ETV Bharat / state

Visva Bharati Student Missing: বোলপুর থেকে বিশ্বভারতীর মায়ানমারের ছাত্রকে অপহরণ! তদন্তে পুলিশ - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মায়ানমারের এক ছাত্রকে ৷ পড়শিদের থেকে জানা গিয়েছে, একটি গাড়ি এসে হঠাৎ ওই ছাত্রকে তুলে নিয়ে যায় ৷ তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর ৷ বিষয়টি বোলপুর থানাকে জানিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷

ETV Bharat
বোলপুর থেকে বিশ্বভারতীর মায়ানমারের ছাত্র নিখোঁজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 1:46 PM IST

বোলপুর, 22 সেপ্টেম্বর: বোলপুর থেকে হঠাৎ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রকে । ইতিমধ্যেই ইমেল মারফত বোলপুর থানাকে বিষয়টি জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । ছাত্রটির নাম প্যানচারা থাই । বাড়ি মায়ানমারে । বোলপুরের ইন্দিরাপল্লীর ভাড়া বাড়ি থেকে তাঁকে একটি গাড়ি করে এসে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ । তবে কোনও কেন্দ্রীয় এজেন্সি ওই ছাত্রকে আটক করেছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

বিশ্বভারতীর তুলনামূলক ধর্ম ও দর্শন বিভাগ থেকে বৌদ্ধ দর্শন নিয়ে গবেষণা করছে মায়ানমারের ওই ছাত্র প্যানচারা থাই । মায়ানমার থেকে এসে প্রায় 8 বছর ধরে বোলপুরে থেকেই পড়াশোনা করছে সে ৷ 2022 সালে গবেষণার থিসিসও জমা দিয়েছেন তিনি । 2024 সাল পর্যন্ত তাঁর ছাত্র ভিসার মেয়াদ রয়েছে এদেশে । বোলপুরের ইন্দিরাপল্লীর একটি ভাড়াবাড়িতে থেকেই তিনি পড়াশোনা করতেন । বৃহস্পতিবার দুপুরে একটি কালো গাড়ি করে কয়েকজন লোক এসে ওই ছাত্রের ছবি দেখিয়ে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করে ।

তারপরেই প্রথমে ভাড়াবাড়িতে ঢুকে ওই ছাত্রের ফোন কেড়ে, পরে গাড়িতে তুলে নিয়ে চলে যায় । বিদেশি ছাত্রকে অপহরণ করা হয়েছে এই বলে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় । ওই ছাত্রের এক সহপাঠী বিষয়টি বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানায় ৷ সেই মতো বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে ই-মেল মারফত বোলপুর থানাকে জানানো হয় । রাত থেকেই অতিরিক্ত জেলা পুলিশ সুপার, বোলপুরের এসডিপিওর নেতৃত্বে পুলিশ গিয়ে ওই ভাড়াবাড়ির আশেপাশের বাড়িতে জিজ্ঞাসাবাদ করেন ৷ দু'একটি বাড়ির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ । তবে অপহরণ, নাকি কোনও কেন্দ্রীয় এজেন্সি ওই ছাত্রকে আটক করেছে । দু'টি বিষয়ই তদন্ত করে দেখছে পুলিশ । তবে হঠাৎ করে এভাবে দিন-দুপুরে একটি ছেলেকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় হতবাক সকলেই ৷

বোলপুর, 22 সেপ্টেম্বর: বোলপুর থেকে হঠাৎ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রকে । ইতিমধ্যেই ইমেল মারফত বোলপুর থানাকে বিষয়টি জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । ছাত্রটির নাম প্যানচারা থাই । বাড়ি মায়ানমারে । বোলপুরের ইন্দিরাপল্লীর ভাড়া বাড়ি থেকে তাঁকে একটি গাড়ি করে এসে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ । তবে কোনও কেন্দ্রীয় এজেন্সি ওই ছাত্রকে আটক করেছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

বিশ্বভারতীর তুলনামূলক ধর্ম ও দর্শন বিভাগ থেকে বৌদ্ধ দর্শন নিয়ে গবেষণা করছে মায়ানমারের ওই ছাত্র প্যানচারা থাই । মায়ানমার থেকে এসে প্রায় 8 বছর ধরে বোলপুরে থেকেই পড়াশোনা করছে সে ৷ 2022 সালে গবেষণার থিসিসও জমা দিয়েছেন তিনি । 2024 সাল পর্যন্ত তাঁর ছাত্র ভিসার মেয়াদ রয়েছে এদেশে । বোলপুরের ইন্দিরাপল্লীর একটি ভাড়াবাড়িতে থেকেই তিনি পড়াশোনা করতেন । বৃহস্পতিবার দুপুরে একটি কালো গাড়ি করে কয়েকজন লোক এসে ওই ছাত্রের ছবি দেখিয়ে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করে ।

তারপরেই প্রথমে ভাড়াবাড়িতে ঢুকে ওই ছাত্রের ফোন কেড়ে, পরে গাড়িতে তুলে নিয়ে চলে যায় । বিদেশি ছাত্রকে অপহরণ করা হয়েছে এই বলে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় । ওই ছাত্রের এক সহপাঠী বিষয়টি বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানায় ৷ সেই মতো বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে ই-মেল মারফত বোলপুর থানাকে জানানো হয় । রাত থেকেই অতিরিক্ত জেলা পুলিশ সুপার, বোলপুরের এসডিপিওর নেতৃত্বে পুলিশ গিয়ে ওই ভাড়াবাড়ির আশেপাশের বাড়িতে জিজ্ঞাসাবাদ করেন ৷ দু'একটি বাড়ির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ । তবে অপহরণ, নাকি কোনও কেন্দ্রীয় এজেন্সি ওই ছাত্রকে আটক করেছে । দু'টি বিষয়ই তদন্ত করে দেখছে পুলিশ । তবে হঠাৎ করে এভাবে দিন-দুপুরে একটি ছেলেকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় হতবাক সকলেই ৷

আরও পড়ুন : 'শান্তিনিকেতনের হেরিটেজ তকমার কৃতিত্ব গুরুদেবের, সহযোগিতা করেছেন মুখ্যমন্ত্রী', দাবি মন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.