ETV Bharat / state

রাজেশের পরিবারকে সমবেদনা জানিয়ে চিঠি রাহুল গান্ধির - হাসনের বিধায়ক মিল্টন রশিদ

রাজেশ ওরাংয়ের পরিবারের সদস্যদের হাতে রাহুল গান্ধির চিঠি তুলে দেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ । তিনি বলেন, কংগ্রেস সবসময় শহিদের পরিবারের পাশে থাকবে ।

image
মিল্টন রশিদ
author img

By

Published : Jun 19, 2020, 2:41 AM IST

Updated : Jun 19, 2020, 2:52 AM IST

মহম্মদবাজার, 19 জুন : শহিদ রাজেশ ওরাংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চিঠি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । বৃহস্পতিবার বীরভূমের হাসনের বিধায়ক মিল্টন রশিদ শহিদের বাবা সুভাষ ওরাংয়ের হাতে রাহুল গান্ধির চিঠি তুলে দেন।

বৃহস্পতিবার বীরভূমে মহম্মদবাজার থানার বেলগড়িয়া গ্রামে শহিদ রাজেশ ওরাংয়ের বাড়িতে আসে কংগ্রেস প্রতিনিধিদল । হাসানের বিধায়ক মিল্টন রশিদ-সহ জেলা কংগ্রেসের প্রথম সারির নেতারা ছিলেন সেই দলে ৷ বিধায়ক মিল্টন রশিদ দলের নেতৃত্বে দেন ৷ প্রতিনিধি দল শহিদের পরিবারের সঙ্গে দেখা করেন । তাঁদের সমবেদনা জানান ৷ এরপর শোকার্ত বাবা সুভাষ ওরাংয়ের হাতে রাহুল গান্ধির চিঠি তুলে দেন । এছাড়া কংগ্রেস রাজ্য সভাপতি সোমেন মিত্রর সমবেদনার চিঠিও তুলে দেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ ।

image
রাহুল গান্ধির চিঠি

বৃহস্পতিবার চিন-ভারত সীমান্তে নিহত ভারতীয় জওয়ান রাজেশ ওরাংকে সমবেদনা জানান বিভিন্ন মহলের মানুষজন। এদিন কংগ্রেস বিধায়ক বলেন, ‘‘দেশ মায়ের সন্তানের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই । রাহুল গান্ধির দেওয়া চিঠি তার পরিবারকে দিলাম। কংগ্রেস সবসময় শহিদের পরিবারের পাশে থাকবে ।’’

মহম্মদবাজার, 19 জুন : শহিদ রাজেশ ওরাংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চিঠি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । বৃহস্পতিবার বীরভূমের হাসনের বিধায়ক মিল্টন রশিদ শহিদের বাবা সুভাষ ওরাংয়ের হাতে রাহুল গান্ধির চিঠি তুলে দেন।

বৃহস্পতিবার বীরভূমে মহম্মদবাজার থানার বেলগড়িয়া গ্রামে শহিদ রাজেশ ওরাংয়ের বাড়িতে আসে কংগ্রেস প্রতিনিধিদল । হাসানের বিধায়ক মিল্টন রশিদ-সহ জেলা কংগ্রেসের প্রথম সারির নেতারা ছিলেন সেই দলে ৷ বিধায়ক মিল্টন রশিদ দলের নেতৃত্বে দেন ৷ প্রতিনিধি দল শহিদের পরিবারের সঙ্গে দেখা করেন । তাঁদের সমবেদনা জানান ৷ এরপর শোকার্ত বাবা সুভাষ ওরাংয়ের হাতে রাহুল গান্ধির চিঠি তুলে দেন । এছাড়া কংগ্রেস রাজ্য সভাপতি সোমেন মিত্রর সমবেদনার চিঠিও তুলে দেন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ ।

image
রাহুল গান্ধির চিঠি

বৃহস্পতিবার চিন-ভারত সীমান্তে নিহত ভারতীয় জওয়ান রাজেশ ওরাংকে সমবেদনা জানান বিভিন্ন মহলের মানুষজন। এদিন কংগ্রেস বিধায়ক বলেন, ‘‘দেশ মায়ের সন্তানের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই । রাহুল গান্ধির দেওয়া চিঠি তার পরিবারকে দিলাম। কংগ্রেস সবসময় শহিদের পরিবারের পাশে থাকবে ।’’

Last Updated : Jun 19, 2020, 2:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.