ETV Bharat / state

কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য এক বছরে খরচ 560 কোটি

১৮ থেকে ৬০ বছর বয়সের কোনও কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে তাঁর পরিবারকে সরকার এককালীন দু’লাখ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই প্রকল্পে ৷

krishak bandhu project
“কৃষক বন্ধু” প্রকল্প
author img

By

Published : Jan 31, 2020, 11:26 PM IST

রামপুরহাট, 31 জানুয়ারী: গত এক বছরে কৃষক বন্ধু প্রকল্পে ৫৬০ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার । আজ এক সাক্ষাতকারে একথা জানালেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় । গত বছর 30 জানুয়ারি চাষের কাজে সহায়তার জন্য রাজ্য সরকার চালু করে "কৃষক বন্ধু" প্রকল্প । এই প্রকল্পে কৃষকদের বছরে দু'বার আর্থিক সাহায্য করা হয় । বৃহস্পতিবার সেই প্রকল্প এক বছরে পা দেয় ।

আজ রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এক বছরে 40 লাখ কৃষক এই প্রকল্পে উপকৃত হয়েছে । প্রায় 560 কোটি টাকার এই প্রকল্পে চাষিদের দেওয়া হয়েছে।" কৃষক বন্ধু প্রকল্প গত বছর 30 জানুয়ারি রামপুরহাট থেকে মুখ্যমন্ত্রী সূচনা করেন । দু’দফায় একর প্রতি পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয় । অতিরিক্ত জমি থাকলেও অনুদানের অঙ্ক বাড়বে না । অন্য দিকে, এক একরের কম জমির জন্য আনুপাতিক হারে অনুদান নির্ধারিত হবে । ন্যূনতম অনুদানের পরিমাণ হবে এক হাজার টাকা । ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনও কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে তাঁর পরিবারকে সরকার এককালীন দু’লাখ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে ।

কৃষিমন্ত্রী আরও বলেন, “কৃষক বন্ধু প্রকল্পে আরও একটি দিক আছে । ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যদি কোন কৃষক মারা যান তাহলে সেই কৃষকের পরিবারকে সঙ্গে সঙ্গে দু লাখ টাকা দেওয়া হয়ে থাকে।" এবার থেকে চাষে সহায়তার জন্য থেকে দুটি চেক একসঙ্গে দেওয়া হচ্ছে । এমনকী কারও যদি এক শতক অর্থাৎ এক ছটাক জমি থাকে তাকেও এক হাজার করে দু হাজার টাকা দেওয়া হচ্ছে ।

“কৃষক বন্ধু” প্রকল্পে 40 লক্ষ কৃষক উপকৃত হয়েছে

রামপুরহাট, 31 জানুয়ারী: গত এক বছরে কৃষক বন্ধু প্রকল্পে ৫৬০ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার । আজ এক সাক্ষাতকারে একথা জানালেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় । গত বছর 30 জানুয়ারি চাষের কাজে সহায়তার জন্য রাজ্য সরকার চালু করে "কৃষক বন্ধু" প্রকল্প । এই প্রকল্পে কৃষকদের বছরে দু'বার আর্থিক সাহায্য করা হয় । বৃহস্পতিবার সেই প্রকল্প এক বছরে পা দেয় ।

আজ রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এক বছরে 40 লাখ কৃষক এই প্রকল্পে উপকৃত হয়েছে । প্রায় 560 কোটি টাকার এই প্রকল্পে চাষিদের দেওয়া হয়েছে।" কৃষক বন্ধু প্রকল্প গত বছর 30 জানুয়ারি রামপুরহাট থেকে মুখ্যমন্ত্রী সূচনা করেন । দু’দফায় একর প্রতি পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয় । অতিরিক্ত জমি থাকলেও অনুদানের অঙ্ক বাড়বে না । অন্য দিকে, এক একরের কম জমির জন্য আনুপাতিক হারে অনুদান নির্ধারিত হবে । ন্যূনতম অনুদানের পরিমাণ হবে এক হাজার টাকা । ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনও কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে তাঁর পরিবারকে সরকার এককালীন দু’লাখ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে ।

কৃষিমন্ত্রী আরও বলেন, “কৃষক বন্ধু প্রকল্পে আরও একটি দিক আছে । ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যদি কোন কৃষক মারা যান তাহলে সেই কৃষকের পরিবারকে সঙ্গে সঙ্গে দু লাখ টাকা দেওয়া হয়ে থাকে।" এবার থেকে চাষে সহায়তার জন্য থেকে দুটি চেক একসঙ্গে দেওয়া হচ্ছে । এমনকী কারও যদি এক শতক অর্থাৎ এক ছটাক জমি থাকে তাকেও এক হাজার করে দু হাজার টাকা দেওয়া হচ্ছে ।

“কৃষক বন্ধু” প্রকল্পে 40 লক্ষ কৃষক উপকৃত হয়েছে
Intro:Body:রামপুরহাট, 31 জানুয়ারী: গত বছর 30 শে জানুয়ারী চাষের কাজে সাহায্যের জন্য কৃষকদের বছরে দুবার আর্থিক সাহায্য দেওয়ার “কৃষক বন্ধু” প্রকল্পে ৫ উপভক্তার হাতে চেক দিয়ে শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কাল সেই প্রকল্পের একবছর সম্পূর্ন হওয়ার পর আজ রাজ্যের কৃষি মন্ত্রী ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, “ আপনাদের জানিয়ে আমরা আন্দদিত যে একবছরে 40 লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হয়েছে। প্রায় 560 কোটি টাকা এই প্রকল্পে চাষীদের দেওয়া হয়েছে। সরকার ভাবে ‘কৃষক বন্ধু’ প্রকল্পে দুই মরসুমে দু’দফায় একর প্রতি পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হবে। অতিরিক্ত জমি থাকলেও অনুদানের অঙ্ক বাড়বে না। অন্য দিকে, এক একরের কম জমির জন্য আনুপাতিক হারে অনুদান নির্ধারিত হবে। ন্যূনতম অনুদানের পরিমাণ হবে এক হাজার টাকা। ১৮ থেকে ৬০ বছর বয়সি কোনও কৃষকের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুতে তাঁর পরিবারকে সরকার এককালীন দু’লক্ষ টাকাও অনুদান হিসেবে দেবে। কৃষিমন্ত্রী ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় জানান, “ এছাড়াও মৃত্যু জনিত কৃষক বন্ধু প্রকল্পে আরেক টি দিক আছে। ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যদি কোন কৃষক মারা যান তাহলে সেই কৃষকের পরিবার কে সঙ্গে সঙ্গে দু লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এবার থেকে দুটি চেক িএক সঙ্গে দেওয়া হচ্ছে। কারও যদি এক শতক অর্থ্যাৎ এক ছটাক জমি থাকে তাকেও এক হাজার করে দু হাজার টাকা তিনি পাচ্ছেন। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.