মহম্মদবাজার, 19 জুন : শহিদ রাজেশ ওরাং ৷ লাদখের গালওয়ান উপত্যকায় চিনা জওয়ানদের আক্রমণে প্রাণ হারান তিনি ৷ শোকের আবহ মহম্মদবাজারে তাঁর গ্রামের বাড়িতে ৷ তারই মধ্যে রাজেশকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর ছবি ও জাতীয় পতাকা নিয়ে মৌন মিছিল করল স্থানীয় যুবকরা । মিছিল গোটা গ্রামঘুরে শহিদের বাড়িতে পৌঁছায় ৷
সকাল থেকেই পুরো গ্রাম ভারত মাতার বীর সন্তান রাজেশ ওরাংয়ের মরদেহ আসার অপেক্ষায় ছিল । তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য জেলা প্রশাসনের তরফে সমস্তরকম ব্যবস্থা করা হয় । বীরভূমের মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রাম-সহ আশপাশের বহু গ্রামের মানুষ সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে রাজেশ ওরাংয়ের বাড়িতে । বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রাজেশের বাড়িতে এসে সমবেদনা জানায়।
পানাগড় সেনা ছাউনিতে ভারতীয় সেনার পক্ষ থেকে শহিদ রাজেশ ওরাংয়ের মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে । তারপর গ্রামে এসে পৌঁছাবে মরদেহ । তারই অপেক্ষায় পরিবারের লোকজন-সহ পুরো গ্রাম ।
শহিদের বাড়ি সহ গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টারে রাজেশ ওরাং এর ছবি দিয়ে 'অমর রহে' লিখে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । শহিদকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে জেলা প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে । তাঁর বাড়ি থেকে গ্রামের রাস্তার দুই দিকে বাঁশের ব্যারিকেড করা হয়েছে ।
শোকস্তব্ধ মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রাম এখন বীর সন্তানকে শেষবার দেখার অপেক্ষায় ।