বীরভূম, 24 এপ্রিল : শান্তিনিকেতনের গুরুপল্লির বাসিন্দা টিপু সুলতান ৷ বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র। 2019 সালে মাওবাদী সন্দেহে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল ৷ পরে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি (stf detained visva Bharati ex student on doubt of mao connection) ।
ফের 2021 সালে ঝাড়গ্রাম থানার পুলিশ দেশদ্রোহী (UAPA) আইনে তাঁকে গ্রেফতার করে। এবার মাওবাদী সন্দেহে টিপু সুলতানকে আটক করল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শান্তিনিকেতনের গুরুপল্লির বাড়ি থেকে এদিন সকালে তাঁকে আটক করা হয় ৷
আরও পড়ুন : উপাচার্যের বাসভবনের সামনে ফের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ
প্রসঙ্গত, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলায় মাওবাদীদের প্রভাব নতুন করে বাড়ছে ৷ সন্দেহের তালিকায় আছে বীরভূমের ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলি ৷ ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এই এলাকাগুলিতে ৷ এ নিয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বৈঠক করেছেন এই সব জেলার পুলিশ সুপার ও অন্যান্য অফিসারদের সঙ্গে ৷ এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি না নিয়ে টিপুকে আটক করল এসটিএফ ৷