ETV Bharat / state

Partha-Arpita: টোটোয় ‘অপা’কে নিয়ে ব্যাঙ্গাত্মক ব্যানার, শান্তিনিকেতনে অনুব্রতর প্রতিবেশীকে নিয়ে হইচই - বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ আপাতত তাঁরা জেল হেফাজতে রয়েছেন ৷ তাঁদের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে শান্তিনিকেতনে ৷ সেখানেই এবার ‘অপা’কে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টার দিয়েছেন এক টোটোচালক৷ তিনি আবার অনুব্রত মণ্ডলের প্রতিবেশী ৷

santiniketan-toto-driver-using-sarcastic-banner-of-partha-chatterjee-arpita-chatterjee-in-his-vehicle
Partha-Arpita: টোটোয় ‘অপা’কে নিয়ে ব্যাঙ্গাত্মক ব্যানার, শান্তিনিকেতনে অনুব্রতর প্রতিবেশীকে নিয়ে হইচই
author img

By

Published : Aug 6, 2022, 2:13 PM IST

শান্তিনিকেতন, 7 অগস্ট : পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ব্যঙ্গ করে ব্যানার লাগিয়ে শহর জুড়ে টোটো চালাচ্ছেন অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mandal) এক প্রতিবেশী । পার্থ-অর্পিতার ছবি-সহ 'এ টাকা কি ভগবান তোমার' লেখা টোটোকে দেখতে ও ছবি তুলতে উৎসুক পথচলতি মানুষজন । পেশায় টোটো চালক সুকেশ চক্রবর্তী অবশ্য জানাচ্ছেন, প্রতিবাদ করতেই এই ধরনের ব্যানার লাগিয়ে ঘুরছেন তিনি ৷

santiniketan-toto-driver-using-sarcastic-banner-of-partha-chatterjee-arpita-chatterjee-in-his-vehicle
পার্থ-অর্পিতার ব্যানার দেওয়া টোটো ঘিরে উৎসাহীদের ভিড়

বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের পাড়ার বাসিন্দা সুকেশ চক্রবর্তী । এলাকায় ঠাকুর নামে পরিচিত তিনি । পেশায় টোটো চালক । তাঁর টোটোর পিছনে লাগানো ব্যানার এখন বোলপুর-শান্তিনিকেতনে চর্চার বিষয় ৷ ব্যানারে টাকা-সহ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে ৷ ছবির নীচে লেখা রয়েছে, 'এ টাকা তো আমার নয়' । তার নীচে লেখা আছে 'ভগবান এ টাকা কি তোমার ?" ঠাকুরের এই টোটো দেখতে ও ছবি তুলতে উৎসাহী অনেকেই ৷

টোটোয় ‘অপা’কে নিয়ে ব্যাঙ্গাত্মক ব্যানার, শান্তিনিকেতনে অনুব্রতর প্রতিবেশীকে নিয়ে হইচই

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে (Bengal SSC Scam) ধৃত পার্থ-অর্পিতাকে নিয়ে ট্রোল, মিমে ভরে গিয়েছে নেট দুনিয়া ৷ শান্তিনিকেতনের ফুলডাঙায় তাদের 'অপা' বাড়িটিও ‘দর্শনীয় স্থান’ হয়ে উঠেছে ৷ এছাড়াও, বোলপুর-শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি (ED) । তাই এই মুহূর্তে এই রকম ব্যঙ্গাত্মক ব্যানার লেখা টোটো রাস্তায় ঘোরায় নজর কাড়ছে সকলের ।

santiniketan-toto-driver-using-sarcastic-banner-of-partha-chatterjee-arpita-chatterjee-in-his-vehicle
পার্থ-অর্পিতার ব্যানার দেওয়া টোটো ঘিরে উৎসাহীদের ভিড়

টোটো চালক সুকেশ চক্রবর্তী অবশ্য বলেন, "রোদ-বৃষ্টি উপেক্ষে করে চাকরির জন্য কলকাতায় ধরনা দিচ্ছেন প্রার্থীরা ৷ আর এঁরা মানুষের টাকা চুরি করে বসে আছেন ৷ এই দুর্নীতির প্রতিবাদ করতে ও মানুষকে সচেতন করতেই আমি টোটোতে এই রকম ব্যানার লাগিয়েছি । যাত্রীরা দেখেও খুশি ।"

santiniketan-toto-driver-using-sarcastic-banner-of-partha-chatterjee-arpita-chatterjee-in-his-vehicle
এই ব্যানার ঘিরেই চর্চা চলছে শান্তিনিকেতনে

