ETV Bharat / state

Visva Bharati Agitation : প্রায় 30 ঘণ্টা পর ঘেরাও মুক্ত কর্মসচিব-সহ বিশ্বভারতীর আধিকারিকেরা - Visva Bharati University Registrar Resigns and released after 30 hours

রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিয়ে দেন কর্মসচিব আশিস আগরওয়াল (Visva Bharati University Registrar Resigns) । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷

Visva-Bharati Agitation
বিশ্বভারতী
author img

By

Published : Mar 16, 2022, 7:30 AM IST

শান্তিনিকেতন, 15 মার্চ : বাংলাদেশ ভবনে সোমবার বিকেল থেকে কর্মসচিব সব অধ্যাপকদের ঘেরাও করে রেখেছিলেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা (Visva Bharati Agitation) ৷ অবশেষে মঙ্গলবার রাতের দিকে ঘেরাও মুক্ত হন তাঁরা ৷ প্রায় 30 ঘণ্টা ধরে আটকে থাকার পর কোনও শর্ত ছাড়াই কর্মসচিব আশিস আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ-সহ বেশ কয়েকজন অধ্যাপক বাড়ি যেতে পেরেছেন ৷ তবে ছাত্র-ছাত্রীদের দাবি, কাউকে ঘেরাও করে রাখা হয়নি ৷ অনেকেই এখানে ছিলেন যাঁরা বয়স্ক, অসুস্থ ৷ তাঁদের চলে যেতে বলা হয়েছে ৷ তবে রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিয়ে দেন কর্মসচিব আশিস আগরওয়াল (Visva Bharati University Registrar Resigns)। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷

ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কারণে প্রায় অচল বিশ্বভারতী ৷ পরীক্ষা বয়কট করে লাগাতার চলছে বিক্ষোভ, অনশন ৷ যে কারণে বিশ্বভারতীর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, পরীক্ষা না দিলে অনুপস্থিত দেখিয়ে সংশ্লিষ্ট পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়া হবে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি হতেই আরও উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর ৷ সোমবার বিকেলে বাংলাদেশ ভবনে গিয়ে বিশ্বভারতীয় রেজিস্টার আশিস আগরওয়াল-সহ বেশ কয়েকজন অধ্যাপককে ঘেরাও করে রাখা হয় ৷ রাতভর সেখানেই ছিলেন তাঁরা ৷ অবশেষে মঙ্গলবার রাত এগারোটার পর ঘেরাও মুক্ত হন তাঁরা (register of Visva-Bharati University released after 30 hours) ৷

প্রায় 30 ঘণ্টা পর ঘেরাও মুক্ত বিশ্বভারতীর আধিকারিকেরা

তবে কোনও শর্ত ছাড়াই পড়ুয়াদের তাঁদের যেতে দিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ এ বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীন ঘোষ বলেন, আমাদের যেতে দেওয়া হয়েছে ৷ নিঃশর্ত ভাবেই ঘেরাও মুক্ত করে দেওয়া হয় ৷ তবে পড়ুয়াদের সঙ্গে কী আলোচনা হয়েছে তা বলতে পারব না ৷ কারণ আলোচনা অধ্যাপকদের সঙ্গে হয়েছে ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ পরবর্তী যা সিদ্ধান্ত নেবে তা জানতে পারলে আমি জানিয়ে দেব ।"

আরও পড়ুন : Basanta Utsav Cancelled in Visva Bharati : ছাত্র আন্দোলনের জের, বসন্তোৎসব বাতিল করল বিশ্বভারতী

এদিকে নিঃশর্তভাবে ঘেরাও মুক্ত করলেও আন্দোলন যে চলবে তা স্পষ্ট করে দিয়েছেন পড়ুয়ারা ৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকবেন তাঁরা ৷ আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে শুভ নাথ বলেন, "আমরা আমাদের দাবিতে অনড় ৷ তবে কাউকে আমরা আটকে রাখিনি ৷ নিজের নিজের মত বাড়ি গিয়েছেন সকলে ৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।" প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি থেকে ছাত্রাবাস, ক্যান্টিন খোলা-সহ অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপেও এই সমস্যার সমাধান হয়নি ৷

