ETV Bharat / state

Visva Bharati Protest : পঠন-পাঠনে বাধা দেওয়া ও কাউকে আটকে রাখা হয়নি, দাবি বিশ্বভারতীর পড়ুয়াদের - পঠন-পাঠনে বাধা দেওয়া ও কাউকে আটকে রাখা হয়নি, দাবি বিশ্বভারতীয় পড়ুয়াদের

বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছে (Calcutta High Court Over Visva Bharati Protest), বিশ্বভারতীর আন্দোলনে তারা হস্তক্ষেপ করবে না ৷

reaction of visva bharati students
পঠন-পাঠনে বাধা দেওয়া ও কাউকে আটকে রাখা হয়নি
author img

By

Published : Mar 3, 2022, 4:53 PM IST

Updated : Mar 3, 2022, 5:44 PM IST

শান্তিনিকেতন, 3 মার্চ : বিশ্বভারতীতে হস্টেল খোলার দাবিতে পড়ুয়াদের চলমান আন্দোলনে আদালত হস্তক্ষেপ করবে না বলে, বৃহস্পতিবারই জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আন্দোলন গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেছে হাইকোর্ট (Calcutta High Court Over Visva Bharati Protest) ৷ পুলিশ পড়ুয়াদের আন্দোলনে ব্যাঘাত ঘটাতে পারবে না বলেও জানিয়েছে, হাইকোর্ট ৷ তবে আন্দোলনকারীরা পঠন-পাঠনে ব্যাঘাত ঘটাতে পারবে না এবং কোনও আধিকারিককে বাধা দিতে পারবে না ৷

হাইকোর্টের এই নির্দেশের পর এদিন বিশ্বভারতীর আন্দোলনরত পড়ুয়ারা জানিয়েছেন, তারা পঠন-পাঠনে বাধা দিচ্ছেন না ৷ ক্লাসও চলছে ৷ শান্তিপূর্ণ আন্দোলন চলছে ৷ যতদিন না তাঁদের দাবি মানা হবে ততদিন আন্দোলন চলবে ৷ পাশাপাশি, কর্মসচিব আশিস অগরওয়াল-সহ কোনও আধিকারিকে আটকে রাখা বা ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন, আন্দোলনরত পড়ুয়ারা ৷ তাঁদের পাল্টা দাবি, আদালতে ভিত্তিহীন অভিযোগ এনেছে কর্তৃপক্ষ, এখন সেই দাবির সত্যতা প্রমাণ করতেই তাঁরা নিজেরাই নিজেদের ঘরে বসে থেকে আটকে রাখার মিথ্যাচার করছেন ৷ যদিও কর্মসচিবের অভিযোগ, আদালতে নির্দেশের পরেও তাঁকে বেরতে দেওয়া হচ্ছে না, প্রশাসন কোনও সহযোগিতা করছে না ৷

বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছে, বিশ্বভারতীর আন্দোলনে তারা হস্তক্ষেপ করবে না

এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ফের দতফরে ফিরে যান কর্মসচিব আশিস আগরওয়াল । তিনি বলেন, "ওরা মুখে বলছে ঘেরাও নেই । কিন্তু, আমি নিজের দফতরেই বন্দি ৷ প্রশাসনের, পুলিশকে একাধিকবার জানিয়েছি৷ কেউ কোনও পদক্ষেপ করছে না ৷ আমি তিন দিন ধরে বন্দি৷ হস্টেল খোলার বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে তাও জানি না ।"

আরও পড়ুন : বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তা যেন শান্তিপূর্ণ হয়, জানাল কলকাতা হাইকোর্ট

এদিনও দেখা গিয়েছে, আধিকারিকদের পা ধরে কয়েকজন পড়ুয়া অনুরোধ করছেন বিশ্বভারতীর ছাত্রাবাস ও ক্যান্টিন খুলে দেওয়ার জন্য ৷ ছাত্রাবাস ও ক্যান্টিন খোলার দাবিতে গত 28 ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীতে শুরু হয়েছে ছাত্র আন্দোলন । ঘেরাও করা হয় কর্মসচিব আশিস আগরওয়াল-সহ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীন ঘোষ, সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোকে৷ তবে পড়ুয়াদের দাবি, 24 ঘন্টা ঘেরাও চলার পর আধিকারিকদের ঘেরাও মুক্ত করা হয় । তাঁরা নিজের কাজ করতে পারেন, বাইরে যেতে পারে ন ৷ কিন্তু, কর্মসচিব জানিয়েছেন, হেনস্থা হওয়ার আশঙ্কায় তিনি নিজের দফতর ছাড়েননি । এমনকি, পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি ৷ এর পরেই এই অচলাবস্থা কাটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

