ETV Bharat / state

ভারত-চিন সম্পর্ক নিয়ে বিশ্বভারতীতে সেমিনার - শান্তিনিকেতন

বিশ্বভারতীতে 'ভারত-চিন বিকাশের গতির উপর দৃষ্টিভঙ্গি' সংক্রান্ত এক আন্তর্জাতিক আলোচনা চক্র ।

বিশ্বভারতী
author img

By

Published : Sep 7, 2019, 3:15 PM IST

বোলপুর, 7 সেপ্টেম্বর : অক্টোবরে ভারত সফরে আসার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর । সেই কারণে 'ভারত-চিন বিকাশের গতির উপর দৃষ্টিভঙ্গি' সংক্রান্ত এক আন্তর্জাতিক আলোচনা শুরু করল বিশ্বভারতী ।

বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হয়েছে এই আন্তর্জাতিক আলোচনা সভা । দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ক গবেষকরা এখানে যোগ দেবেন ।

প্রসঙ্গত, শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে ভারত-চিন সম্পর্কের অন্যতম মাধ্যম হল বিশ্বভারতী । রবীন্দ্রনাথের সময় থেকেই দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটে এই বিশ্বভারতীতেই । অক্টোবর মাসে ভারত সফরে আসার কথা রয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর ।

বোলপুর, 7 সেপ্টেম্বর : অক্টোবরে ভারত সফরে আসার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর । সেই কারণে 'ভারত-চিন বিকাশের গতির উপর দৃষ্টিভঙ্গি' সংক্রান্ত এক আন্তর্জাতিক আলোচনা শুরু করল বিশ্বভারতী ।

বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হয়েছে এই আন্তর্জাতিক আলোচনা সভা । দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ক গবেষকরা এখানে যোগ দেবেন ।

প্রসঙ্গত, শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে ভারত-চিন সম্পর্কের অন্যতম মাধ্যম হল বিশ্বভারতী । রবীন্দ্রনাথের সময় থেকেই দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটে এই বিশ্বভারতীতেই । অক্টোবর মাসে ভারত সফরে আসার কথা রয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর ।

Intro:"ভারত-চীন বিকাশের গতির উপর দৃষ্টিভঙ্গি" সংক্রান্ত বিষয়ক একটি আন্তর্জাতিক আলোচনা শুরু হল বিশ্বভারতীতে। সামনের অক্টোবর মাসে ভারত সফরে আসার কথা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং (Xi Jinping)-এর। তার আগে এই সেমিনার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সকলেই। ভারত-চীন সম্পর্কে অন্যতম করিডোর এই বিশ্বভারতী।Body:শান্তিনিকেতন, ৬ সেপ্টেম্বরঃ "ভারত-চীন বিকাশের গতির উপর দৃষ্টিভঙ্গি" সংক্রান্ত বিষয়ক একটি আন্তর্জাতিক আলোচনা শুরু হল বিশ্বভারতীতে। সামনের অক্টোবর মাসে ভারত সফরে আসার কথা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং (Xi Jinping)-এর। তার আগে এই সেমিনার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সকলেই। ভারত-চীন সম্পর্কে অন্যতম করিডোর এই বিশ্বভারতী।

এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হল "ভারত-চীন বিকাশের গতির উপর দৃষ্টিভঙ্গি" সংক্রান্ত দু দিনের একটি আন্তর্জাতিক আলোচনা সভা। এই সভার সূচনায় অতিথি হিসাবে ছিলেন, কলকাতা স্থিত চিনের কনসুল জেনারেল ঝাঁ লিও (Zha Liyou), বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, চিনা ভবনের অধ্যক্ষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় দূতাবাসের ডিরেক্টর জেনারেল টি সি এ রাঘবন প্রমুখ। দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশ্বের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গবেষকরা এই আলোচনা সভায় যোগ দেন। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আলোচনাসভা। প্রসঙ্গত, শিক্ষা ও সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে ভারত চীন সম্পর্কের অন্যতম মাধ্যম বরাবরই এই বিশ্বভারতী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটে এই বিশ্বভারতীতেই। সামনের অক্টোবর মাসে ভারত সফরে আসার কথা রয়েছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর। দুই দেশের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তার আগে বিশ্বভারতীতে আয়োজিত এই আলোচনা সভা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.