শান্তিনিকেতন, 15 মার্চ : বাংলাদেশ ভবনে সোমবার বিকেল থেকে কর্মসচিব সব অধ্যাপকদের ঘেরাও করে রেখেছিলেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা (Visva Bharati Agitation) ৷ অবশেষে মঙ্গলবার রাতের দিকে ঘেরাও মুক্ত হন তাঁরা ৷ প্রায় 30 ঘণ্টা ধরে আটকে থাকার পর কোনও শর্ত ছাড়াই কর্মসচিব আশিস আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ-সহ বেশ কয়েকজন অধ্যাপক বাড়ি যেতে পেরেছেন ৷ তবে ছাত্র-ছাত্রীদের দাবি, কাউকে ঘেরাও করে রাখা হয়নি ৷ অনেকেই এখানে ছিলেন যাঁরা বয়স্ক, অসুস্থ ৷ তাঁদের চলে যেতে বলা হয়েছে ৷ তবে রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিয়ে দেন কর্মসচিব আশিস আগরওয়াল (Visva Bharati University Registrar Resigns)। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷

ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কারণে প্রায় অচল বিশ্বভারতী ৷ পরীক্ষা বয়কট করে লাগাতার চলছে বিক্ষোভ, অনশন ৷ যে কারণে বিশ্বভারতীর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, পরীক্ষা না দিলে অনুপস্থিত দেখিয়ে সংশ্লিষ্ট পড়ুয়াকে ফেল করিয়ে দেওয়া হবে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি হতেই আরও উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর ৷ সোমবার বিকেলে বাংলাদেশ ভবনে গিয়ে বিশ্বভারতীয় রেজিস্টার আশিস আগরওয়াল-সহ বেশ কয়েকজন অধ্যাপককে ঘেরাও করে রাখা হয় ৷ রাতভর সেখানেই ছিলেন তাঁরা ৷ অবশেষে মঙ্গলবার রাত এগারোটার পর ঘেরাও মুক্ত হন তাঁরা (register of Visva-Bharati University released after 30 hours) ৷

প্রায় 30 ঘণ্টা পর ঘেরাও মুক্ত বিশ্বভারতীর আধিকারিকেরা

তবে কোনও শর্ত ছাড়াই পড়ুয়াদের তাঁদের যেতে দিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ এ বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীন ঘোষ বলেন, আমাদের যেতে দেওয়া হয়েছে ৷ নিঃশর্ত ভাবেই ঘেরাও মুক্ত করে দেওয়া হয় ৷ তবে পড়ুয়াদের সঙ্গে কী আলোচনা হয়েছে তা বলতে পারব না ৷ কারণ আলোচনা অধ্যাপকদের সঙ্গে হয়েছে ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ পরবর্তী যা সিদ্ধান্ত নেবে তা জানতে পারলে আমি জানিয়ে দেব ।"

আরও পড়ুন : Basanta Utsav Cancelled in Visva Bharati : ছাত্র আন্দোলনের জের, বসন্তোৎসব বাতিল করল বিশ্বভারতী

এদিকে নিঃশর্তভাবে ঘেরাও মুক্ত করলেও আন্দোলন যে চলবে তা স্পষ্ট করে দিয়েছেন পড়ুয়ারা ৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকবেন তাঁরা ৷ আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে শুভ নাথ বলেন, "আমরা আমাদের দাবিতে অনড় ৷ তবে কাউকে আমরা আটকে রাখিনি ৷ নিজের নিজের মত বাড়ি গিয়েছেন সকলে ৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।" প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি থেকে ছাত্রাবাস, ক্যান্টিন খোলা-সহ অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপেও এই সমস্যার সমাধান হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.