ETV Bharat / state

SI Injured in Bomb Blast: লাভপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা, জখম এসআই - জখম এসআই

বীরভূমের লাভপুরে (Miscreants Hurls Bomb) পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা ঘটল (SI Injured in Bomb Blast)৷ এই ঘটনায় জখম হয়েছেন এসআই পার্থসারথি সাহা ৷

SI Injured in Bomb Blast ETV Bharat
পুলিশকে লক্ষ্য করে বোমা
author img

By

Published : Jan 18, 2023, 1:41 PM IST

Updated : Jan 18, 2023, 3:14 PM IST

লাভপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা

লাভপুর, 18 জানুয়ারি: বচসা থেকে বোমাবাজি ৷ বোমা বিস্ফোরণে জখম হলেন পুলিশ অফিসার (SI Injured in Bomb Blast)। ঘটনাটি ঘটেছে লাভপুর থানার দরবারপুরে (Birbhum News)৷ আহত এসআই পার্থসারথি সাহার পা, হাত ও পিঠে আঘাত লাগে । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

মেলায় কী গান চলবে তা নিয়ে বচসা: লাভপুর থানার এসআই পার্থসারথি সাহা । তিনি লাভপুরের দাঁড়কা পুলিশ ক্যাম্পের দায়িত্বে রয়েছেন । তাঁর নজরদারিতে থাকা দরবারপুরে (Miscreants Hurls Bomb) একটি মেলা চলছিল ৷ সেই মেলার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই এসআই । মেলায় কী গান চলবে, এই বিষয়কে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । বচসা থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি সামাল দিতে যায় পুলিশ ।

বোমার স্প্লিন্টারে জখম এসআই: সেই সময় পিছন থেকে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ পর পর দুটি বোমা ফাটে ৷ বোমার স্প্রিন্টার লেগে গুরুত্বর জখম হন এসআই পার্থসারথি সাহা ৷ গোড়ালি, কনুই ও পিঠে আঘাত লাগে ওই অফিসারের । তড়িঘড়ি তাঁকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয় ৷ পরে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হয় ৷ তবে জখম পুলিশ অফিসার বর্তমানে কোথায় ভর্তি রয়েছেন তা জানা যায়নি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ । প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে ।

লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আবদুল হালেম বলেন, "দরবারপুরে ঝামেলা হয়েছিল, এক পুলিশ অফিসার এসেছিলেন । তাঁর হাতে-পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন ছিল ৷ আমরা চিকিৎসা করেছি । পরে পুলিশ তাঁকে নিয়ে যায় ।"

আরও পড়ুন: নজরে পঞ্চায়েত ভোট, চলতি মাসেই 'কেষ্টভূমে' মমতা !

লাভপুরে বোমা বিস্ফোরণ নতুন নয়: প্রসঙ্গত, 2017 সালে এই লাভপুরের দরবারপুরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়েছিল ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল 9 জনের । 2019 সালে দ্বারকা উপ-স্বাস্থ্যকেন্দ্রে বোমা মজুত রাখার খবর । সেই বোমা বিস্ফোরণের ভেঙে পড়েছিল স্বাস্থকেন্দ্র ৷ এছাড়া, লাভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা সিংহ 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গ্রামে গ্রামে ঘুরছেন ৷ গ্রামে শান্তি রয়েছে, এমনই মত তাঁর । এর মাঝেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এই নিয়ে বলেন, "আঘাত গুরুতর নয় ৷ ভালো আছেন ওই অফিসার ।"

লাভপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা

লাভপুর, 18 জানুয়ারি: বচসা থেকে বোমাবাজি ৷ বোমা বিস্ফোরণে জখম হলেন পুলিশ অফিসার (SI Injured in Bomb Blast)। ঘটনাটি ঘটেছে লাভপুর থানার দরবারপুরে (Birbhum News)৷ আহত এসআই পার্থসারথি সাহার পা, হাত ও পিঠে আঘাত লাগে । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

মেলায় কী গান চলবে তা নিয়ে বচসা: লাভপুর থানার এসআই পার্থসারথি সাহা । তিনি লাভপুরের দাঁড়কা পুলিশ ক্যাম্পের দায়িত্বে রয়েছেন । তাঁর নজরদারিতে থাকা দরবারপুরে (Miscreants Hurls Bomb) একটি মেলা চলছিল ৷ সেই মেলার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই এসআই । মেলায় কী গান চলবে, এই বিষয়কে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । বচসা থেকেই তীব্র উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি সামাল দিতে যায় পুলিশ ।

বোমার স্প্লিন্টারে জখম এসআই: সেই সময় পিছন থেকে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ পর পর দুটি বোমা ফাটে ৷ বোমার স্প্রিন্টার লেগে গুরুত্বর জখম হন এসআই পার্থসারথি সাহা ৷ গোড়ালি, কনুই ও পিঠে আঘাত লাগে ওই অফিসারের । তড়িঘড়ি তাঁকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয় ৷ পরে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হয় ৷ তবে জখম পুলিশ অফিসার বর্তমানে কোথায় ভর্তি রয়েছেন তা জানা যায়নি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ । প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে ।

লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আবদুল হালেম বলেন, "দরবারপুরে ঝামেলা হয়েছিল, এক পুলিশ অফিসার এসেছিলেন । তাঁর হাতে-পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন ছিল ৷ আমরা চিকিৎসা করেছি । পরে পুলিশ তাঁকে নিয়ে যায় ।"

আরও পড়ুন: নজরে পঞ্চায়েত ভোট, চলতি মাসেই 'কেষ্টভূমে' মমতা !

লাভপুরে বোমা বিস্ফোরণ নতুন নয়: প্রসঙ্গত, 2017 সালে এই লাভপুরের দরবারপুরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়েছিল ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল 9 জনের । 2019 সালে দ্বারকা উপ-স্বাস্থ্যকেন্দ্রে বোমা মজুত রাখার খবর । সেই বোমা বিস্ফোরণের ভেঙে পড়েছিল স্বাস্থকেন্দ্র ৷ এছাড়া, লাভপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা সিংহ 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গ্রামে গ্রামে ঘুরছেন ৷ গ্রামে শান্তি রয়েছে, এমনই মত তাঁর । এর মাঝেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এই নিয়ে বলেন, "আঘাত গুরুতর নয় ৷ ভালো আছেন ওই অফিসার ।"

Last Updated : Jan 18, 2023, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.