আরও পড়ুন : কোন জাদুতে পার্থর মেয়ের নামে থাকা সংস্থার মালকিন হলেন অর্পিতা ? জানতে চায় ইডি

শান্তিনিকেতন, 7 অগস্ট : পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ব্যঙ্গ করে ব্যানার লাগিয়ে শহর জুড়ে টোটো চালাচ্ছেন অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mandal) এক প্রতিবেশী । পার্থ-অর্পিতার ছবি-সহ 'এ টাকা কি ভগবান তোমার' লেখা টোটোকে দেখতে ও ছবি তুলতে উৎসুক পথচলতি মানুষজন । পেশায় টোটো চালক সুকেশ চক্রবর্তী অবশ্য জানাচ্ছেন, প্রতিবাদ করতেই এই ধরনের ব্যানার লাগিয়ে ঘুরছেন তিনি ৷

santiniketan-toto-driver-using-sarcastic-banner-of-partha-chatterjee-arpita-chatterjee-in-his-vehicle
পার্থ-অর্পিতার ব্যানার দেওয়া টোটো ঘিরে উৎসাহীদের ভিড়

বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের পাড়ার বাসিন্দা সুকেশ চক্রবর্তী । এলাকায় ঠাকুর নামে পরিচিত তিনি । পেশায় টোটো চালক । তাঁর টোটোর পিছনে লাগানো ব্যানার এখন বোলপুর-শান্তিনিকেতনে চর্চার বিষয় ৷ ব্যানারে টাকা-সহ পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে ৷ ছবির নীচে লেখা রয়েছে, 'এ টাকা তো আমার নয়' । তার নীচে লেখা আছে 'ভগবান এ টাকা কি তোমার ?" ঠাকুরের এই টোটো দেখতে ও ছবি তুলতে উৎসাহী অনেকেই ৷

টোটোয় ‘অপা’কে নিয়ে ব্যাঙ্গাত্মক ব্যানার, শান্তিনিকেতনে অনুব্রতর প্রতিবেশীকে নিয়ে হইচই

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে (Bengal SSC Scam) ধৃত পার্থ-অর্পিতাকে নিয়ে ট্রোল, মিমে ভরে গিয়েছে নেট দুনিয়া ৷ শান্তিনিকেতনের ফুলডাঙায় তাদের 'অপা' বাড়িটিও ‘দর্শনীয় স্থান’ হয়ে উঠেছে ৷ এছাড়াও, বোলপুর-শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি (ED) । তাই এই মুহূর্তে এই রকম ব্যঙ্গাত্মক ব্যানার লেখা টোটো রাস্তায় ঘোরায় নজর কাড়ছে সকলের ।

santiniketan-toto-driver-using-sarcastic-banner-of-partha-chatterjee-arpita-chatterjee-in-his-vehicle
পার্থ-অর্পিতার ব্যানার দেওয়া টোটো ঘিরে উৎসাহীদের ভিড়

টোটো চালক সুকেশ চক্রবর্তী অবশ্য বলেন, "রোদ-বৃষ্টি উপেক্ষে করে চাকরির জন্য কলকাতায় ধরনা দিচ্ছেন প্রার্থীরা ৷ আর এঁরা মানুষের টাকা চুরি করে বসে আছেন ৷ এই দুর্নীতির প্রতিবাদ করতে ও মানুষকে সচেতন করতেই আমি টোটোতে এই রকম ব্যানার লাগিয়েছি । যাত্রীরা দেখেও খুশি ।"

santiniketan-toto-driver-using-sarcastic-banner-of-partha-chatterjee-arpita-chatterjee-in-his-vehicle
এই ব্যানার ঘিরেই চর্চা চলছে শান্তিনিকেতনে

আরও পড়ুন : কোন জাদুতে পার্থর মেয়ের নামে থাকা সংস্থার মালকিন হলেন অর্পিতা ? জানতে চায় ইডি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.