শান্তিনিকেতন, 27 অগস্ট : কেন্দ্রীয় কার্যালয়ের পর এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করলেন পড়ুয়ারা । গান গেয়ে উপাচার্যের বাড়ির সামনে চলছে অবস্থান-বিক্ষোভ । রাতভর এই ঘেরাও চলবে বলে জানালেন পড়ুয়ারা ।
কিছুক্ষণ আগেই বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে পড়ুয়ারা । সেখানে উপাচার্যের আপ্তসহায়ক-সহ আধিকারিকদের ঘেরাও করা হয় । ঘটনাকে কেন্দ্র করে আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো বচসা বাধে পড়ুয়াদের । বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সংগীত ভবনের এক ছাত্রীকে প্রায় ছয় মাস সাসপেন্ড করা হয়েছিল । পরে সেই সাসপেনশন আরও তিন মাস বর্ধিত করা হয় । এই সময় কালে তাদের তিন বছরের জন্য বহিষ্কার করা হয় । এই ক্ষোভেই এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আপ্তসহায়ক তন্ময় নাগ সহ আধিকারিকদের ঘেরাও করে পড়ুয়াদের একাংশ । এই মুহূর্তে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনের গেটের দুদিক বন্ধ করে দেওয়া হয়েছে । কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আধিকারিকদের ঘেরাও করে রেখেছেন পড়ুয়ারা । এই মুহূর্তে উপাচার্যের বাসভবনকেও ঘেরাও করে রাখা হয়েছে ।
আরও পড়ুন, Visva-Bharati : উপাচার্যের আপ্তসহায়ক সহ আধিকারিকদের ঘেরাও পড়ুয়াদের, উত্তপ্ত বিশ্বভারতী
উল্লেখ্য, দুই তিনদিন আগেই বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল ৷ বিশ্বভারতীর একাংশ কর্মী ও অধ্যাপক বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখাও করেছিলেন । সেখানে অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছিলেন, বিশ্বভারতীর কর্মী অধ্যাপকেরা উপাচার্যকে তিনদিন ধরে ঘেরাও করবে ৷ তাতে তৃণমূল সমর্থন করবে ।