শান্তিনিকেতন, 3 মার্চ : বিশ্বভারতীতে হস্টেল খোলার দাবিতে পড়ুয়াদের চলমান আন্দোলনে আদালত হস্তক্ষেপ করবে না বলে, বৃহস্পতিবারই জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আন্দোলন গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেছে হাইকোর্ট (Calcutta High Court Over Visva Bharati Protest) ৷ পুলিশ পড়ুয়াদের আন্দোলনে ব্যাঘাত ঘটাতে পারবে না বলেও জানিয়েছে, হাইকোর্ট ৷ তবে আন্দোলনকারীরা পঠন-পাঠনে ব্যাঘাত ঘটাতে পারবে না এবং কোনও আধিকারিককে বাধা দিতে পারবে না ৷

হাইকোর্টের এই নির্দেশের পর এদিন বিশ্বভারতীর আন্দোলনরত পড়ুয়ারা জানিয়েছেন, তারা পঠন-পাঠনে বাধা দিচ্ছেন না ৷ ক্লাসও চলছে ৷ শান্তিপূর্ণ আন্দোলন চলছে ৷ যতদিন না তাঁদের দাবি মানা হবে ততদিন আন্দোলন চলবে ৷ পাশাপাশি, কর্মসচিব আশিস অগরওয়াল-সহ কোনও আধিকারিকে আটকে রাখা বা ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন, আন্দোলনরত পড়ুয়ারা ৷ তাঁদের পাল্টা দাবি, আদালতে ভিত্তিহীন অভিযোগ এনেছে কর্তৃপক্ষ, এখন সেই দাবির সত্যতা প্রমাণ করতেই তাঁরা নিজেরাই নিজেদের ঘরে বসে থেকে আটকে রাখার মিথ্যাচার করছেন ৷ যদিও কর্মসচিবের অভিযোগ, আদালতে নির্দেশের পরেও তাঁকে বেরতে দেওয়া হচ্ছে না, প্রশাসন কোনও সহযোগিতা করছে না ৷

বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছে, বিশ্বভারতীর আন্দোলনে তারা হস্তক্ষেপ করবে না

এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ফের দতফরে ফিরে যান কর্মসচিব আশিস আগরওয়াল । তিনি বলেন, "ওরা মুখে বলছে ঘেরাও নেই । কিন্তু, আমি নিজের দফতরেই বন্দি ৷ প্রশাসনের, পুলিশকে একাধিকবার জানিয়েছি৷ কেউ কোনও পদক্ষেপ করছে না ৷ আমি তিন দিন ধরে বন্দি৷ হস্টেল খোলার বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে তাও জানি না ।"

আরও পড়ুন : বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তা যেন শান্তিপূর্ণ হয়, জানাল কলকাতা হাইকোর্ট

এদিনও দেখা গিয়েছে, আধিকারিকদের পা ধরে কয়েকজন পড়ুয়া অনুরোধ করছেন বিশ্বভারতীর ছাত্রাবাস ও ক্যান্টিন খুলে দেওয়ার জন্য ৷ ছাত্রাবাস ও ক্যান্টিন খোলার দাবিতে গত 28 ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীতে শুরু হয়েছে ছাত্র আন্দোলন । ঘেরাও করা হয় কর্মসচিব আশিস আগরওয়াল-সহ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীন ঘোষ, সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোকে৷ তবে পড়ুয়াদের দাবি, 24 ঘন্টা ঘেরাও চলার পর আধিকারিকদের ঘেরাও মুক্ত করা হয় । তাঁরা নিজের কাজ করতে পারেন, বাইরে যেতে পারে ন ৷ কিন্তু, কর্মসচিব জানিয়েছেন, হেনস্থা হওয়ার আশঙ্কায় তিনি নিজের দফতর ছাড়েননি । এমনকি, পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি ৷ এর পরেই এই অচলাবস্থা কাটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

Last Updated : Mar 3, 2022, 5:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.