রামপুরহাট, ২৪ মার্চ : ক্লোজ করার পর এবার সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে (Suspended SDPO and IC) ৷ একইসঙ্গে অপসারণের পর সাসপেন্ড করা হল রামপুরহাটে এসডিপিও সায়ন আহমেদকেও ৷ মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে এসে আইসি, এসডিপিও বিরুদ্ধে সরব হওয়ার পরেই তাঁদের সাসপেন্ড করা হল ৷
রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন ৷ তারপরে গ্রামজুড়ে তাণ্ডব চালায় তাঁর অনুগামীরা। কমপক্ষে 10টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ মারধর করার পর পুড়িয়ে হত্যা কর হয় মহিলা, শিশু-সহ 8জনকে ৷ যদিও, বেসরকারি হিসেবে মৃতের সংখ্যাটা আরও বেশি ৷ এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে ৷ ঘটনার পরে পরেই রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদকে অপসারণ ও আইসি ত্রিদীপ প্রামাণিককে ক্লোজ করা হয়েছিল ৷ এবার তাঁদের সাসপেন্ড করে দেওয়া হল ৷
আরও পড়ুন : District Judge Visits Bagtui : বগটুইয়ে পূর্ব-বর্ধমানের জেলা বিচারক, আদালতে রিপোর্ট আজ দুপুর 2টোয়
এদিন গ্রামে এসে নিহতের পরিজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রামপুরহাটের এসডিপিও ও আইসির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এসডিপিও ও আইসি নিজের দায়িত্ব ঠিক মত পালন করেনি ৷ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই রামপুরহাটের এসডিপিও ও আইসিকে সাসপেন্ড করে দেওয়া হল। ঝাড়গ্রামের ডিএসপি ধীমান মিত্রকে রামপুরহাটের এসডিপিওর দায়িত্ব দেওয়া হল ৷