সিউড়ি, 22 নভেম্বর: যাচ্ছিলেন রোগী দেখতে ৷ যাওয়ার পথে ঝাড়খণ্ডের দুমকা জেলায় সেতুর নিচে মাসকয়েক আগে বালুতটে একটি কৃষ্ণমূর্তি কুড়িয়ে পেয়েছিলেন বীরভূমের কোয়াক চিকিৎসক শেখ বুজু রহমান ৷ রাস পূর্ণিমার দিন রাজার পুকুর রাধাকৃষ্ণ মন্দিরে সেই কৃষ্ণমূর্তি দান করে স্থানীয় মানুষের মন জয় করে নিলেন মুসলিম এই চিকিৎসক ৷ শেখ বুজু রহমান কুড়িয়ে পাওয়া কৃষ্ণমূর্তি মন্দিরে দান করায় খুশি মন্দিরের সেবায়ত ধরণী গোসাই ৷
আরও পড়ুন : River Erosion in Chandrakona : নদীর ভাঙন রোধে অভিনব উদ্যোগ প্রশাসনের, লাগানো হল ভেটিভার ঘাস
ঈশ্বর, আল্লা তেরে নাম/সাবকো সম্মতি দে ভগবান ৷ বীরভূমের বুজু রহমানের হাতে মন্দিরে কৃষ্ণমূর্তি প্রতিষ্ঠা পাওয়ার কীর্তি সাড়া ফেলে দিয়েছে রাজার পুকুর রাধাকৃষ্ণ মন্দিরে ৷ সেবায়ত জানিয়েছেন, এমন ঘটনা মন্দিরে বিরল ৷ উনি আল্লাহকে যেমন ভালবাসেন তেমন কৃষ্ণকেও ভালবাসেন ৷ আর বুজু রহমান বললেন, মাসকয়েক আগে বালুতটে কুড়িয়ে পাওয়া মূর্তি এতদিন নিজের কাছেই রেখেছিলেন তিনি ৷ স্বপ্নাদেশ পেতেই কৃষ্ণকে মন্দিরে রেখে গেলেন তিনি ৷