ETV Bharat / state

পুষ্পবৃষ্টি করে শ্রমিকদের ঝাড়খণ্ডে ফেরাল পুলিশ

author img

By

Published : May 14, 2020, 10:57 PM IST

ঝাড়খণ্ড রাজ্যের দুমকা , দেওঘর প্রভৃতি এলাকার প্রায় 108 জন ইটভাটার শ্রমিক বীরভূমের বোলপুরে কর্মরত ছিলেন ৷ লকডাউনের জেরে ঘরে ফিরতে পারছিলেন না তাঁরা ৷ আজ শান্তিনিকেতনের মোলডাঙা গ্রাম থেকে বাসে করে শ্রমিকদের ঘরে ফেরালো পুলিশ ৷ তাঁর আগে পুলিশের তরফে আজ এই শ্রমিকদের উপর পুষ্পবৃষ্টি করে সংবর্ধনা দেওয়া হয় ৷

Shantiniketan
বীরভূম

বোলপুর , 14 মে : বোলপুর থেকে 100 জন ইটভাটার শ্রমিককে পুষ্প বৃষ্টির মাধ্যমে সংবর্ধনা দিয়ে ঝাড়খণ্ডে পাঠালো শান্তিনিকেতন থানার পুলিশ । তাঁদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছিল ৷ আজ ওই শ্রমিকদের হাতে জল ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাঁদের বাড়ি পাঠানো হল ৷অন্যদিকে, অসম রাজ্যে আটকে পড়েছেন বীরভূম, বর্ধমান , মুর্শিদাবাদের 10 জন রাইস মিলের শ্রমিক । একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে তাঁদের উদ্ধারের আর্জি জানালো মুখ্যমন্ত্রীকে ।

ঝাড়খণ্ড রাজ্যের দুমকা , দেওঘর প্রভৃতি এলাকার প্রায় 108 জন ইটভাটার শ্রমিক বীরভূমের বোলপুরে কর্মরত ছিলেন ৷ লকডাউনের জেরে ঘরে ফিরতে পারছিলেন না তাঁরা ৷ আজ শান্তিনিকেতনের মোলডাঙা গ্রাম থেকে বাসে করে শ্রমিকদের ঘরে ফেরালো পুলিশ ৷ পুলিশের তরফে শ্রমিকদের পুষ্পবৃষ্টি করে সংবর্ধনা দেওয়া হয় ৷ পরে তাঁদের হাতে জল ও খাদ্যসামগ্রী তুলে দিয়ে বাসে করে ঘরে ফেরানোর ব্যবস্থা করে শান্তিনিকেতন থানার পুলিশ ৷ সেইসময় সেখানে ছিলেন বোলপুরের BDO শেখর সাঁই , শান্তিনিকেতন থানার OC কস্তুরি মুখোপাধ্যায় প্রমুখ ।

অন্যদিকে, বীরভূমের ময়ূরেশ্বরের একজন , বর্ধমানের গলসির চারজন , মুর্শিদাবাদের ভগবান গোলার পাঁচজন অসমে আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে ৷ অসম রাজ্যের গরপেটা জেলার সরভোগ থানা এলাকায় 10 জন শ্রমিক কার্যত অনাহারে ৷ রাইস মিলে কাজ করার জন্য গিয়েছিলেন তাঁরা ৷ লকডাউনে জেরে ঘরে ফেরা হয়নি ৷ সেখান থেকে উদ্ধারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ভিডিয়ো বার্তা দেন শ্রমিকেরা ।

বোলপুর , 14 মে : বোলপুর থেকে 100 জন ইটভাটার শ্রমিককে পুষ্প বৃষ্টির মাধ্যমে সংবর্ধনা দিয়ে ঝাড়খণ্ডে পাঠালো শান্তিনিকেতন থানার পুলিশ । তাঁদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছিল ৷ আজ ওই শ্রমিকদের হাতে জল ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাঁদের বাড়ি পাঠানো হল ৷অন্যদিকে, অসম রাজ্যে আটকে পড়েছেন বীরভূম, বর্ধমান , মুর্শিদাবাদের 10 জন রাইস মিলের শ্রমিক । একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে তাঁদের উদ্ধারের আর্জি জানালো মুখ্যমন্ত্রীকে ।

ঝাড়খণ্ড রাজ্যের দুমকা , দেওঘর প্রভৃতি এলাকার প্রায় 108 জন ইটভাটার শ্রমিক বীরভূমের বোলপুরে কর্মরত ছিলেন ৷ লকডাউনের জেরে ঘরে ফিরতে পারছিলেন না তাঁরা ৷ আজ শান্তিনিকেতনের মোলডাঙা গ্রাম থেকে বাসে করে শ্রমিকদের ঘরে ফেরালো পুলিশ ৷ পুলিশের তরফে শ্রমিকদের পুষ্পবৃষ্টি করে সংবর্ধনা দেওয়া হয় ৷ পরে তাঁদের হাতে জল ও খাদ্যসামগ্রী তুলে দিয়ে বাসে করে ঘরে ফেরানোর ব্যবস্থা করে শান্তিনিকেতন থানার পুলিশ ৷ সেইসময় সেখানে ছিলেন বোলপুরের BDO শেখর সাঁই , শান্তিনিকেতন থানার OC কস্তুরি মুখোপাধ্যায় প্রমুখ ।

অন্যদিকে, বীরভূমের ময়ূরেশ্বরের একজন , বর্ধমানের গলসির চারজন , মুর্শিদাবাদের ভগবান গোলার পাঁচজন অসমে আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে ৷ অসম রাজ্যের গরপেটা জেলার সরভোগ থানা এলাকায় 10 জন শ্রমিক কার্যত অনাহারে ৷ রাইস মিলে কাজ করার জন্য গিয়েছিলেন তাঁরা ৷ লকডাউনে জেরে ঘরে ফেরা হয়নি ৷ সেখান থেকে উদ্ধারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ভিডিয়ো বার্তা দেন শ্রমিকেরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.