বোলপুর, 7 সেপ্টেম্বর : অক্টোবরে ভারত সফরে আসার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর । সেই কারণে 'ভারত-চিন বিকাশের গতির উপর দৃষ্টিভঙ্গি' সংক্রান্ত এক আন্তর্জাতিক আলোচনা শুরু করল বিশ্বভারতী ।
বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হয়েছে এই আন্তর্জাতিক আলোচনা সভা । দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ক গবেষকরা এখানে যোগ দেবেন ।
প্রসঙ্গত, শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে ভারত-চিন সম্পর্কের অন্যতম মাধ্যম হল বিশ্বভারতী । রবীন্দ্রনাথের সময় থেকেই দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটে এই বিশ্বভারতীতেই । অক্টোবর মাসে ভারত সফরে আসার কথা রয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর ।