভের পর 2016-17 শিক্ষাবর্ষের ফেলোশিপের টাকা দিতে শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । তা বন্ধ হয়ে যায় এ বছরের জুন মাসে । গবেষণারত পড়ুয়াদের অভিযোগ, 2018-19 সালের শিক্ষাবর্ষে নন নেট ফেলোশিপের টাকা তাঁরা এখনও পাননি । এই অভিযোগেই পোস্টার নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ।

টাকার দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ

এবিষয়ে এক বিক্ষোভকারী পড়ুয়া বলেন, "লাখ লাখ টাকা খরচ করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে বিশ্বভারতীতে । কিন্তু পড়ুয়াদের প্রাপ্য টাকা দীর্ঘদিন আটকে রাখা হচ্ছে । আমরা চাই এই টাকা দিতে শুরু করুক বিশ্বভারতী কর্তৃপক্ষ ।"

Last Updated : Aug 28, 2020, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.