ETV Bharat / state

থানার উদ্যোগে প্রবীণদের বাড়িতে মাস্ক-স্যানিটাইজার বিতরণ শান্তিনিকেতনে - coronavirus safety measures

‘আশ্বাস’ শান্তিনিকেতনের প্রবীণ নাগরিকদের একটি গোষ্ঠী ৷ শান্তিনিকেতন থানার পুলিশের উদ্যোগে এই গ্রুপ ৷ যে সকল প্রবীণদের ছেলেমেয়ে বা পরিজনরা বাইরে থাকেন বা নেই তাদের নিয়েই ‘আশ্বাস’৷ কোরোনা সর্তকতায় এবার তাঁদের হাতে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের ব্যবহারের পদ্ধতিও শিখিয়ে দেওয়া হল শান্তিনিকেতন থানার পক্ষ থেকে ৷

shantiniketan-police-distributes-mask-sanitizer-at-home-to-senior-citizens
শান্তিনিকেতন থানার উদ্যোগে প্রবীণ নাগরিকদের বাড়িতে মাস্ক স্যানিটাইজার বিতরণ
author img

By

Published : Mar 21, 2020, 8:02 PM IST

Updated : Mar 21, 2020, 9:35 PM IST

শান্তিনিকেতন, 21 মার্চ : শান্তিনিকেতন থানার উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ নাগরিকদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার তুলে দেওয়া হয় । প্রায় 200 বাড়িতে গিয়ে প্রবীণদের সচেতন করে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দেন পুলিশ । প্রবীণ নাগরিকদের নিয়ে 'আশ্বাস' নামক একটি গোষ্ঠী রয়েছে, পুলিশের তরফে সেই গ্রুপের সদস্যদের সচেতন করা হয় ।

বহুদিন আগেই শান্তিনিকেতন থানার অন্তর্গত পূর্বপল্লি, রতন পল্লি, উদয়ন পল্লি, অ্যান্ড্রুজপল্লি প্রভৃতি এলাকায় যে সমস্ত প্রবীণরা থাকেন, তাঁদের একটি তালিকা তৈরি করা হয়েছে । এই সকল প্রবীণদের ছেলেমেয়ে বা পরিজনরা বাইরে থাকেন বা নেই । এমন প্রবীণদের নিয়ে 'আশ্বাস' নামে একটি গ্রুপ রয়েছে পুলিশের । প্রায় 320 জন রয়েছেন এখানে । বিভিন্ন সময় শান্তিনিকেতন থানার তরফে গ্রুপের এই প্রবীণদের নানাভাবে সহযোগিতা করা হয় ।

থানার উদ্যোগে প্রবীণ নাগরিকদের বাড়িতে মাস্ক-স্যানিটাইজার বিতরণ শান্তিনিকেতনে

আজ শান্তিনিকেতন থানার পুলিশের উদ্যোগে প্রবীণদের হাতে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি ব্যবহারের পদ্ধতিও শিখিয়ে দেওয়া হয় । কোরোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় । উপস্থিত ছিলেন বোলপুরের SDPO অভিষেক রায়, শান্তিনিকেতন থানার OC কস্তুরী মুখোপাধ্যায়, IC কল্যাণ মিত্র ৷

শান্তিনিকেতন, 21 মার্চ : শান্তিনিকেতন থানার উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ নাগরিকদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার তুলে দেওয়া হয় । প্রায় 200 বাড়িতে গিয়ে প্রবীণদের সচেতন করে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দেন পুলিশ । প্রবীণ নাগরিকদের নিয়ে 'আশ্বাস' নামক একটি গোষ্ঠী রয়েছে, পুলিশের তরফে সেই গ্রুপের সদস্যদের সচেতন করা হয় ।

বহুদিন আগেই শান্তিনিকেতন থানার অন্তর্গত পূর্বপল্লি, রতন পল্লি, উদয়ন পল্লি, অ্যান্ড্রুজপল্লি প্রভৃতি এলাকায় যে সমস্ত প্রবীণরা থাকেন, তাঁদের একটি তালিকা তৈরি করা হয়েছে । এই সকল প্রবীণদের ছেলেমেয়ে বা পরিজনরা বাইরে থাকেন বা নেই । এমন প্রবীণদের নিয়ে 'আশ্বাস' নামে একটি গ্রুপ রয়েছে পুলিশের । প্রায় 320 জন রয়েছেন এখানে । বিভিন্ন সময় শান্তিনিকেতন থানার তরফে গ্রুপের এই প্রবীণদের নানাভাবে সহযোগিতা করা হয় ।

থানার উদ্যোগে প্রবীণ নাগরিকদের বাড়িতে মাস্ক-স্যানিটাইজার বিতরণ শান্তিনিকেতনে

আজ শান্তিনিকেতন থানার পুলিশের উদ্যোগে প্রবীণদের হাতে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি ব্যবহারের পদ্ধতিও শিখিয়ে দেওয়া হয় । কোরোনা ভাইরাস সংক্রান্ত যে কোনও প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় । উপস্থিত ছিলেন বোলপুরের SDPO অভিষেক রায়, শান্তিনিকেতন থানার OC কস্তুরী মুখোপাধ্যায়, IC কল্যাণ মিত্র ৷

Last Updated : Mar 21, 2020, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.