ETV Bharat / state

ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে বিক্ষোভ গবেষক পড়ুয়াদের - কোর্স ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

এমফিল ও পিএইচডি-র ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে গবেষক পড়ুয়াদের বিক্ষোভ । হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা । বিক্ষোভের জেরে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা যাতায়াতের জন্য বন্ধ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে গবেষক পড়ুয়ারা
ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে গবেষক পড়ুয়ারা
author img

By

Published : Jul 3, 2021, 3:49 PM IST

শান্তিনিকেতন, 3 জুলাই : কোভিড পরিস্থিতিতে কোর্স ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে বিক্ষোভ গবেষক পড়ুয়াদের ৷ এর আগেও ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে লাগাতার আন্দোলন হয়েছে বিশ্বভারতীতে । পড়ুয়ারা কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে, হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷ বিক্ষোভের জেরে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা যাতায়াতের জন্য বন্ধ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । পিএইচডি ও এমফিলের সেমিস্টার ফি ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে ৷ 50 টাকা থেকে বাড়িয়ে 1 হাজার 400 টাকা করে দেওয়া হয়েছে ।

হঠাৎ করে এত গুণ বৃদ্ধি করা হল কেন ? কয়েক দিন আগেই ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিশ্বভারতীর এসএফআই সমর্থিত পড়ুয়ারা ৷ এদিন ফের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় গবেষক পড়ুয়ারা।

অভিযোগ, করোনা পরিস্থিতিতে সবর্ত্র জায়গায় আর্থিক সংকট চলছে ৷ এই সংকটের মাঝেই প্রায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হল শিক্ষাবর্ষে ফি । বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে এদিন সকাল থেকে বিক্ষোভ চলতে থাকে ৷

এমফিল ও পিএইচডি-র ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভ

আরও পড়ুন... খবরের জেরে কোপাই বাঁচাতে ঝাঁপাল প্রশাসন, দখল হঠিয়ে লাগানো হবে গাছ

পড়ুয়াদের মধ্যে বিউটি সাহা বলেন, "হঠাৎ করে ফি বৃদ্ধি করে দেওয়া হল । কোভিড পরিস্থিতিতে আর্থিক সংকট চলছে, সেই সময় এত ফি বৃদ্ধি । আলোচনার জন্য উপাচার্যের কাছে আমরা সময় চেয়েছিলাম । কিন্তু, উনি সময় দিননি । তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হলাম ।"

শান্তিনিকেতন, 3 জুলাই : কোভিড পরিস্থিতিতে কোর্স ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে বিক্ষোভ গবেষক পড়ুয়াদের ৷ এর আগেও ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে লাগাতার আন্দোলন হয়েছে বিশ্বভারতীতে । পড়ুয়ারা কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে, হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷ বিক্ষোভের জেরে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা যাতায়াতের জন্য বন্ধ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । পিএইচডি ও এমফিলের সেমিস্টার ফি ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে ৷ 50 টাকা থেকে বাড়িয়ে 1 হাজার 400 টাকা করে দেওয়া হয়েছে ।

হঠাৎ করে এত গুণ বৃদ্ধি করা হল কেন ? কয়েক দিন আগেই ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিশ্বভারতীর এসএফআই সমর্থিত পড়ুয়ারা ৷ এদিন ফের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় গবেষক পড়ুয়ারা।

অভিযোগ, করোনা পরিস্থিতিতে সবর্ত্র জায়গায় আর্থিক সংকট চলছে ৷ এই সংকটের মাঝেই প্রায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হল শিক্ষাবর্ষে ফি । বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে এদিন সকাল থেকে বিক্ষোভ চলতে থাকে ৷

এমফিল ও পিএইচডি-র ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভ

আরও পড়ুন... খবরের জেরে কোপাই বাঁচাতে ঝাঁপাল প্রশাসন, দখল হঠিয়ে লাগানো হবে গাছ

পড়ুয়াদের মধ্যে বিউটি সাহা বলেন, "হঠাৎ করে ফি বৃদ্ধি করে দেওয়া হল । কোভিড পরিস্থিতিতে আর্থিক সংকট চলছে, সেই সময় এত ফি বৃদ্ধি । আলোচনার জন্য উপাচার্যের কাছে আমরা সময় চেয়েছিলাম । কিন্তু, উনি সময় দিননি । তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.